ETV Bharat / sports

CSK vs RCB : ধূলিঝড়ে আধ ঘণ্টা পরে হল টস, প্রথমে ফিল্ডিং ধোনিদের

author img

By

Published : Sep 24, 2021, 7:21 PM IST

Updated : Sep 24, 2021, 8:28 PM IST

পয়েন্ট তালিকায় দু' নম্বরে থেকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গােলোরের বিরুদ্ধে নামছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷ প্রথম 8 ম্যাচের ছ'টি জিতে প্লে-অফের দৌড়ে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে সিএসকে ৷ এদিন কোহলির আরসিবি-র বিরুদ্ধে জিতলে লিগ তালিকায় ফের এক নম্বরে চলে যাবে সুপার কিংস ৷

CSK vs RCB
শারজায় ধোনি-বিরাট দ্বৈরথ

শারজা, 24 সেপ্টেম্বর : মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে দারুণ শুরু করেছে চেন্নাই সুপার কিংস ৷ প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে ধোনি অ্যান্ড কোং ৷ উল্টো ছবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ কলকাতা নাইট রাইডার্সের কাছে তাদের প্রথম ম্যাচে নাস্তানাবুদ হয়েছে বিরাটবাহিনী ৷ নাইট বোলাদের সামনে মাত্র 92 রানে শেষ হয়ে গিয়েছিল বিরাট-ডি'ভিলিয়ার্স-ম্যাক্সওয়েল সমৃদ্ধ আরসিবি ব্যাটিং লাইন-আপ ৷ শুক্রবার তাই ধোনিদের বিরুদ্ধে সতর্কিতভাবে পা-ফেলতে চাইছে কোহলি অ্যান্ড কোং ৷ তবে এদিন ধূলিঝড়ের জন্যে নির্ধারিত সময়ে হল না আরসিবি-সিএসকে ম্যাচের টস ৷

নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর টস করতে নামেন দুই অধিনায়ক ৷ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ৷ টস দেরিতে হওয়ায় নির্ধারিত সময়ের 15 মিনিট পর খেলা শুরু হয় ৷ অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যা 7টা 45 মিনিটে ম্যাচ শুরু হয় ৷ সিএসকে আগের ম্যাচের দল অপরিবর্তিত রাখলেও দলে দু'টি পরিবর্তন করেছে আরসিবি ৷ সচিন বেবি ও কাইল জেমিসনের পরিবর্তে দলে ঢুকেছেন নভদীপ সাইনি ও টিম ডেভিড ৷ এদিন আইপিএলে অভিষেক হল ডেভিডের ৷

টস জিতে সিএসকে ক্যাপ্টেন ধোনি বলেন, "ছোট মাঠ, আউটফিল্ডের কোনও কোনও জায়গা ভিজে রয়েছে ৷ শেষবার এখানে যখন খেলেছিলাম, তখন পরের দিকে শিরির পরে ছিল ৷ আমরা আগের ম্যাচের দল নিয়েই মাঠে নামছি ৷ আগের ম্যাচে অম্বাতি রায়ডু চোট পেলেও এই ম্যাচ খেলতে কোনও অসুবিধা নেই ৷ "

আরসিবি ক্যাপ্টেন কোহলি বলেন, "দেখে মনে হচ্ছে, পিচ দারুণ ৷ মনে হচ্ছে না পরের দিকে পিচের চরিত্রে খুব একটা বদল হবে ৷ আমরাও প্রথমে বোলিং করতে চেয়েছিলাম ৷ প্রথম ম্যাচে হারলেও আমরা এদিন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামছি ৷"

আরও পড়ুন : এবার ইপিএলে খেলবেন শাহিদ আফ্রিদি

আরসিবি একাদশ : বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদূত পারিক্কল, এস ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়ার্স, টিম ডেভিড, ওয়ানিন্দুর হাসারাঙ্গা, নভদীপ সাইনি, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুবেন্দ্র চাহাল ৷

সিএসকে একাদশ : রুতরাজ গায়কোয়াড, ফ্যাফ ডু'প্লেসিস, মইন আলি, অম্বাতি রায়ডু, সুরেশ রায়না, এমএস ধোনি (ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জোস হ্যাজেলউড ৷

শারজা, 24 সেপ্টেম্বর : মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে দারুণ শুরু করেছে চেন্নাই সুপার কিংস ৷ প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে ধোনি অ্যান্ড কোং ৷ উল্টো ছবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ কলকাতা নাইট রাইডার্সের কাছে তাদের প্রথম ম্যাচে নাস্তানাবুদ হয়েছে বিরাটবাহিনী ৷ নাইট বোলাদের সামনে মাত্র 92 রানে শেষ হয়ে গিয়েছিল বিরাট-ডি'ভিলিয়ার্স-ম্যাক্সওয়েল সমৃদ্ধ আরসিবি ব্যাটিং লাইন-আপ ৷ শুক্রবার তাই ধোনিদের বিরুদ্ধে সতর্কিতভাবে পা-ফেলতে চাইছে কোহলি অ্যান্ড কোং ৷ তবে এদিন ধূলিঝড়ের জন্যে নির্ধারিত সময়ে হল না আরসিবি-সিএসকে ম্যাচের টস ৷

নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর টস করতে নামেন দুই অধিনায়ক ৷ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ৷ টস দেরিতে হওয়ায় নির্ধারিত সময়ের 15 মিনিট পর খেলা শুরু হয় ৷ অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যা 7টা 45 মিনিটে ম্যাচ শুরু হয় ৷ সিএসকে আগের ম্যাচের দল অপরিবর্তিত রাখলেও দলে দু'টি পরিবর্তন করেছে আরসিবি ৷ সচিন বেবি ও কাইল জেমিসনের পরিবর্তে দলে ঢুকেছেন নভদীপ সাইনি ও টিম ডেভিড ৷ এদিন আইপিএলে অভিষেক হল ডেভিডের ৷

টস জিতে সিএসকে ক্যাপ্টেন ধোনি বলেন, "ছোট মাঠ, আউটফিল্ডের কোনও কোনও জায়গা ভিজে রয়েছে ৷ শেষবার এখানে যখন খেলেছিলাম, তখন পরের দিকে শিরির পরে ছিল ৷ আমরা আগের ম্যাচের দল নিয়েই মাঠে নামছি ৷ আগের ম্যাচে অম্বাতি রায়ডু চোট পেলেও এই ম্যাচ খেলতে কোনও অসুবিধা নেই ৷ "

আরসিবি ক্যাপ্টেন কোহলি বলেন, "দেখে মনে হচ্ছে, পিচ দারুণ ৷ মনে হচ্ছে না পরের দিকে পিচের চরিত্রে খুব একটা বদল হবে ৷ আমরাও প্রথমে বোলিং করতে চেয়েছিলাম ৷ প্রথম ম্যাচে হারলেও আমরা এদিন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামছি ৷"

আরও পড়ুন : এবার ইপিএলে খেলবেন শাহিদ আফ্রিদি

আরসিবি একাদশ : বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদূত পারিক্কল, এস ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়ার্স, টিম ডেভিড, ওয়ানিন্দুর হাসারাঙ্গা, নভদীপ সাইনি, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুবেন্দ্র চাহাল ৷

সিএসকে একাদশ : রুতরাজ গায়কোয়াড, ফ্যাফ ডু'প্লেসিস, মইন আলি, অম্বাতি রায়ডু, সুরেশ রায়না, এমএস ধোনি (ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জোস হ্যাজেলউড ৷

Last Updated : Sep 24, 2021, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.