ETV Bharat / sports

IPL 2023: আরও এক সপ্তাহ মাঠের বাইরে স্টোকস, জানিয়ে দিলেন ফ্লেমিং - IPL 2023

বেন স্টোকসের চোট চেন্নাই সুপার কিংসের কাছে চিন্তার কারণ ৷ সুস্থ হয়ে ওঠা স্টোকস নতুন করে চোট পেয়েছেন ৷ তবে, তা গুরুতর নয় বলে জানিয়েছেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 22, 2023, 1:58 PM IST

চেন্নাই, 22 এপ্রিল: মহেন্দ্র সিং ধোনির হাঁটুর চোট নিয়ে কোনও উদ্বেগ নেই ৷ তবে, নতুন করে সমস্যা তৈরি হয়েছে বেন স্টোকসকে নিয়ে ৷ এমনটাই জানালেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং ৷ ব্রিটিশ অল-রাউন্ডারকে আরও এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, সম্প্রতি স্টোকসের সামান্য একটি চোট লেগেছে ৷ যার জন্য তাঁকে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৷ তবে, চোট গুরুতর নয় বলেই উল্লেখ করেছেন ফ্লেমিং ৷

আইপিএল-এর প্রথম তিন ম্যাচ খেলার পর ডাগআউটে বসে রয়েছেন সিএসকে-এর বিদেশি অল-রাউন্ডার বেন স্টোকস ৷ শেষ ম্যাচে বোলিং করেছিলেন স্টোকস ৷ তার জেরে হাঁটুর পুরনো চোটের জায়গায় সমস্যা তৈরি হয় ৷ ফলে শেষ তিন ম্যাচে প্রথম একাদশে নেই তিনি ৷ সম্প্রতি চেন্নাই সুপার কিংসের সিইও জানিয়েছিলেন স্টোকস সম্ভবত 23 এপ্রিল কেকেআর ম্যাচে খেলতে নামবেন ৷ কিন্তু, ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্টিফেন ফ্লেমিং ৷

সিএসকে কোচ বলেন, "স্টোকসের একটা চোট পেয়েছেন ৷ আমি সেটা নিয়ে বেশি কিছু বলতে যেতে চাই না, বড় কোনও চোট নয় ৷ তবে আরও এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ৷" ফ্লেমিং জানান, বেন স্টোকস তাঁর চোট সারাতে কঠিন পরিশ্রম করছেন ৷ সেখানে কোনও খামতি নেই বলেও জানিয়েছে তিনি ৷ সাংবাদিক বৈঠকে সিএসকে অধিনায়ক ধোনির চোট নিয়ে প্রশ্ন করা হলে, অনেকটাই চিন্তা মুক্ত দেখিয়েছে স্টিফেন ফ্লেমিংকে ৷ তিনি জানান, ধোনির চোট নিয়ে চিন্তার কোনও কারণ নেই ৷

আরও পড়ুন: কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছি, ধোনির মন্তব্যে ফের অবসর জল্পনা

স্টিফেন ফ্লেমিং বলেন, "এমএস পুরোপুরি ঠিক আছেন ৷ তিনি নিজের চোটের ঠিকঠাক যত্ন নিচ্ছেন ৷ সব ম্যাচেই ধোনি প্লেয়িং ইলেভেন রয়েছেন ৷ ধোনি সবসময় দলকে আগে রাখেন ৷" ফ্লেমিং এও জানান, ধোনি যদি বুঝতে পারেন যে, তিনি চোটের কারণে খেলতে পারবেন না ৷ তাহলে নিজে থেকেই ম্যাচের আগে সরে যাবেন ৷ তাই এমএস-কে নিয়ে কোনও চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন সিএসকে কোচ ৷

চেন্নাই, 22 এপ্রিল: মহেন্দ্র সিং ধোনির হাঁটুর চোট নিয়ে কোনও উদ্বেগ নেই ৷ তবে, নতুন করে সমস্যা তৈরি হয়েছে বেন স্টোকসকে নিয়ে ৷ এমনটাই জানালেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং ৷ ব্রিটিশ অল-রাউন্ডারকে আরও এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, সম্প্রতি স্টোকসের সামান্য একটি চোট লেগেছে ৷ যার জন্য তাঁকে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৷ তবে, চোট গুরুতর নয় বলেই উল্লেখ করেছেন ফ্লেমিং ৷

আইপিএল-এর প্রথম তিন ম্যাচ খেলার পর ডাগআউটে বসে রয়েছেন সিএসকে-এর বিদেশি অল-রাউন্ডার বেন স্টোকস ৷ শেষ ম্যাচে বোলিং করেছিলেন স্টোকস ৷ তার জেরে হাঁটুর পুরনো চোটের জায়গায় সমস্যা তৈরি হয় ৷ ফলে শেষ তিন ম্যাচে প্রথম একাদশে নেই তিনি ৷ সম্প্রতি চেন্নাই সুপার কিংসের সিইও জানিয়েছিলেন স্টোকস সম্ভবত 23 এপ্রিল কেকেআর ম্যাচে খেলতে নামবেন ৷ কিন্তু, ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্টিফেন ফ্লেমিং ৷

সিএসকে কোচ বলেন, "স্টোকসের একটা চোট পেয়েছেন ৷ আমি সেটা নিয়ে বেশি কিছু বলতে যেতে চাই না, বড় কোনও চোট নয় ৷ তবে আরও এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ৷" ফ্লেমিং জানান, বেন স্টোকস তাঁর চোট সারাতে কঠিন পরিশ্রম করছেন ৷ সেখানে কোনও খামতি নেই বলেও জানিয়েছে তিনি ৷ সাংবাদিক বৈঠকে সিএসকে অধিনায়ক ধোনির চোট নিয়ে প্রশ্ন করা হলে, অনেকটাই চিন্তা মুক্ত দেখিয়েছে স্টিফেন ফ্লেমিংকে ৷ তিনি জানান, ধোনির চোট নিয়ে চিন্তার কোনও কারণ নেই ৷

আরও পড়ুন: কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছি, ধোনির মন্তব্যে ফের অবসর জল্পনা

স্টিফেন ফ্লেমিং বলেন, "এমএস পুরোপুরি ঠিক আছেন ৷ তিনি নিজের চোটের ঠিকঠাক যত্ন নিচ্ছেন ৷ সব ম্যাচেই ধোনি প্লেয়িং ইলেভেন রয়েছেন ৷ ধোনি সবসময় দলকে আগে রাখেন ৷" ফ্লেমিং এও জানান, ধোনি যদি বুঝতে পারেন যে, তিনি চোটের কারণে খেলতে পারবেন না ৷ তাহলে নিজে থেকেই ম্যাচের আগে সরে যাবেন ৷ তাই এমএস-কে নিয়ে কোনও চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন সিএসকে কোচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.