ETV Bharat / sports

Virat Kohli at Eden : পয়া ইডেনে কোহলির মুন্সিয়ানা দেখতে মুখিয়ে তিলোত্তমা

বিরাট কোহলি ইডেনে বরাবরই বেশ সফল । তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল এই মাঠেই । শেষ সেঞ্চুরিও ক্রিকেটের স্বর্গোদ্যানে (Virat Kohli at Eden ) ।

Virat Kohli at Eden
Virat Kohli at Eden
author img

By

Published : May 25, 2022, 8:04 PM IST

কলকাতা, 25 মে : এবারের আইপিএল-এর প্রথমদিকে একেবারেই ছন্দে ছিলেন না বিরাট কোহলি । 14 ম্যাচে 306 রান করেছেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক । গড় মাত্র 23.77। তবে লিগের একেবারে শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে করেন 73 রান। আর এটাই বিরাটের ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে । বৃহস্পতিবার ইডেনে 47 হাজার দর্শকের সামনে ব্যাট করতে নামবেন বিরাট (Virat Kohli at Eden)। রয়্যালসদের আইপিএল ট্রফির স্বাদ দিতে এই ম্যাচটা তাঁদের জিততেই হবে ।

গোটা আইপিএল কেরিয়ারে বিরাটের ধারেকাছে কেউ নেই । এখনও অবধি 221টি ম্যাচে 6592 রান এসেছে তাঁর ব্যাট থেকে । সর্বোচ্চ রান 113 । পাঁচটা শতরানের পাশাপাশি রয়েছে 44টা অর্ধ শতরান । স্ট্রাইক রেট 129.33 । শেষবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে খেলতে নেমে দুশমন্ত চামিরার প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয়েছিল বিরাটকে । তাই এবার তার জবাব দিতে তৈরি থাকবেন তিনি । চামিরার পাশাপাশি বিরাটদের জন্য বড় কাঁটা হয়ে উঠতে পারেন ফর্মে তাহাকা মহসিন খান । কিছুটা বাইরের দিকে বল সুইং করানোর প্রবণতা রয়েছে তাঁর । আর সেই কারণেই মঙ্গলবার যাদবপুর ক্যাম্পাসের মাঠে সেই রকম বলেই অনুশীলন করতে দেখা গেল বিরাটকে । সুইং সামাল দিতে স্টেপ আউট করে খেলতে দেখা যায় তাঁকে ।

আরও পড়ুন : Wriddhiman Saha : ‘ঘরের মাঠে’ ব্যর্থ ঋদ্ধি, গ্যালারি থেকেই বাংলা না ছাড়ার অনুরোধ ভক্তদের

অনুশীলনে ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকাশ দীপদের বলে বড় শট খেলতে দেখা গিয়েছে কোহলিকে । বুধবার ইডেনেও একই ছন্দে কোহলিকে দেখতে পেলে দারুণ খুশি হবে দর্শকরা । বিরাট কোহলি ইডেনে বরাবরই বেশ সফল । তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল এই মাঠেই । শেষ সেঞ্চুরিও ক্রিকেটের স্বর্গোদ্যানে । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও 50 রান করেছিলেন । আজ কি পয়া ইডেনে ফের ঝলসে উঠবে বিরাটের ব্যাট ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় ।

এদিকে ম্যাচ শুরু হওয়ার মুখে বাদ সেধেছে বৃষ্টি ৷ রাজস্থান ও গুজরাতের মধ্যকার প্রথম প্লে-অফ ম্যাচ নির্বিঘ্নে কাটলেও বুধবারের এলিমিনেটর ম্যাচের আগে বৃষ্টির ভ্রুকুটি ৷ পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার পর ঝড়বৃষ্টি শুরু হয়েছে ৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়ার ছিল ম্যাচ ৷ যদিও বৃষ্টির কারণে টস করতেও নামতে পারেননি দু'দলের অধিনায়করা ৷

কলকাতা, 25 মে : এবারের আইপিএল-এর প্রথমদিকে একেবারেই ছন্দে ছিলেন না বিরাট কোহলি । 14 ম্যাচে 306 রান করেছেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক । গড় মাত্র 23.77। তবে লিগের একেবারে শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে করেন 73 রান। আর এটাই বিরাটের ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে । বৃহস্পতিবার ইডেনে 47 হাজার দর্শকের সামনে ব্যাট করতে নামবেন বিরাট (Virat Kohli at Eden)। রয়্যালসদের আইপিএল ট্রফির স্বাদ দিতে এই ম্যাচটা তাঁদের জিততেই হবে ।

গোটা আইপিএল কেরিয়ারে বিরাটের ধারেকাছে কেউ নেই । এখনও অবধি 221টি ম্যাচে 6592 রান এসেছে তাঁর ব্যাট থেকে । সর্বোচ্চ রান 113 । পাঁচটা শতরানের পাশাপাশি রয়েছে 44টা অর্ধ শতরান । স্ট্রাইক রেট 129.33 । শেষবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে খেলতে নেমে দুশমন্ত চামিরার প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয়েছিল বিরাটকে । তাই এবার তার জবাব দিতে তৈরি থাকবেন তিনি । চামিরার পাশাপাশি বিরাটদের জন্য বড় কাঁটা হয়ে উঠতে পারেন ফর্মে তাহাকা মহসিন খান । কিছুটা বাইরের দিকে বল সুইং করানোর প্রবণতা রয়েছে তাঁর । আর সেই কারণেই মঙ্গলবার যাদবপুর ক্যাম্পাসের মাঠে সেই রকম বলেই অনুশীলন করতে দেখা গেল বিরাটকে । সুইং সামাল দিতে স্টেপ আউট করে খেলতে দেখা যায় তাঁকে ।

আরও পড়ুন : Wriddhiman Saha : ‘ঘরের মাঠে’ ব্যর্থ ঋদ্ধি, গ্যালারি থেকেই বাংলা না ছাড়ার অনুরোধ ভক্তদের

অনুশীলনে ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকাশ দীপদের বলে বড় শট খেলতে দেখা গিয়েছে কোহলিকে । বুধবার ইডেনেও একই ছন্দে কোহলিকে দেখতে পেলে দারুণ খুশি হবে দর্শকরা । বিরাট কোহলি ইডেনে বরাবরই বেশ সফল । তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল এই মাঠেই । শেষ সেঞ্চুরিও ক্রিকেটের স্বর্গোদ্যানে । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও 50 রান করেছিলেন । আজ কি পয়া ইডেনে ফের ঝলসে উঠবে বিরাটের ব্যাট ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় ।

এদিকে ম্যাচ শুরু হওয়ার মুখে বাদ সেধেছে বৃষ্টি ৷ রাজস্থান ও গুজরাতের মধ্যকার প্রথম প্লে-অফ ম্যাচ নির্বিঘ্নে কাটলেও বুধবারের এলিমিনেটর ম্যাচের আগে বৃষ্টির ভ্রুকুটি ৷ পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার পর ঝড়বৃষ্টি শুরু হয়েছে ৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়ার ছিল ম্যাচ ৷ যদিও বৃষ্টির কারণে টস করতেও নামতে পারেননি দু'দলের অধিনায়করা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.