ETV Bharat / sports

IPL 2023: ধোনিদের হারিয়ে চ্যাম্পিয়নের মতো সফর শুরু গুজরাতের

এমরশুমের আইপিএলের প্রথম ম্যাচে টস ভাগ্য মাহির সঙ্গ দেয়নি। শিষ্য হার্দিকের কাছে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছে সিএসকেকে। শেষমেশ গুরু ধোনির বিরুদ্ধে শেষ হাসি শিষ্য হার্দিকের। গুজরাত জিতে যায় পাঁচ উইকেটে।

IPL 2023
হার্দিক পান্ডিয়া
author img

By

Published : Apr 1, 2023, 6:46 AM IST

Updated : Apr 1, 2023, 7:00 AM IST

আমেদাবাদ, 1 এপ্রিল: প্রথম ম্যাচেই ধোনি বিগ্রেডকে হারিয়ে অভিযান শুরু করল হার্দিক পান্ডিয়ার গুজরাত। আইপিএলের 16তম সিজনের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স ৷ তাই প্রথমে ব্যাটিং করতে হয়েছে ধোনির চেন্নাইকে। ইয়েলো ব্রিগেডের হয়ে ওপেনিংয়ে নামেন ডেভেন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড় ৷ প্রথম থেকেই ছিলেন দুরন্ত ছন্দে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ গুরু ধোনির বিরুদ্ধে শেষ হাসি শিষ্য হার্দিকের। গুজরাত জিতে যায় পাঁচ উইকেটে। অন্যদিকে, সিএসকের প্রথম উইকেট তুলে নিয়ে মহম্মদ সামি আইপিএলে 100টি উইকেট নেওয়ার রেকর্ড পূর্ণ করেন।

এদিন শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন বছর ছাব্বিশের রুতুরাজ। আইপিএলের 16তম সিজনে উদ্বোধনী ম্যাচকে জমজমাট করেছেন সিএসকের এই ব্যাটারই ৷ মাত্র 8 রানের জন্য এই মরশুমের প্রথম শতরানটা হাতছাড়া হয়েছে তাঁর ৷ রুতুর শতরানের স্বপ্নে জল ঢেলে দেন গুজরাতের জোসেফ ৷ 17.1 ওভারে খেলতে নামা আলজারি জোসেফ বল করেন ঋতুকে। ব্যস! তাতেই তিনি আউট হয়ে সাজঘরে ফিরে যান ৷ 50 বলে 92 রান করে মাঠ ছাড়েন সিএসকের এই ব্যাটার ৷ পাশাপাশি, প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন গুজরাতের মহম্মদ শামি ৷ সিএসকের প্রথম উইকেট তুলে নিয়ে এই জোরে বোলার আইপিএলে 100টি উইকেট নেওয়ার রেকর্ড করেন ৷ তিন ওভারে শেষ হওয়ার আগেই ডেভন কনওয়ের উইকেট নিয়ে সামি আইপিএল কেরিয়ারের শততম উইকেট নেওয়ার নজিরটি গড়েন ৷

আরও পড়ুন: মোতেরায় রুতু'রাজ', উদ্বোধনী ম্যাচে বড় রান সুপার কিংসের

ইয়েলো বিগ্রেড এদিন প্রথম ইনিংসে 7 উইকেট দিয়ে 178 রান তোলে চেন্নাই সুপার কিংস। 19.2 ওভারে 5 উইকেটের বিনিময়ে 182 রান তুলে ম্যাচ জিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৷ ক্যাপ্টেন তথা অলারউন্ডার হার্দিককে আউট করেন সিএসকের অলরাউন্ডার জাড্ডু ৷ অন্যদিকে, ম্যাচের সেরা হয়েছেন গুজরাতের রশিদ খান। 4 ওভারে 26 রানের বিনিময়ে মইন আলি ও বেন স্টোকসের দু'টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন পরে ব্যাট তিনি ৷ পরে ব্যাট হাতে 1টি চার ও 1টি ছক্কা হাঁকিয়ে 3 বলে 10 রান করে অপরাজিত থাকেন ৷ স্বভাবতই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরষ্কারটি জেতেন রশিদ।

আমেদাবাদ, 1 এপ্রিল: প্রথম ম্যাচেই ধোনি বিগ্রেডকে হারিয়ে অভিযান শুরু করল হার্দিক পান্ডিয়ার গুজরাত। আইপিএলের 16তম সিজনের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স ৷ তাই প্রথমে ব্যাটিং করতে হয়েছে ধোনির চেন্নাইকে। ইয়েলো ব্রিগেডের হয়ে ওপেনিংয়ে নামেন ডেভেন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড় ৷ প্রথম থেকেই ছিলেন দুরন্ত ছন্দে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ গুরু ধোনির বিরুদ্ধে শেষ হাসি শিষ্য হার্দিকের। গুজরাত জিতে যায় পাঁচ উইকেটে। অন্যদিকে, সিএসকের প্রথম উইকেট তুলে নিয়ে মহম্মদ সামি আইপিএলে 100টি উইকেট নেওয়ার রেকর্ড পূর্ণ করেন।

এদিন শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন বছর ছাব্বিশের রুতুরাজ। আইপিএলের 16তম সিজনে উদ্বোধনী ম্যাচকে জমজমাট করেছেন সিএসকের এই ব্যাটারই ৷ মাত্র 8 রানের জন্য এই মরশুমের প্রথম শতরানটা হাতছাড়া হয়েছে তাঁর ৷ রুতুর শতরানের স্বপ্নে জল ঢেলে দেন গুজরাতের জোসেফ ৷ 17.1 ওভারে খেলতে নামা আলজারি জোসেফ বল করেন ঋতুকে। ব্যস! তাতেই তিনি আউট হয়ে সাজঘরে ফিরে যান ৷ 50 বলে 92 রান করে মাঠ ছাড়েন সিএসকের এই ব্যাটার ৷ পাশাপাশি, প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন গুজরাতের মহম্মদ শামি ৷ সিএসকের প্রথম উইকেট তুলে নিয়ে এই জোরে বোলার আইপিএলে 100টি উইকেট নেওয়ার রেকর্ড করেন ৷ তিন ওভারে শেষ হওয়ার আগেই ডেভন কনওয়ের উইকেট নিয়ে সামি আইপিএল কেরিয়ারের শততম উইকেট নেওয়ার নজিরটি গড়েন ৷

আরও পড়ুন: মোতেরায় রুতু'রাজ', উদ্বোধনী ম্যাচে বড় রান সুপার কিংসের

ইয়েলো বিগ্রেড এদিন প্রথম ইনিংসে 7 উইকেট দিয়ে 178 রান তোলে চেন্নাই সুপার কিংস। 19.2 ওভারে 5 উইকেটের বিনিময়ে 182 রান তুলে ম্যাচ জিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৷ ক্যাপ্টেন তথা অলারউন্ডার হার্দিককে আউট করেন সিএসকের অলরাউন্ডার জাড্ডু ৷ অন্যদিকে, ম্যাচের সেরা হয়েছেন গুজরাতের রশিদ খান। 4 ওভারে 26 রানের বিনিময়ে মইন আলি ও বেন স্টোকসের দু'টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন পরে ব্যাট তিনি ৷ পরে ব্যাট হাতে 1টি চার ও 1টি ছক্কা হাঁকিয়ে 3 বলে 10 রান করে অপরাজিত থাকেন ৷ স্বভাবতই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরষ্কারটি জেতেন রশিদ।

Last Updated : Apr 1, 2023, 7:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.