ETV Bharat / sports

IPL 2023: অল্প রানেই শেষ ধোনিরা, বিদায়ের সন্ধিক্ষণে এসে জ্বলে উঠলেন নারিন - প্রথম ব্যাটিং ধোনিদের

বিদায়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এদিন চিপকে টসভাগ্যটাও গেল নাইট অধিনায়ক নীতীশ রানার বিপক্ষে ৷ প্লে-অফে জায়গা পাকা করে নিতে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷

Etv Bharat
চিপকে টস হারল কেকেআর
author img

By

Published : May 14, 2023, 7:17 PM IST

Updated : May 15, 2023, 8:17 AM IST

চেন্নাই, 14 মে: জিতলে যাও বা ক্ষীণ আশা বেঁচে থাকবে, হারলে আজই সরকারিভাবে বিদায় নিশ্চিত ৷ এমতাবস্থায় সামনে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মানে কলকাতা নাইট রাইডার্সের কাজটা যে আরও কঠিন, সেটা বলার অপেক্ষা রাখে না ৷ এমতাবস্থায় রবিবাসরীয় সন্ধেয় চিপকে টস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বিদায়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এদিন চিপকে টসভাগ্যটাও গিয়েছে নীতীশ রানার বিপক্ষে ৷ প্লে-অফে জায়গা পাকা করে নিতে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ যদিও টুর্নামেন্টের শেষলগ্নে এসে জ্বলে উঠলেন সুনীল নারিন । কেকেআর বোলারদের দাপটে 144 রানেই গুটিয়ে গেল ইয়েলো আর্মি ।

চেন্নাইয়ের বিরুদ্ধে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে কেকেআর ৷ গত ম্যাচে বৈভব অরোরার পরিবর্তে অনুকূল রায়কে একাদশে নিয়ে এলেও এদিন ফের অনুকূলকে বসিয়ে বৈভবকে একাদশে ফেরাল তারা ৷ অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই প্লে-অফ নিশ্চিত করার লক্ষ্যে নামছে ইয়েলো ব্রিগেড ৷ আপাতত 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে সিএসকে ৷ নাইটদের এদিন হারাতে পারলে গুজরাত টাইটান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করবে তারা ৷

আরও পড়ুন: IPL 2023: অঙ্কে বেঁচে প্লে-অফ স্বপ্ন, 'বিদায়' ভবিতব্য নাইটদের

অন্যদিকে গত কয়েকবছরের মতো ব্যর্থতাই সম্ভবত সঙ্গী হতে চলেছে কেকেআরের ৷ চেন্নাইকে এদিন হারালেও মিরাকেলের অপেক্ষায় থাকতে হবে শাহরুখের দলকে ৷ কারণ, শেষ দু'ম্যাচ নীতীশরা জিতলেও নানা পারমুটেশন-কম্বিনেশন কাজ করছে নাইটদের প্লে-অফে পৌঁছনোর পিছনে ৷ টস জিতে মাহি জানিয়েছেন, চিপকের বাইশ গজে প্রভূত পরিবর্তন হয়েছে আইপিএল চলাকালীন ৷ এখন এই পিচ প্রথম ব্যাটিংয়ের পক্ষে আদর্শ ৷ ধোনির অনুমান ক্ষমতা খণ্ডন করেন, সে সাধ্যি নীতীশের থাকার কথা নয় কোনওভাবেই ৷ তাই নাইট অধিনায়কও টস হেরে খানিক আফসোসের সুরেই জানালেন, টস জিতলে তিনিও প্রথমে ব্য়াটিং নিতেন ৷ আপাতত লড়াইয়ের ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে মাঠের লড়াইয়ে ধোনিদের টেক্কা দেওয়াই লক্ষ্য পার্পল ব্রিগেডের ৷

একনজরে কেকেআর একাদশ: রয়, গুরবাজ (উইকেটরক্ষক), নারিন, রানা (অধিনায়ক), রিঙ্কু, রাসেল, শার্দূল, বৈভব, হর্ষিত, সুয়াস, বরুণ ৷

একনজরে সিএসকে একাদশ: কনওয়ে, গায়কোয়াড়, রাহানে, মইন, রায়াডু, দুবে, জাদেজা, ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), চাহার, দেশপাণ্ডে, থিকশানা ৷

চেন্নাই, 14 মে: জিতলে যাও বা ক্ষীণ আশা বেঁচে থাকবে, হারলে আজই সরকারিভাবে বিদায় নিশ্চিত ৷ এমতাবস্থায় সামনে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মানে কলকাতা নাইট রাইডার্সের কাজটা যে আরও কঠিন, সেটা বলার অপেক্ষা রাখে না ৷ এমতাবস্থায় রবিবাসরীয় সন্ধেয় চিপকে টস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বিদায়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এদিন চিপকে টসভাগ্যটাও গিয়েছে নীতীশ রানার বিপক্ষে ৷ প্লে-অফে জায়গা পাকা করে নিতে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ যদিও টুর্নামেন্টের শেষলগ্নে এসে জ্বলে উঠলেন সুনীল নারিন । কেকেআর বোলারদের দাপটে 144 রানেই গুটিয়ে গেল ইয়েলো আর্মি ।

চেন্নাইয়ের বিরুদ্ধে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে কেকেআর ৷ গত ম্যাচে বৈভব অরোরার পরিবর্তে অনুকূল রায়কে একাদশে নিয়ে এলেও এদিন ফের অনুকূলকে বসিয়ে বৈভবকে একাদশে ফেরাল তারা ৷ অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই প্লে-অফ নিশ্চিত করার লক্ষ্যে নামছে ইয়েলো ব্রিগেড ৷ আপাতত 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে সিএসকে ৷ নাইটদের এদিন হারাতে পারলে গুজরাত টাইটান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করবে তারা ৷

আরও পড়ুন: IPL 2023: অঙ্কে বেঁচে প্লে-অফ স্বপ্ন, 'বিদায়' ভবিতব্য নাইটদের

অন্যদিকে গত কয়েকবছরের মতো ব্যর্থতাই সম্ভবত সঙ্গী হতে চলেছে কেকেআরের ৷ চেন্নাইকে এদিন হারালেও মিরাকেলের অপেক্ষায় থাকতে হবে শাহরুখের দলকে ৷ কারণ, শেষ দু'ম্যাচ নীতীশরা জিতলেও নানা পারমুটেশন-কম্বিনেশন কাজ করছে নাইটদের প্লে-অফে পৌঁছনোর পিছনে ৷ টস জিতে মাহি জানিয়েছেন, চিপকের বাইশ গজে প্রভূত পরিবর্তন হয়েছে আইপিএল চলাকালীন ৷ এখন এই পিচ প্রথম ব্যাটিংয়ের পক্ষে আদর্শ ৷ ধোনির অনুমান ক্ষমতা খণ্ডন করেন, সে সাধ্যি নীতীশের থাকার কথা নয় কোনওভাবেই ৷ তাই নাইট অধিনায়কও টস হেরে খানিক আফসোসের সুরেই জানালেন, টস জিতলে তিনিও প্রথমে ব্য়াটিং নিতেন ৷ আপাতত লড়াইয়ের ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে মাঠের লড়াইয়ে ধোনিদের টেক্কা দেওয়াই লক্ষ্য পার্পল ব্রিগেডের ৷

একনজরে কেকেআর একাদশ: রয়, গুরবাজ (উইকেটরক্ষক), নারিন, রানা (অধিনায়ক), রিঙ্কু, রাসেল, শার্দূল, বৈভব, হর্ষিত, সুয়াস, বরুণ ৷

একনজরে সিএসকে একাদশ: কনওয়ে, গায়কোয়াড়, রাহানে, মইন, রায়াডু, দুবে, জাদেজা, ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), চাহার, দেশপাণ্ডে, থিকশানা ৷

Last Updated : May 15, 2023, 8:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.