কলকাতা, 11 মে: নিজের ক্রিকেটের উন্নতির জন্য মহেন্দ্র সিং ধোনির শরণাপন্ন বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েল। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে খেলছেন তিনি। বেশ কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন। সেখানে প্রতিশ্রুতির ছাপ রেখেছেন। চলতি আইপিএলকে শেখার মস্ত সুযোগ হিসেবে কাজে লাগানো পাখির চোখ বাঙালি উইকেটরক্ষকের। গত রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মাঠে নেমে আস্থা যুগিয়েছিলেন। রঞ্জিতে ভালো পারফরম্যান্স দেখেই সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে দিল্লিতে নিয়ে যান। ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে পরামর্শ পেয়েছেন। সেই সাক্ষাতের পরে উজ্জীবিত অভিষেক।
ক্রিকেটীয় নৈপুণ্যের উন্নতিতে কী কী করণীয় তা বলেছেন কিংবদন্তী উইকেটরক্ষক? অভিষেক বলছেন, "ধোনি স্যার আমাকে তাড়াহুড়ো না-করতে বলেছেন। যেকোনও ধরনের ক্রিকেটেই ক্রিজে থিতু হওয়া জরুরি। রান করার জন্য সময় পাওয়া যায়। সময় দিলে রান করা কঠিন হয় না।" প্রায় একই সঙ্গে অভিষেক জানিয়েছেন, ক্রিকেটের প্রাথমিক বিষয়টিতে জোর দেওয়া জরুরি। তাড়াহুড়ো করে বাড়তি কিছু করতে যাওয়া মানেই ঝুঁকির। আগামী দিনে মাহি মন্ত্র ক্রিকেটিয় অগ্রগতিতে কাজে লাগাতে চান। মহেন্দ্র সিং ধোনির মহামূল্যবান মন্ত্রের পাশপাপাশি অভিষেক পোড়েল সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিপসও পেয়েছেন ৷
দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসাবে কাজ করছেন সৌরভ ৷ তিনি অভিষেক পোড়েলকে ট্রায়ালের মাধ্যেমে দলে নিয়েছিলেন ৷ আইপিএলে খেলার জন্য যে ধরনের ক্রিকেট নৈপুণ্য দরকার তার প্রাথমিক কাজও অভিষেককে দিয়েছিলেন সৌরভ ৷ দাদার পরামর্শ মেনে বড় মঞ্চে খেলার আত্মবিশ্বাস পেয়েছিলেন তা আগেই জানিয়েছেন অভিষেক ৷ ইতিমধ্যেই দিল্লির হয়ে মাঠে নেমে পারফরম্যান্স করেছেন ৷ তার উইকেটরক্ষার দক্ষতার প্রশংসাও কুড়িয়েছেন ৷ এবার ধোনির পরামর্শ ৷
-
Learning from G.O.A.T#StarSports #CSKvDC #MSDhoni #MSDhoni𓃵 #Abishekporel @DelhiCapitals @ChennaiIPL pic.twitter.com/s921wqFOLh
— Dipankar Ghoshal (@Deepp007Ghoshal) May 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Learning from G.O.A.T#StarSports #CSKvDC #MSDhoni #MSDhoni𓃵 #Abishekporel @DelhiCapitals @ChennaiIPL pic.twitter.com/s921wqFOLh
— Dipankar Ghoshal (@Deepp007Ghoshal) May 10, 2023Learning from G.O.A.T#StarSports #CSKvDC #MSDhoni #MSDhoni𓃵 #Abishekporel @DelhiCapitals @ChennaiIPL pic.twitter.com/s921wqFOLh
— Dipankar Ghoshal (@Deepp007Ghoshal) May 10, 2023
আরও পড়ুন: ভেঙ্কটেশের হাফসেঞ্চুরি, চার উইকেট চাহালের; সঞ্জুদের 150 রানের টার্গেট নাইটদের
অভিষেক হয়তো তাঁর ক্রিকেট দক্ষতাতে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার রশদ জোগাড় করে ফেললেন এবং তা কতটা কাজে লাগল ভবিষ্যত উত্তর দেবে ৷ চলতি আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের আর কোনও সুযোগ নেই। কিন্তু আইপিএল মঞ্চকে নতুন মরশুমে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে লাগাতে চান অভিষেক। শুধু ধোনি নন, বিখ্যাত ক্রিকেটারদের সঙ্গে সাজঘর থাকার অভিজ্ঞতা যে বঙ্গ উইকেটরক্ষককে পরিণত করবে তা বলাই যায়।