ETV Bharat / sports

Shimron Hetmyer: দিল্লিকে জিতিয়ে প্রতিপক্ষ ক্রিকেটারের কাঁধে লাফ, হেটমেয়ারের কীর্তি ভাইরাল - আইপিএল 2021

সোমবার দুবাইয়ে লিগ টেবিলে শীর্ষে থাকার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ৷ রুদ্ধশ্বাস সেই ম্যাচে 2 বল বাকি থাকতে ধোনিদের হারিয়ে শীর্ষে জায়গা করে নেয় দিল্লি ৷ সেই জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূ্মিকা নেন হেটমেয়ার ৷

Shimron Hetmyer
দিল্লিকে জিতিয়ে প্রতিপক্ষের কাঁধে লাফ, হেটমেয়ারের কীর্তি ভাইরাল
author img

By

Published : Oct 5, 2021, 2:46 PM IST

দুবাই, 5 অক্টোবর: ইয়ন মরগ্যান-রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে কথা চালাচালি নিয়ে দিনকয়েক ধরেই উত্তপ্ত ছিল আইপিএল ৷ ঘটনায় অশ্বিনের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন তোলায় নাইট অধিনায়ককে টুইটে পালটা দেন দক্ষিণী স্পিনার ৷ এমনই সরগরম পরিস্থিতিতে সোমবার আইপিএলে 'স্পিরিট অফ ক্রিকেটে'র এক অসাধারণ নিদর্শন রাখলেন দিল্লি ক্যাপিটালসেরই আরেক ক্রিকেটার শিমরন হেটমেয়ার ৷ সোমবার দলকে জিতিয়ে প্রতিপক্ষ ক্রিকেটার ডোয়েন ব্রাভোর কাঁধে চড়ে বসলেন ক্যারিবিয়ান ব্যাটার ৷

এদিন দুবাইয়ে লিগ টেবিলে শীর্ষে থাকার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ৷ রুদ্ধশ্বাস সেই ম্যাচে 2 বল বাকি থাকতে ধোনিদের হারিয়ে শীর্ষে জায়গা করে নেয় দিল্লি ৷ আর সেই জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূ্মিকা নেন হেটমেয়ার ৷ মাত্র 18 বলে ঝোড়ো 28 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মারকুটে এই ব্যাটার ৷ তাঁর ইনিংসে ছিল 2টি চার, 1টি ছয় ৷ এরপরই সেলিব্রেশনে মেতে প্রতিপক্ষের বোলার ব্রাভোর কাঁধে লাফিয়ে ওঠেন তিনি ৷ হেটমেয়ারের সেই কীর্তি স্বল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে ৷

হেটমেয়ারের এই কীর্তিতে মোটেই ক্ষুন্ন হননি তাঁর দেশোয়ালি ব্রাভো ৷ পালটা হাসিমুখেই খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচয় দেন তিনি ৷ সবমিলিয়ে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ৷

আরও পড়ুন: ধোনিদের হারিয়ে লিগ তালিকায় শীর্ষে পন্থের দিল্লি

শীর্ষে ওঠার লড়াইয়ে এদিন প্রথমে ব্যাট করে 5 উইকেটে 136 রান তোলে চেন্নাই ৷ অপরাজিত অর্ধশতরান করেন অম্বাতি রায়ডু ৷ জবাবে শিখর ধাওয়ানের 35 বলে 39, শিমরন হেটমেয়ারের ঝোড়ো ব্যাটে শীর্ষস্থান পাকা করে নেন পন্থরা ৷ ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে দু'দলই ৷ গ্রুপ পর্বে দু'দলেরই বাকি রয়েছে একটি করে ম্যাচ ৷

দুবাই, 5 অক্টোবর: ইয়ন মরগ্যান-রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে কথা চালাচালি নিয়ে দিনকয়েক ধরেই উত্তপ্ত ছিল আইপিএল ৷ ঘটনায় অশ্বিনের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন তোলায় নাইট অধিনায়ককে টুইটে পালটা দেন দক্ষিণী স্পিনার ৷ এমনই সরগরম পরিস্থিতিতে সোমবার আইপিএলে 'স্পিরিট অফ ক্রিকেটে'র এক অসাধারণ নিদর্শন রাখলেন দিল্লি ক্যাপিটালসেরই আরেক ক্রিকেটার শিমরন হেটমেয়ার ৷ সোমবার দলকে জিতিয়ে প্রতিপক্ষ ক্রিকেটার ডোয়েন ব্রাভোর কাঁধে চড়ে বসলেন ক্যারিবিয়ান ব্যাটার ৷

এদিন দুবাইয়ে লিগ টেবিলে শীর্ষে থাকার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ৷ রুদ্ধশ্বাস সেই ম্যাচে 2 বল বাকি থাকতে ধোনিদের হারিয়ে শীর্ষে জায়গা করে নেয় দিল্লি ৷ আর সেই জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূ্মিকা নেন হেটমেয়ার ৷ মাত্র 18 বলে ঝোড়ো 28 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মারকুটে এই ব্যাটার ৷ তাঁর ইনিংসে ছিল 2টি চার, 1টি ছয় ৷ এরপরই সেলিব্রেশনে মেতে প্রতিপক্ষের বোলার ব্রাভোর কাঁধে লাফিয়ে ওঠেন তিনি ৷ হেটমেয়ারের সেই কীর্তি স্বল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে ৷

হেটমেয়ারের এই কীর্তিতে মোটেই ক্ষুন্ন হননি তাঁর দেশোয়ালি ব্রাভো ৷ পালটা হাসিমুখেই খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচয় দেন তিনি ৷ সবমিলিয়ে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ৷

আরও পড়ুন: ধোনিদের হারিয়ে লিগ তালিকায় শীর্ষে পন্থের দিল্লি

শীর্ষে ওঠার লড়াইয়ে এদিন প্রথমে ব্যাট করে 5 উইকেটে 136 রান তোলে চেন্নাই ৷ অপরাজিত অর্ধশতরান করেন অম্বাতি রায়ডু ৷ জবাবে শিখর ধাওয়ানের 35 বলে 39, শিমরন হেটমেয়ারের ঝোড়ো ব্যাটে শীর্ষস্থান পাকা করে নেন পন্থরা ৷ ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে দু'দলই ৷ গ্রুপ পর্বে দু'দলেরই বাকি রয়েছে একটি করে ম্যাচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.