ETV Bharat / sports

DC Win : 'মুম্বই বধ' করে প্লে-অফ নিশ্চিত করল দিল্লি, সুবিধা হল নাইটদের - মুম্বই ইন্ডিয়ান্স

দিল্লি ক্যাপিটালসের কাছে মুম্বই ইন্ডিয়ান্সের হারে সুবিধা হল কলকাতা নাইট রাইডার্সের ৷ রোহিত শর্মাদের হারে চার নম্বরে নিজেদের জায়গা ধরে রাখল কেকেআর ৷ শীর্ষস্থানে থেকে আগেই প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ৷ এদিন মুম্বইকে হারিয়ে প্লে-অফে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালসও ৷

DC Win
'মুম্বই বধ' করে প্লে-অফ নিশ্চিত করল দিল্লি, সুবিধা হল নাইটদের
author img

By

Published : Oct 2, 2021, 8:29 PM IST

শারজা, 2 অক্টোবর : মরু শহরে হারের হ্যাটট্রিকের পর আগের ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে জয়ে ফিরেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ কিন্তু ঠিক তার পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে প্লে-অফে ওঠার রাস্তা কঠিন করল রোহিত অ্যান্ড কোং ৷ আর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল ঋষভ পন্থের দিল্লি ৷ মুম্বই হারায় লিগ তালিকায় চার নম্বর জায়গা ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স ৷

130 রান তাড়া করতে গিয়ে শুরুতেই দুই ওপেনারকে হারায় দিল্লি ৷ তৃতীয় ওভারে ডাগ-আউটে ফিরে যান শিখর ধাওয়ান (8) ও পৃথ্বী শ (6) ৷ পঞ্চম ওভারের প্রথম বলেই স্টিভ স্মিথকে ফিরিয়ে মুম্বইকে ম্যাচে ফেরান কুল্টার নাইল ৷ মাত্র 30 রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ৷ কিন্তু এই অবস্থা থেকে দিল্লিকে টেনে তোলার চেষ্টা করেন ক্যাপ্টেন ঋষভ পন্থ এবং প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷

তবে বড় রান করার আগেই পন্থকে ডাগ-আউটে ফেরান জয়ন্ত যাদব ৷ 22 বলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে 26 রান করে আউট হন পন্থ ৷ মাত্র 57 রানে চার উইকেট হারায় দিল্লি ৷ তবে এখান থেকে দলের হাল ধরেন শ্রেয়স ৷ 33 রানের অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন প্রাক্তন ক্যাপিটালস ক্যাপ্টেন ৷ শ্রেয়সকে সঙ্গ দেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 21 বলে 20 রানে অপরাজিত থাকেন তিনি ৷ পাঁচ বল বাকি থাকতেই 6 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস ৷

আরও পড়ুন : অ্যাটলেটিকোর বিরুদ্ধে কোম্যানের অগ্নিপরীক্ষা

এই জয়ের ফলে 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলল দিল্লি ৷ এক ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে চেন্নাই সুপার কিংস ৷ 11 ম্য়াচে 14 পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আর 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ সমসংখ্যক ম্যাচ ও পয়েন্ট নিয়েও রান-রেটে পিছিয়ে থাকায় ছ'নম্বরেই রইল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ৷

শারজা, 2 অক্টোবর : মরু শহরে হারের হ্যাটট্রিকের পর আগের ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে জয়ে ফিরেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ কিন্তু ঠিক তার পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে প্লে-অফে ওঠার রাস্তা কঠিন করল রোহিত অ্যান্ড কোং ৷ আর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল ঋষভ পন্থের দিল্লি ৷ মুম্বই হারায় লিগ তালিকায় চার নম্বর জায়গা ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স ৷

130 রান তাড়া করতে গিয়ে শুরুতেই দুই ওপেনারকে হারায় দিল্লি ৷ তৃতীয় ওভারে ডাগ-আউটে ফিরে যান শিখর ধাওয়ান (8) ও পৃথ্বী শ (6) ৷ পঞ্চম ওভারের প্রথম বলেই স্টিভ স্মিথকে ফিরিয়ে মুম্বইকে ম্যাচে ফেরান কুল্টার নাইল ৷ মাত্র 30 রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ৷ কিন্তু এই অবস্থা থেকে দিল্লিকে টেনে তোলার চেষ্টা করেন ক্যাপ্টেন ঋষভ পন্থ এবং প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷

তবে বড় রান করার আগেই পন্থকে ডাগ-আউটে ফেরান জয়ন্ত যাদব ৷ 22 বলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে 26 রান করে আউট হন পন্থ ৷ মাত্র 57 রানে চার উইকেট হারায় দিল্লি ৷ তবে এখান থেকে দলের হাল ধরেন শ্রেয়স ৷ 33 রানের অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন প্রাক্তন ক্যাপিটালস ক্যাপ্টেন ৷ শ্রেয়সকে সঙ্গ দেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 21 বলে 20 রানে অপরাজিত থাকেন তিনি ৷ পাঁচ বল বাকি থাকতেই 6 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস ৷

আরও পড়ুন : অ্যাটলেটিকোর বিরুদ্ধে কোম্যানের অগ্নিপরীক্ষা

এই জয়ের ফলে 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলল দিল্লি ৷ এক ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে চেন্নাই সুপার কিংস ৷ 11 ম্য়াচে 14 পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আর 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ সমসংখ্যক ম্যাচ ও পয়েন্ট নিয়েও রান-রেটে পিছিয়ে থাকায় ছ'নম্বরেই রইল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.