ETV Bharat / sports

CSK vs DC : ধোনিদের হারিয়ে লিগ তালিকায় শীর্ষে পন্থের দিল্লি - IPL 2021

'সেকেন্ড বয়' দিল্লিকে বড় রানের টার্গেট দিতে পারেনি 'ফার্স্ট বয়' চেন্নাই ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে দিল্লি ঋষভ পন্থদের সামনে মাত্র 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ধোনি অ্যান্ড কোং ৷ রুদ্ধশ্বাস লড়াই জিতে লিগ তালিকায় এক নম্বরে উঠে এল ঋষভ পন্থের দিল্লি ৷

CSK vs DC
শিখর ধাওয়ান
author img

By

Published : Oct 4, 2021, 11:07 PM IST

দুবাই, 4 অক্টোবর : অল্প রান মূলধন করেও দিল্লি ক্যাপিটালসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ ধোনির সুপার কিংসকে 3 উইকেটে হারিয়ে লিগ তালিকায় শীর্ষস্থানে চলে গেল ঋষভ পন্থের দিল্লি ৷ 137 রান তাড়া করে ম্যাচ জিতে নেয় ক্যাপিটালস ৷ শিখর ধাওয়ান ও হেটমায়ারের লড়াইয়ে রুদ্ধশ্বাস ম্যাচে ধোনিদের পরাজিত করে পন্থবাহিনী ৷ এর ফলে টান দু'ম্যাচ হারাল সিএসকে ৷

আগেই প্লে-অফে পৌঁছে যাওয়ায় এদিন দলে তিনটি পরিবর্তন করে চেন্নাই ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে শতরান করেও দলকে জেতাতে পারেননি রুতুরাজ গায়কোয়াড় ৷ এদিন অবশ্য রান পেলেন না সিএসকে ওপেনার ৷ ব্যক্তিগত 13 রান করে ডাগ-আউটে ফেরেন রুতুরাজ ৷ তবে এর আগেই ডাগ-আউটে ফিরে যান তাঁর ওপেনিং পার্টনার ফ্যাফ ডু'প্লেসিস ৷ মাত্র 10 রান করে অক্ষর প্যাটেলের শিকার হন তিনি ৷ পাওয়ার প্লে-তে দুই ওপেনারকে হারিয়ে 48 রান তোলে চেন্নাই ৷

2021 আইপিএলে প্রথমবার মাঠে দাগ কাটতে ব্যর্থ রবিন উথাপ্পা ৷ কেকেআর থেকে সুপার কিংসে না লেখানো উথাপ্পা এদিন তিন নম্বরে ব্যাট করেও বড় রান করতে পারেননি ৷ 19 বলে 19 রান করে রবিচন্দ্রন অশ্বিন বলে আউট হন ৷ রান পাননি মইন আলিও ৷ তাঁর সংগ্রহ মাত্র 5 ৷ তবে দীর্ঘদিন পর রানে ফিরলেন রায়ডু ৷ 43 বলে 55 রানের অপরাজিত ইনিংস খেলে দলের সম্মান বাঁচান ৷ তাঁর লড়াকু হাফ-সেঞ্চরিতেই একশো রানের গণ্ডি টপকায় চেন্নাই ৷ ক্যাপ্টেন ধোনির সংগ্রহ 18 ৷ 27 বলের ইনিংসে কোনও বাউন্ডার মারতে পারেননি সিএসকে অধিনায়ক ৷ হাতে উইকেট থাকলেও দিল্লিকে বড় রানের টার্গেট দিতে ব্যর্থ সুপার কিংস ৷ শেষ পর্যন্ত 5 উইকেট হারিযে 136 তোলে চেন্নাই ৷

দুবাই, 4 অক্টোবর : অল্প রান মূলধন করেও দিল্লি ক্যাপিটালসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ ধোনির সুপার কিংসকে 3 উইকেটে হারিয়ে লিগ তালিকায় শীর্ষস্থানে চলে গেল ঋষভ পন্থের দিল্লি ৷ 137 রান তাড়া করে ম্যাচ জিতে নেয় ক্যাপিটালস ৷ শিখর ধাওয়ান ও হেটমায়ারের লড়াইয়ে রুদ্ধশ্বাস ম্যাচে ধোনিদের পরাজিত করে পন্থবাহিনী ৷ এর ফলে টান দু'ম্যাচ হারাল সিএসকে ৷

আগেই প্লে-অফে পৌঁছে যাওয়ায় এদিন দলে তিনটি পরিবর্তন করে চেন্নাই ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে শতরান করেও দলকে জেতাতে পারেননি রুতুরাজ গায়কোয়াড় ৷ এদিন অবশ্য রান পেলেন না সিএসকে ওপেনার ৷ ব্যক্তিগত 13 রান করে ডাগ-আউটে ফেরেন রুতুরাজ ৷ তবে এর আগেই ডাগ-আউটে ফিরে যান তাঁর ওপেনিং পার্টনার ফ্যাফ ডু'প্লেসিস ৷ মাত্র 10 রান করে অক্ষর প্যাটেলের শিকার হন তিনি ৷ পাওয়ার প্লে-তে দুই ওপেনারকে হারিয়ে 48 রান তোলে চেন্নাই ৷

2021 আইপিএলে প্রথমবার মাঠে দাগ কাটতে ব্যর্থ রবিন উথাপ্পা ৷ কেকেআর থেকে সুপার কিংসে না লেখানো উথাপ্পা এদিন তিন নম্বরে ব্যাট করেও বড় রান করতে পারেননি ৷ 19 বলে 19 রান করে রবিচন্দ্রন অশ্বিন বলে আউট হন ৷ রান পাননি মইন আলিও ৷ তাঁর সংগ্রহ মাত্র 5 ৷ তবে দীর্ঘদিন পর রানে ফিরলেন রায়ডু ৷ 43 বলে 55 রানের অপরাজিত ইনিংস খেলে দলের সম্মান বাঁচান ৷ তাঁর লড়াকু হাফ-সেঞ্চরিতেই একশো রানের গণ্ডি টপকায় চেন্নাই ৷ ক্যাপ্টেন ধোনির সংগ্রহ 18 ৷ 27 বলের ইনিংসে কোনও বাউন্ডার মারতে পারেননি সিএসকে অধিনায়ক ৷ হাতে উইকেট থাকলেও দিল্লিকে বড় রানের টার্গেট দিতে ব্যর্থ সুপার কিংস ৷ শেষ পর্যন্ত 5 উইকেট হারিযে 136 তোলে চেন্নাই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.