ETV Bharat / sports

IPL 2021 DC vs SRH : ধাওয়ান-আইয়ারের ঝোড়ো ব্যাটিং, হায়দরাবাদকে হারিয়ে দাপুটে জয় দিল্লির - হায়দরাবাদের হার

পয়েন্ট টেবিলের শেষ স্থানে থেকেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 8 উইকেটে হারের কারণে অবস্থান উন্নতি হল না কেন উইলিয়ামসনদের ৷

delhi capitals beat Sunrisers Hyderabad
delhi capitals beat Sunrisers Hyderabad
author img

By

Published : Sep 23, 2021, 7:03 AM IST

দুবাই, 23 সেপ্টেম্বর : চলতি বছরের আইপিএলের প্রথম পর্বটা তেমন সুখের ছিল না সানরাইজার্স হায়দরাবাদের ৷ দ্বিতীয় পর্বের শুরুটাও ভাল হল না ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে দলের তারকা পেসার টি নটরাজনের করোনা ধরা পড়ে ৷ করোনা আতঙ্ককে সঙ্গে নিয়ে মাঠে নামা কেন উইলিয়ামনের দল কোনও বিভাগেই দিল্লির বিরুদ্ধে বিশেষ সুবিধে করতে পারল না ৷ বুধবার 8 উইকেটে হার হজম করে মরু শহরে দ্বিতীয় পর্ব শুরু করল হায়দরাবাদ ৷ ভারতে আইপিএলের প্রথম পর্বে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করলেন শিখর ধাওয়ান-শ্রেয়স আইয়াররা ৷

বুধবার দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের সামনে 135 রানের টার্গেট রাখে হায়দরাবাদ ৷ টস জিতে প্রথম ব্যাটিং নিলেও শুরুটা ভাল হয়নি সানরাইজার্সের ৷ হায়দরাবাদের ইনিংস শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা ৷ প্রথম ওভারেই ওয়ার্নারকে তুলে নিয়ে সানরাইজার্সকে বড় ধাক্কা দেন অ্যানরিখ নর্টজে ৷ ইনিংসের তৃতীয় বলেই ওয়ার্নারকে ডাগ-আউটে ফেরত পাঠান তিনি ৷ স্কোর বোর্ড কোনও রান যোগ হওয়ার আগেই এক উইকেট হারায় হায়দরাবাদ ৷

ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকেও প্রথমে স্বছন্দ মনে হয়নি ৷ প্রথম ওভারে 1 উইকেট হারিয়ে 6 রান তোলে হায়দরাবাদ ৷ তবে পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহাকে তুলে নিয়ে জোর ধাক্কা দেন কাগিসো রাবাদা ৷ পঞ্চম ওভারের প্রথম বলেই প্রোটিয়া পেসারকে গ্যালারিতে ফেলেন ঋদ্ধিমান । কিন্তু ওই ওভারেই শেষ বলে আউট হন তিনি । 2টি চার ও 1টি ছক্কা-সহ 17 বলে 18 রান করেন ঋদ্ধি ৷ পাওয়ার প্লে শেষে দুই ওপেনারকে হারিয়ে 32 রান তোলে সানরাইজার্স ৷ মণিশ পাণ্ডে ও আব্দুল সামাদ ও রশিদ খান ঝোড়ো ইনিংস খেলায় একশো রানের গণ্ডি টপকায় সানরাইজার্স ৷ ইনিংসের সর্বোচ্চ 28 রান করেন সামাদ ৷ 21 বলের ইনিংসে একটি ছক্কা ও 2টি বাউন্ডারি মারেন তিনি ৷ লেগ-স্পিনার রশিদের অবদান 19 বলে 22 ৷ ক্য়াপ্টেন উইলিয়ামসন করেন 18 রান ৷

আরও পড়ুন : IPL 2021: আইপিএলে করোনা হানা, কোভিড পজিটিভ সানরাইজার্স ক্রিকেটার

স্বল্প রানের লক্ষ্য নিয়ে মাঠে নামা দিল্লি ক্যাপিটালসকে প্রথম থেকেই আত্মবিশ্বাসী দেখিয়েছে ৷ তৃতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার পৃথ্বী শ-কে (11) ফেরান খলিল আহমেদ ৷ যদিও তা দিল্লির স্কোরবোর্ডে তেমন প্রভাব ফেলেনি ৷ শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়ারের ব্যাটে প্রথম 10 ওভারে 69 রান তোলে দিল্লি ৷ এরপর হায়দরাবাদের দ্বিতীয় সাফল্য আসে 11তম ওভারে ৷ অর্ধশতরানের দিকে এগোনো শিখর ধাওয়ানকে সেই ওভারের পঞ্চম বলে ফেরান রশিদ খান ৷ দিল্লির স্কোর তখন 2 উইকেট হারিয়ে 72 ৷

এরপর দিল্লির অধিনায়ক ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে দিল্লিকে জয়ের লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে থাকেন প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়স ৷ 17.5 ওভারে 139 রান তুলে দিল্লিকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় পন্থ-আইয়ার জুটি ৷ 41 বলে 47 রান করেন শ্রেয়স ৷ 21 বলে পন্থের অবদান 35 রান ৷ দিল্লির সফলতম বোলার রাবাদা ৷ 37 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ এছাড়া 2টি করে উইকেট নেন নর্টজে ও অক্ষর প্যাটেল ৷ নর্টজে চার ওভারে মাত্র 12 রান দেন ৷ ম্যাচের সেরা হয়েছেন তিনি ৷ এই জয়ে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার মগডালে রইল দিল্লি ক্যাপিটালস ৷ আর যে তিমিরে ছিল সেই তিমিরেই রইল হায়দরাবাদ ৷

দুবাই, 23 সেপ্টেম্বর : চলতি বছরের আইপিএলের প্রথম পর্বটা তেমন সুখের ছিল না সানরাইজার্স হায়দরাবাদের ৷ দ্বিতীয় পর্বের শুরুটাও ভাল হল না ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে দলের তারকা পেসার টি নটরাজনের করোনা ধরা পড়ে ৷ করোনা আতঙ্ককে সঙ্গে নিয়ে মাঠে নামা কেন উইলিয়ামনের দল কোনও বিভাগেই দিল্লির বিরুদ্ধে বিশেষ সুবিধে করতে পারল না ৷ বুধবার 8 উইকেটে হার হজম করে মরু শহরে দ্বিতীয় পর্ব শুরু করল হায়দরাবাদ ৷ ভারতে আইপিএলের প্রথম পর্বে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করলেন শিখর ধাওয়ান-শ্রেয়স আইয়াররা ৷

বুধবার দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের সামনে 135 রানের টার্গেট রাখে হায়দরাবাদ ৷ টস জিতে প্রথম ব্যাটিং নিলেও শুরুটা ভাল হয়নি সানরাইজার্সের ৷ হায়দরাবাদের ইনিংস শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা ৷ প্রথম ওভারেই ওয়ার্নারকে তুলে নিয়ে সানরাইজার্সকে বড় ধাক্কা দেন অ্যানরিখ নর্টজে ৷ ইনিংসের তৃতীয় বলেই ওয়ার্নারকে ডাগ-আউটে ফেরত পাঠান তিনি ৷ স্কোর বোর্ড কোনও রান যোগ হওয়ার আগেই এক উইকেট হারায় হায়দরাবাদ ৷

ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকেও প্রথমে স্বছন্দ মনে হয়নি ৷ প্রথম ওভারে 1 উইকেট হারিয়ে 6 রান তোলে হায়দরাবাদ ৷ তবে পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহাকে তুলে নিয়ে জোর ধাক্কা দেন কাগিসো রাবাদা ৷ পঞ্চম ওভারের প্রথম বলেই প্রোটিয়া পেসারকে গ্যালারিতে ফেলেন ঋদ্ধিমান । কিন্তু ওই ওভারেই শেষ বলে আউট হন তিনি । 2টি চার ও 1টি ছক্কা-সহ 17 বলে 18 রান করেন ঋদ্ধি ৷ পাওয়ার প্লে শেষে দুই ওপেনারকে হারিয়ে 32 রান তোলে সানরাইজার্স ৷ মণিশ পাণ্ডে ও আব্দুল সামাদ ও রশিদ খান ঝোড়ো ইনিংস খেলায় একশো রানের গণ্ডি টপকায় সানরাইজার্স ৷ ইনিংসের সর্বোচ্চ 28 রান করেন সামাদ ৷ 21 বলের ইনিংসে একটি ছক্কা ও 2টি বাউন্ডারি মারেন তিনি ৷ লেগ-স্পিনার রশিদের অবদান 19 বলে 22 ৷ ক্য়াপ্টেন উইলিয়ামসন করেন 18 রান ৷

আরও পড়ুন : IPL 2021: আইপিএলে করোনা হানা, কোভিড পজিটিভ সানরাইজার্স ক্রিকেটার

স্বল্প রানের লক্ষ্য নিয়ে মাঠে নামা দিল্লি ক্যাপিটালসকে প্রথম থেকেই আত্মবিশ্বাসী দেখিয়েছে ৷ তৃতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার পৃথ্বী শ-কে (11) ফেরান খলিল আহমেদ ৷ যদিও তা দিল্লির স্কোরবোর্ডে তেমন প্রভাব ফেলেনি ৷ শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়ারের ব্যাটে প্রথম 10 ওভারে 69 রান তোলে দিল্লি ৷ এরপর হায়দরাবাদের দ্বিতীয় সাফল্য আসে 11তম ওভারে ৷ অর্ধশতরানের দিকে এগোনো শিখর ধাওয়ানকে সেই ওভারের পঞ্চম বলে ফেরান রশিদ খান ৷ দিল্লির স্কোর তখন 2 উইকেট হারিয়ে 72 ৷

এরপর দিল্লির অধিনায়ক ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে দিল্লিকে জয়ের লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে থাকেন প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়স ৷ 17.5 ওভারে 139 রান তুলে দিল্লিকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় পন্থ-আইয়ার জুটি ৷ 41 বলে 47 রান করেন শ্রেয়স ৷ 21 বলে পন্থের অবদান 35 রান ৷ দিল্লির সফলতম বোলার রাবাদা ৷ 37 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ এছাড়া 2টি করে উইকেট নেন নর্টজে ও অক্ষর প্যাটেল ৷ নর্টজে চার ওভারে মাত্র 12 রান দেন ৷ ম্যাচের সেরা হয়েছেন তিনি ৷ এই জয়ে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার মগডালে রইল দিল্লি ক্যাপিটালস ৷ আর যে তিমিরে ছিল সেই তিমিরেই রইল হায়দরাবাদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.