ETV Bharat / sports

MS Dhoni : উইকেটের পিছনে গ্লাভস হাতে রেকর্ড ধোনির - মহেন্দ্র সিং ধোনি

আইপিএল-র ইতিহাসে সফলতম উইকেটকিপার হিসেবে আগেই রেকর্ড বুকে নাম লিখিয়েছিলেন ৷ এবার আরও এক নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি ৷ রবিবার শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ম্যাচে আরও এক রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ৷

MS Dhoni
উইকেটের পিছনে গ্লাভস হাতে রেকর্ড ধোনির
author img

By

Published : Sep 26, 2021, 7:07 PM IST

আবুধাবি, 26 সেপ্টেম্বর : রবিবার আবুধাবিতে কেকেআর-এর বিরুদ্ধে সিএসকে ক্য়াপ্টেনের নয়া রেকর্ড ৷ টপকে গেলেন প্রাক্তন নাইট অধিনায়ককে ৷ উইকেটর পিছনে গ্লাভস হাতে ভেঙ্কটেশ আইয়ারের ক্যাচ নিয়ে দীনেশ কার্তিকের রেকর্ড ভাঙেন মহেন্দ্র সিং ধোনি ৷ এতদিন উইকেটকিপার হিসেবে আইপিএলে সর্বাধিক ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল কার্তিকের দখলে ৷ এদিন নাইটদের বিরুদ্ধেই ডিকে-কে টপকে যান মাহি ৷

আইপিএলে উইকেটকিপার হিসেবে 116টি ক্যাচ নিয়ে শীর্ষে গেলেন ধোনি ৷ এতদিন কার্তিকের 115টি ক্যাচ নিয়ে শীর্ষে ছিলেন কার্তিক ৷ তবে 155টি শিকার করে আগে থেকেই শীর্ষে ছিলেন ধোনি ৷ যার মধ্যে 116টি ক্যাচ এবং 39টি স্টাম্পিং ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কার্তিক ৷ নাইট উইকেটকিপারের শিকারের সংখ্যা 146 ৷ যার মধ্যে 115টি ক্যাচ ও 31টি স্টাম্পিং ৷ তিন নম্বরে রয়েছেন রবিন উথাপ্পা ৷ উইকেটের পিছনে তাঁর শিকারের সংখ্যা 90 ৷ যার মধ্যে 58টি ক্যাচ ও 32টি স্টাম্পিং ৷

ব্যাট হাতে দীর্ঘদিন বড় রান না-পেলেও উইকেটের পিছনে গ্লাভস হাতে ধোনি এখন দলের সম্পদ ৷ শুধু তাই নয়, ক্যাপ্টেন ধোনিও অন্য়দের থেকে সহস্রগুণ এগিয়ে ৷ মরু শহরে প্রথম দুটি ম্যাচ জিতে এদিন শেষ জায়েদ স্টেডিয়ামে নাইটদের বিরুদ্ধে মাঠে নামে ধোনির সুপার কিংস ৷ টস জিতে ব্যাটিং করে সিএসকে-কে 172 রানে টার্গেট দেয় কেকেআর ৷

আরও পড়ুন : ধোনিদের বড় রানের টার্গেট দিল নাইটরা

শুরুটা ভাল না-হলেও নাইটদের বড় রানে পৌঁছে দেন রাহুল ত্রিপাঠি ও নীতিশ রানার লড়াই ৷ সাত নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন প্রাক্তন নাইট অধিনায়ক ডিকে ৷ মাত্র 11 বলে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে 26 রানে আউট হন কার্তিক ৷ এর আগে 33 বলে 45 রান করেন রাহুল ৷ তবে 27 বলে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা-সহ 37 রানে অপরাজিত থেকে নাইটদের বড় রানে পৌঁছে দেন রানা ৷

আবুধাবি, 26 সেপ্টেম্বর : রবিবার আবুধাবিতে কেকেআর-এর বিরুদ্ধে সিএসকে ক্য়াপ্টেনের নয়া রেকর্ড ৷ টপকে গেলেন প্রাক্তন নাইট অধিনায়ককে ৷ উইকেটর পিছনে গ্লাভস হাতে ভেঙ্কটেশ আইয়ারের ক্যাচ নিয়ে দীনেশ কার্তিকের রেকর্ড ভাঙেন মহেন্দ্র সিং ধোনি ৷ এতদিন উইকেটকিপার হিসেবে আইপিএলে সর্বাধিক ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল কার্তিকের দখলে ৷ এদিন নাইটদের বিরুদ্ধেই ডিকে-কে টপকে যান মাহি ৷

আইপিএলে উইকেটকিপার হিসেবে 116টি ক্যাচ নিয়ে শীর্ষে গেলেন ধোনি ৷ এতদিন কার্তিকের 115টি ক্যাচ নিয়ে শীর্ষে ছিলেন কার্তিক ৷ তবে 155টি শিকার করে আগে থেকেই শীর্ষে ছিলেন ধোনি ৷ যার মধ্যে 116টি ক্যাচ এবং 39টি স্টাম্পিং ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কার্তিক ৷ নাইট উইকেটকিপারের শিকারের সংখ্যা 146 ৷ যার মধ্যে 115টি ক্যাচ ও 31টি স্টাম্পিং ৷ তিন নম্বরে রয়েছেন রবিন উথাপ্পা ৷ উইকেটের পিছনে তাঁর শিকারের সংখ্যা 90 ৷ যার মধ্যে 58টি ক্যাচ ও 32টি স্টাম্পিং ৷

ব্যাট হাতে দীর্ঘদিন বড় রান না-পেলেও উইকেটের পিছনে গ্লাভস হাতে ধোনি এখন দলের সম্পদ ৷ শুধু তাই নয়, ক্যাপ্টেন ধোনিও অন্য়দের থেকে সহস্রগুণ এগিয়ে ৷ মরু শহরে প্রথম দুটি ম্যাচ জিতে এদিন শেষ জায়েদ স্টেডিয়ামে নাইটদের বিরুদ্ধে মাঠে নামে ধোনির সুপার কিংস ৷ টস জিতে ব্যাটিং করে সিএসকে-কে 172 রানে টার্গেট দেয় কেকেআর ৷

আরও পড়ুন : ধোনিদের বড় রানের টার্গেট দিল নাইটরা

শুরুটা ভাল না-হলেও নাইটদের বড় রানে পৌঁছে দেন রাহুল ত্রিপাঠি ও নীতিশ রানার লড়াই ৷ সাত নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন প্রাক্তন নাইট অধিনায়ক ডিকে ৷ মাত্র 11 বলে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে 26 রানে আউট হন কার্তিক ৷ এর আগে 33 বলে 45 রান করেন রাহুল ৷ তবে 27 বলে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা-সহ 37 রানে অপরাজিত থেকে নাইটদের বড় রানে পৌঁছে দেন রানা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.