ETV Bharat / sports

সদস্য ও কর্মীদের ভ্যাকসিনেশনের ব্য়বস্থা করল সিএবি - সদস্য এবং কর্মীদের ভ্য়াকসিনেশন

30 এপ্রিল থেকে সদস্য ও কর্মীদের ভ্যাকসিনেশন করাবে সিএবি ৷ 1 মে থেকে 18 বছর ও তার উর্ধ্বে লোকেদের ভ্যাকসিন দেওয়া হবে ৷ এমনটাই জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

cab-to-hold-vaccination-camp-for-staff-ahead-of-kolkata-leg-of-ipl-2021
সদস্য ও কর্মীদের ভ্যাকসিনেশনের ব্য়বস্থা করল সিএবি
author img

By

Published : Apr 29, 2021, 2:48 PM IST

কলকাতা, 29 এপ্রিল : কলকাতায় আইপিএল-এর আসর বসার আগে এবার সদস্য এবং কর্মীদের ভ্য়াকসিনেশনের ব্যবস্থা করল সিএবি ৷ 30 এপ্রিল সকাল সাড়ে এগারোটা থেকে সিএবির ক্লাব হাউসে কনফারেন্স রুমে এই ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে ৷ আগামীকালের এই ভ্যাকসিনেশন ক্যাম্পে কেবল 45 বছরের উর্ধ্বে যাঁরা তাঁদেরই একমাত্র ভ্যাকসিন দেওয়া হবে ৷ 1 মে থেকে 18 বছর বা তার থেকে বেশি বয়স যাঁদের, তাঁদের ভ্যাকসিনেশন হবে ৷

এ নিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘‘করোনাকে রুখতে এই মুহূর্তে একমাত্র পথ ভ্য়াকসিনেশন ৷ সেই মতো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং সিএবির কোভিড টাস্ক ফোর্স ইডেনে ভ্যাকসিন দেওয়ার আয়োজন করেছে ৷ যাঁরা ভ্যাকসিন নেওয়ার জন্য 100 শতাংশ যোগ্য তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে ৷ যেখানে সিএবির সদস্য থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ, স্কোরারদের ভ্যাকসিন দেওয়া হবে’’ ৷

আরও পড়ুন : সিএসকের বিরুদ্ধে হারের জন্য আমার শ্লথ ব্যাটিং দায়ী :ওয়ার্নার

অভিষেক ডালমিয়া এও জানিয়েছেন, আগামী 1 মে থেকে 18 বছর ও তাঁর বেশি বয়সীদেরও ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷ সেখানে বাংলার হয়ে খেলা ক্রিকেটার ও আম্পায়ারদের ভ্যাকসিন দেওয়া হবে ৷ প্রসঙ্গত, আগামী 9 মে থেকে আইপিএল-র আসর কলকাতায় বসতে চলেছে ৷ যেখানে একাধিক দল কলকাতায় নিজেদের ক্যাম্প করবে ৷ তার আগে সদস্যদের ভ্যাকসিনেশন করাচ্ছে সিএবি ৷

কলকাতা, 29 এপ্রিল : কলকাতায় আইপিএল-এর আসর বসার আগে এবার সদস্য এবং কর্মীদের ভ্য়াকসিনেশনের ব্যবস্থা করল সিএবি ৷ 30 এপ্রিল সকাল সাড়ে এগারোটা থেকে সিএবির ক্লাব হাউসে কনফারেন্স রুমে এই ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে ৷ আগামীকালের এই ভ্যাকসিনেশন ক্যাম্পে কেবল 45 বছরের উর্ধ্বে যাঁরা তাঁদেরই একমাত্র ভ্যাকসিন দেওয়া হবে ৷ 1 মে থেকে 18 বছর বা তার থেকে বেশি বয়স যাঁদের, তাঁদের ভ্যাকসিনেশন হবে ৷

এ নিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘‘করোনাকে রুখতে এই মুহূর্তে একমাত্র পথ ভ্য়াকসিনেশন ৷ সেই মতো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং সিএবির কোভিড টাস্ক ফোর্স ইডেনে ভ্যাকসিন দেওয়ার আয়োজন করেছে ৷ যাঁরা ভ্যাকসিন নেওয়ার জন্য 100 শতাংশ যোগ্য তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে ৷ যেখানে সিএবির সদস্য থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ, স্কোরারদের ভ্যাকসিন দেওয়া হবে’’ ৷

আরও পড়ুন : সিএসকের বিরুদ্ধে হারের জন্য আমার শ্লথ ব্যাটিং দায়ী :ওয়ার্নার

অভিষেক ডালমিয়া এও জানিয়েছেন, আগামী 1 মে থেকে 18 বছর ও তাঁর বেশি বয়সীদেরও ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷ সেখানে বাংলার হয়ে খেলা ক্রিকেটার ও আম্পায়ারদের ভ্যাকসিন দেওয়া হবে ৷ প্রসঙ্গত, আগামী 9 মে থেকে আইপিএল-র আসর কলকাতায় বসতে চলেছে ৷ যেখানে একাধিক দল কলকাতায় নিজেদের ক্যাম্প করবে ৷ তার আগে সদস্যদের ভ্যাকসিনেশন করাচ্ছে সিএবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.