ETV Bharat / sports

IPL-এ প্রথমবার, অর্ধশতরান ছাড়া মরশুম শেষ ধোনির - আইপিএল 2020 খবর

ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশারের তকমা দেওয়া হয় ধোনিকে ৷ কিন্তু চলতি IPL-এ সেই ধোনির ছায়া পর্যন্ত পাওয়া যায়নি ৷ শেষ 12 মাস ক্রিকেটের মধ্যে না থাকাই তাঁর ফর্ম হারানোর কারণ বলে মেনেও নিয়েছেন মাহি ৷

MS Dhoni
MS Dhoni
author img

By

Published : Nov 1, 2020, 10:17 PM IST

Updated : Nov 1, 2020, 10:28 PM IST

আবু ধাবি, 1 নভেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবার ৷ IPL-এর 13 তম সংস্করণে পুরো টুর্নামেন্টে একটিও অর্ধশতরান এল না মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে ৷ চলতি টুর্নামেন্ট চেন্নাই সুপার কিংসদের সবথেকে খারাপ IPL মরশুম ৷ প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা ৷

এখনও পর্যন্ত 204টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমেছেন ধোনি ৷ মোট রান করেছেন 4 হাজার 632 রান ৷ গড় 40.99 ৷ অর্ধশতরান আছে 23টি ৷ 2013 সালে তিনি সর্বোচ্চ 4টি অর্ধশতরান করেছিলেন ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত 84 ৷

ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশারের তকমা দেওয়া হয় ধোনিকে ৷ কিন্তু চলতি IPL-এ সেই ধোনির ছায়া পর্যন্ত পাওয়া যায়নি ৷ শেষ 12 মাস ক্রিকেটের মধ্যে না থাকাই তাঁর ফর্ম হারানোর কারণ বলে মেনেও নিয়েছেন মাহি ৷ চলতি লিগে 12 ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র 199 রান ৷ গড় 28. 42 ৷ সর্বোচ্চ স্কোর অপরাজিত 47 ৷

তবে তাঁর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভবিষ্যৎতের কথা জানিয়েছেন নিজেই ৷ আজ টসের সময় সঞ্চালক ড্যানি মরিসনের প্রশ্নের উত্তরে তিনি জানিয়ে দেন আগামী মরশুমেও তাঁকে IPL এর আসরে দেখা যাবে ৷

চলতি টুর্নামেন্টে CSK -র খারাপ ফলাফলের পর থেকেই ধোনির অবসর নিয়ে কথা ওঠে ৷ সেই বিতর্ককে ইতি টানেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনিই ৷

আবু ধাবি, 1 নভেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবার ৷ IPL-এর 13 তম সংস্করণে পুরো টুর্নামেন্টে একটিও অর্ধশতরান এল না মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে ৷ চলতি টুর্নামেন্ট চেন্নাই সুপার কিংসদের সবথেকে খারাপ IPL মরশুম ৷ প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা ৷

এখনও পর্যন্ত 204টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমেছেন ধোনি ৷ মোট রান করেছেন 4 হাজার 632 রান ৷ গড় 40.99 ৷ অর্ধশতরান আছে 23টি ৷ 2013 সালে তিনি সর্বোচ্চ 4টি অর্ধশতরান করেছিলেন ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত 84 ৷

ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশারের তকমা দেওয়া হয় ধোনিকে ৷ কিন্তু চলতি IPL-এ সেই ধোনির ছায়া পর্যন্ত পাওয়া যায়নি ৷ শেষ 12 মাস ক্রিকেটের মধ্যে না থাকাই তাঁর ফর্ম হারানোর কারণ বলে মেনেও নিয়েছেন মাহি ৷ চলতি লিগে 12 ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র 199 রান ৷ গড় 28. 42 ৷ সর্বোচ্চ স্কোর অপরাজিত 47 ৷

তবে তাঁর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভবিষ্যৎতের কথা জানিয়েছেন নিজেই ৷ আজ টসের সময় সঞ্চালক ড্যানি মরিসনের প্রশ্নের উত্তরে তিনি জানিয়ে দেন আগামী মরশুমেও তাঁকে IPL এর আসরে দেখা যাবে ৷

চলতি টুর্নামেন্টে CSK -র খারাপ ফলাফলের পর থেকেই ধোনির অবসর নিয়ে কথা ওঠে ৷ সেই বিতর্ককে ইতি টানেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনিই ৷

Last Updated : Nov 1, 2020, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.