ETV Bharat / sports

IPL 2023: তাপপ্রবাহের প্রভাব, ইডেনে 50 টাকায় বিকোল কেকেআর-হায়দরাবাদ ম্যাচের টিকিট - audience number decrease due to heat wave

তীব্র গরমের জের ৷ কলকাতা বনাম হায়দরাবাদের ম্যাচেও ভর্তি হল না ইডেনের গ্যালারি ৷

Etv Bharat
ইডেন
author img

By

Published : Apr 14, 2023, 9:02 PM IST

কলকাতা, 14 এপ্রিল: তাপপ্রবাহের ধাক্কা ইডেনের আইপিএল ম্যাচে । মাত্র সাতদিনের ব্যবধানে কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে খেলতে নামছে । সঙ্গে দুটো অসাধারণ জয়ের পুঁজি ৷ তবুও মাঠে দর্শকের ঢল নেই । টিকিটের চাহিদা কার্যত নেই । কালোবাজারেও টিকিটের দাম তলানিতে । 50 টাকায় টিকিট ছেড়ে দিতে দেখে কালোবাজারিরা নিজেই হেসে ফেলছেন । কেন এই অনীহা ?

দর্শকরা বলছেন তাপপ্রবাহের কারণেই এই মুখ ফিরিয়ে নেওয়া । যারা এসেছেন তারা শেষ সময়ে টিকিট পেয়ে ভিড় জমিয়েছেন । তাহলে ম্যাচ ঘিরে চাহিদা কীসের ? ঠান্ডা জল, ছাতুর সরবত ও আইসক্রিমের । একটি বহুল বিক্রিত ছাতু প্রস্তুতকারী সংস্থা ময়দান জুড়ে গ্লাস, ছাতুর প্যাকেট এবং চামচ বিলি করছেন বিনা পয়সায় । ময়দানের জল বিক্রেতারা নুন চিনি মেশানো সরবত বিক্রি করছেন কুড়ি টাকায় । আইসক্রিমও বিক্রি হচ্ছে চুটিয়ে । সব মিলিয়ে প্রচণ্ড গরমে ক্রিকেট খেলা দেখার আগ্রহের সঙ্গে গলা ভেজানোর চেষ্টা চলছে একযোগে ।

Kolkata
জমকালো ইনিংসের পর রিঙ্কুর জার্সির চাহিদা তুঙ্গে, অন্যদিকে এভাবেই ইডেনে ফ্রিতে চলছে ছাতু ও গ্লাস বিক্রি

ইডেনে খেলা মানেই তো জার্সি টি-শার্ট আর ফেট্টির বিক্রি যথেষ্ট । এই ব্যাপারে ইডেনমুখী দর্শকও বেশ আগ্রহী । তবে আগ্রহের কারণে দাম বাড়েনি । জার্সি 150 থেকে 200 টাকায় মিলেছে । ফেট্টি বিক্রি হল 10 টাকায় । কেকেআর পতাকা বিক্রি হয়েছে 30 থেকে 50 টাকায় । গালে রং করানোর খরচ 10 টাকা । খেলার পারফরম্যান্সের সঙ্গে জার্সির পিছনের নাম বদলে যায় । রাসেল ও নীতিশ রানাদের ছাপিয়ে শুক্রবার ইডেনমুখী দর্শক আগ্রহী ছিল রিঙ্কু সিংয়ের নাম লেখা জার্সি কিনতে ।

Kolkata
ইডেনের ম্যাচে বাংলাদেশী ক্রিকেটার লিটন দাসের ভক্তরা গালে রং করাচ্ছেন

মাতঙ্গিনী মূর্তির নিচে 13 জন বাংলাদেশী যুবক ইডেনে এসেছেন । সঙ্গে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা । গালেও বাংলাদেশের জাতীয় পতাকা এবং কেকেআর এল কে ডি 16 রং করিয়েছে । খুলনার বাসিন্দা কলকাতায় আসা এরা সকলেই লিটন দাসের ভক্ত । প্রিয় ক্রিকেটারের নামে চিৎকারের পাশাপাশি তারা নিজের দেশের কথা জানান দিতে চায় আইপিএলের মঞ্চে । দিল্লি থেকে এসেছেন অজয় । তার সঙ্গে কেকেআরের ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিনের অবয়বের মিল রয়েছে । তাই প্রিয় ক্রিকেটারের সাজে ইডেনে উপস্থিত তিনি । তাপকুণ্ডলীর মধ্যে থাকা কলকাতার আইপিএল আসর তাই অনাগ্রহের পরিবেশেও রঙিন ।

আরও পড়ুন : লক্ষ্য জয়ের হ্যাটট্রিক, ঘরের মাঠে টস জিতে বল করছে কেকেআর

কলকাতা, 14 এপ্রিল: তাপপ্রবাহের ধাক্কা ইডেনের আইপিএল ম্যাচে । মাত্র সাতদিনের ব্যবধানে কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে খেলতে নামছে । সঙ্গে দুটো অসাধারণ জয়ের পুঁজি ৷ তবুও মাঠে দর্শকের ঢল নেই । টিকিটের চাহিদা কার্যত নেই । কালোবাজারেও টিকিটের দাম তলানিতে । 50 টাকায় টিকিট ছেড়ে দিতে দেখে কালোবাজারিরা নিজেই হেসে ফেলছেন । কেন এই অনীহা ?

দর্শকরা বলছেন তাপপ্রবাহের কারণেই এই মুখ ফিরিয়ে নেওয়া । যারা এসেছেন তারা শেষ সময়ে টিকিট পেয়ে ভিড় জমিয়েছেন । তাহলে ম্যাচ ঘিরে চাহিদা কীসের ? ঠান্ডা জল, ছাতুর সরবত ও আইসক্রিমের । একটি বহুল বিক্রিত ছাতু প্রস্তুতকারী সংস্থা ময়দান জুড়ে গ্লাস, ছাতুর প্যাকেট এবং চামচ বিলি করছেন বিনা পয়সায় । ময়দানের জল বিক্রেতারা নুন চিনি মেশানো সরবত বিক্রি করছেন কুড়ি টাকায় । আইসক্রিমও বিক্রি হচ্ছে চুটিয়ে । সব মিলিয়ে প্রচণ্ড গরমে ক্রিকেট খেলা দেখার আগ্রহের সঙ্গে গলা ভেজানোর চেষ্টা চলছে একযোগে ।

Kolkata
জমকালো ইনিংসের পর রিঙ্কুর জার্সির চাহিদা তুঙ্গে, অন্যদিকে এভাবেই ইডেনে ফ্রিতে চলছে ছাতু ও গ্লাস বিক্রি

ইডেনে খেলা মানেই তো জার্সি টি-শার্ট আর ফেট্টির বিক্রি যথেষ্ট । এই ব্যাপারে ইডেনমুখী দর্শকও বেশ আগ্রহী । তবে আগ্রহের কারণে দাম বাড়েনি । জার্সি 150 থেকে 200 টাকায় মিলেছে । ফেট্টি বিক্রি হল 10 টাকায় । কেকেআর পতাকা বিক্রি হয়েছে 30 থেকে 50 টাকায় । গালে রং করানোর খরচ 10 টাকা । খেলার পারফরম্যান্সের সঙ্গে জার্সির পিছনের নাম বদলে যায় । রাসেল ও নীতিশ রানাদের ছাপিয়ে শুক্রবার ইডেনমুখী দর্শক আগ্রহী ছিল রিঙ্কু সিংয়ের নাম লেখা জার্সি কিনতে ।

Kolkata
ইডেনের ম্যাচে বাংলাদেশী ক্রিকেটার লিটন দাসের ভক্তরা গালে রং করাচ্ছেন

মাতঙ্গিনী মূর্তির নিচে 13 জন বাংলাদেশী যুবক ইডেনে এসেছেন । সঙ্গে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা । গালেও বাংলাদেশের জাতীয় পতাকা এবং কেকেআর এল কে ডি 16 রং করিয়েছে । খুলনার বাসিন্দা কলকাতায় আসা এরা সকলেই লিটন দাসের ভক্ত । প্রিয় ক্রিকেটারের নামে চিৎকারের পাশাপাশি তারা নিজের দেশের কথা জানান দিতে চায় আইপিএলের মঞ্চে । দিল্লি থেকে এসেছেন অজয় । তার সঙ্গে কেকেআরের ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিনের অবয়বের মিল রয়েছে । তাই প্রিয় ক্রিকেটারের সাজে ইডেনে উপস্থিত তিনি । তাপকুণ্ডলীর মধ্যে থাকা কলকাতার আইপিএল আসর তাই অনাগ্রহের পরিবেশেও রঙিন ।

আরও পড়ুন : লক্ষ্য জয়ের হ্যাটট্রিক, ঘরের মাঠে টস জিতে বল করছে কেকেআর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.