ETV Bharat / sports

IPL 2023: মোহালিতে অনবদ্য গিল, পঞ্জাব তনয়ের ব্যাটে কিংস গুজরাতই

ঋদ্ধিমান সাহা, শুভমন গিলের ব্যাটে পঞ্জাব কিংসকে হারিয়ে দিল গুজরাত টাইটান্স । 6 উইকেটে ম্যাচ জিতে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । হায়দরাবাদের কাছে হারের পর গুজরাতের কাছেও হেরে গেল ধাওয়ানরা ।

IPL 2023
পঞ্জাব তনয়ের ব্যাটে কিংস গুজরাতই
author img

By

Published : Apr 13, 2023, 11:21 PM IST

Updated : Apr 14, 2023, 12:19 AM IST

মোহালি, 13 এপ্রিল: পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনবদ্য শুভমন গিল । পঞ্জাব তনয়ের ধ্রুপদী ব্যাটিংয়ে পঞ্জাব কিংসকে হারিয়ে দিল গুজরাত টাইটান্স । ঋদ্ধিমান সাহা, গিলের দাপটে 6 উইকেটে ম্যাচ জিতে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । ইডেনে রিঙ্কু শর্মার ব্যাটে জেতা ম্যাচ মাঠে ফেলে আসার পর ফের স্বমহিমায় গুজরাত ।

পঞ্জাবের দেওয়া 154 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন দুর্দান্ত শুরু করেছিল ঋদ্ধিমান-গিল জুটি । প্রথম উইকেটে 48 রানের পার্টনারশিপ গড়ে ক্রিজ ছাড়েন বঙ্গতনয় । পাপালির ব্যাটে আসেন 19 বলে 30 রানের ইনিংস । সেখান থেকে ম্যাচ ধরে শুভমন-সুদর্শন জুটি । 20 বলে 19 করে ডাগ-আউটে ফিরলেও সাই সুদর্শনের ব্যাটে লড়াইয়ের রসদ পায় গুজরাত ।

শেষ পর্যন্ত লড়াইটা চালান শুভমন । পঞ্জাব তনয়ের দাপুটে ব্যাটিংয়েই ম্যাচ ক্রমশ ম্যাচ পঞ্জাবের হাতের বাইরে বেরিয়ে যায় । শেষ পর্যন্ত স্যাম কুরানের বল গিলের উইকেট ভেঙে দিলেও জয়ের লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছিল গুজরাত । ফলে রাহুল তেওয়াটিয়া, ডেভিড মিলারদের ম্যাচ পকেটে পুরতে কোনও সমস্যা হয়নি ।

49 বলে 67 রানের ইনিংস আসে গিলের ব্যাট থেকে । শুভমনের দুরন্ত ইনিংস সাজানো 1টি ছয় ও 7টি চারে । তরুণ ব্যাটার ভরসা জোগালেও এদিন ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক হার্দিক পান্ডিয়া । 11 বলে মাত্র 8 রান করেই বাইশ গজ ছাড়েন তিনি । মিলারের ব্যাটে আসে 18 বলে 17 রান । যদিও গিল ফেরার পরেই হঠাৎ করে ম্যাচে ফিরেছিল পঞ্জাব । দু'বলে খুচরো রান নিয়ে চাপ আরও বাড়িয়ে ফেলেছিলেন মিলার-তেওয়াটিয়া । যদিও শেষ পর্যন্ত দু'বলে 4 রান বাকি থাকা অবস্থায় বাউন্ডারিতে বল পাঠিয়ে ম্যাচ লবের করে আনেন তেওয়াটিয়া । 4 ম্যাচের 3টিই জিতে এই মুহূর্তে ভালো ছন্দে পান্ডিয়ার টিম । অন্যদিকে প্রথম দু'ম্যাচ জিতে দুরন্ত শুরু করা পঞ্জাবের হঠাৎই ছন্দপতন । হায়দরাবাদের কাছে হারের পর গুজরাতের কাছেও হেরে গেল ধাওয়ানরা ।

আরও পড়ুন: স্পিনের জালে হায়দরাবাদকে বিঁধতে তৈরি নাইটরা

মোহালি, 13 এপ্রিল: পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনবদ্য শুভমন গিল । পঞ্জাব তনয়ের ধ্রুপদী ব্যাটিংয়ে পঞ্জাব কিংসকে হারিয়ে দিল গুজরাত টাইটান্স । ঋদ্ধিমান সাহা, গিলের দাপটে 6 উইকেটে ম্যাচ জিতে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । ইডেনে রিঙ্কু শর্মার ব্যাটে জেতা ম্যাচ মাঠে ফেলে আসার পর ফের স্বমহিমায় গুজরাত ।

পঞ্জাবের দেওয়া 154 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন দুর্দান্ত শুরু করেছিল ঋদ্ধিমান-গিল জুটি । প্রথম উইকেটে 48 রানের পার্টনারশিপ গড়ে ক্রিজ ছাড়েন বঙ্গতনয় । পাপালির ব্যাটে আসেন 19 বলে 30 রানের ইনিংস । সেখান থেকে ম্যাচ ধরে শুভমন-সুদর্শন জুটি । 20 বলে 19 করে ডাগ-আউটে ফিরলেও সাই সুদর্শনের ব্যাটে লড়াইয়ের রসদ পায় গুজরাত ।

শেষ পর্যন্ত লড়াইটা চালান শুভমন । পঞ্জাব তনয়ের দাপুটে ব্যাটিংয়েই ম্যাচ ক্রমশ ম্যাচ পঞ্জাবের হাতের বাইরে বেরিয়ে যায় । শেষ পর্যন্ত স্যাম কুরানের বল গিলের উইকেট ভেঙে দিলেও জয়ের লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছিল গুজরাত । ফলে রাহুল তেওয়াটিয়া, ডেভিড মিলারদের ম্যাচ পকেটে পুরতে কোনও সমস্যা হয়নি ।

49 বলে 67 রানের ইনিংস আসে গিলের ব্যাট থেকে । শুভমনের দুরন্ত ইনিংস সাজানো 1টি ছয় ও 7টি চারে । তরুণ ব্যাটার ভরসা জোগালেও এদিন ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক হার্দিক পান্ডিয়া । 11 বলে মাত্র 8 রান করেই বাইশ গজ ছাড়েন তিনি । মিলারের ব্যাটে আসে 18 বলে 17 রান । যদিও গিল ফেরার পরেই হঠাৎ করে ম্যাচে ফিরেছিল পঞ্জাব । দু'বলে খুচরো রান নিয়ে চাপ আরও বাড়িয়ে ফেলেছিলেন মিলার-তেওয়াটিয়া । যদিও শেষ পর্যন্ত দু'বলে 4 রান বাকি থাকা অবস্থায় বাউন্ডারিতে বল পাঠিয়ে ম্যাচ লবের করে আনেন তেওয়াটিয়া । 4 ম্যাচের 3টিই জিতে এই মুহূর্তে ভালো ছন্দে পান্ডিয়ার টিম । অন্যদিকে প্রথম দু'ম্যাচ জিতে দুরন্ত শুরু করা পঞ্জাবের হঠাৎই ছন্দপতন । হায়দরাবাদের কাছে হারের পর গুজরাতের কাছেও হেরে গেল ধাওয়ানরা ।

আরও পড়ুন: স্পিনের জালে হায়দরাবাদকে বিঁধতে তৈরি নাইটরা

Last Updated : Apr 14, 2023, 12:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.