ETV Bharat / sports

প্রথম বোলার হিসেবে এক ম্যাচে দুই মেডেন, IPL-এ রেকর্ড সিরাজের - IPL -এ নতুন রেকর্ড সিরাজের

শাহবাজ আহমেদের পরিবর্তে সুযোগ পেয়ে অধিনায়ককে হতাশ করেননি ৷ নিজের প্রথম ওভারেই পরপর দুই বলে তুলে নেন রাহুল ত্রিপাঠী ও নীতীশ রানার উইকেট ৷ এছাড়া নিজের দ্বিতীয় ওভারে ফের আঘাত হানেন ৷

মহম্মদ সিরাজ
মহম্মদ সিরাজ
author img

By

Published : Oct 21, 2020, 10:05 PM IST

আবু ধাবি, 21 অক্টোবর : আগের ম্যাচে দলেই ছিলেন না ৷ RCB বোলারদের মধ্যে সবথেকে বেশি ইকোনমি রেট ছিল তাঁর ৷ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দলে ফিরেই চমক দেখালেন মহম্মদ সিরাজ ৷ শাহবাজ আহমেদের পরিবর্তে সুযোগ পান দলে ৷ তারপরই 4 ওভারে 8 রান দিয়ে তুলে নেন তিন উইকেট ৷ একই সঙ্গে একটি রেকর্ডও গড়েন তিনি ৷ IPL-এ প্রথম বোলার হিসেবে একই ম্যাচে দুটি মেডেন নিলেন সিরাজ ৷

আহমেদের পরিবর্তে সুযোগ পেয়ে অধিনায়ককে হতাশ করেননি ৷ নিজের প্রথম ওভারেই পরপর দুই বলে তুলে নেন রাহুল ত্রিপাঠী ও নীতীশ রানার উইকেট ৷ এছাড়া নিজের দ্বিতীয় ওভারে ফের আঘাত হানেন ৷ টম ব্যান্টনের উইকেট তুলে নেন ৷ নিজের প্রথম দুই ওভারে এক রানও খরচ করেননি সিরাজ ৷ IPL-এর ইতিহাসে প্রথম কোনও বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি ৷

টপ অর্ডার ভেঙে পড়ার জন্য পাওয়ার প্লে-তে মাত্র 17 রান করে কলকাতা নাইট রাইডার্স ৷ সিরাজের তিন উইকেট ছাড়া চহাল নেন দুটি উইকেট ৷ একটি করে উইকেট নেন নভদীপ সাইনি ও ওয়াশিংটন সুন্দর ৷

আবু ধাবি, 21 অক্টোবর : আগের ম্যাচে দলেই ছিলেন না ৷ RCB বোলারদের মধ্যে সবথেকে বেশি ইকোনমি রেট ছিল তাঁর ৷ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দলে ফিরেই চমক দেখালেন মহম্মদ সিরাজ ৷ শাহবাজ আহমেদের পরিবর্তে সুযোগ পান দলে ৷ তারপরই 4 ওভারে 8 রান দিয়ে তুলে নেন তিন উইকেট ৷ একই সঙ্গে একটি রেকর্ডও গড়েন তিনি ৷ IPL-এ প্রথম বোলার হিসেবে একই ম্যাচে দুটি মেডেন নিলেন সিরাজ ৷

আহমেদের পরিবর্তে সুযোগ পেয়ে অধিনায়ককে হতাশ করেননি ৷ নিজের প্রথম ওভারেই পরপর দুই বলে তুলে নেন রাহুল ত্রিপাঠী ও নীতীশ রানার উইকেট ৷ এছাড়া নিজের দ্বিতীয় ওভারে ফের আঘাত হানেন ৷ টম ব্যান্টনের উইকেট তুলে নেন ৷ নিজের প্রথম দুই ওভারে এক রানও খরচ করেননি সিরাজ ৷ IPL-এর ইতিহাসে প্রথম কোনও বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি ৷

টপ অর্ডার ভেঙে পড়ার জন্য পাওয়ার প্লে-তে মাত্র 17 রান করে কলকাতা নাইট রাইডার্স ৷ সিরাজের তিন উইকেট ছাড়া চহাল নেন দুটি উইকেট ৷ একটি করে উইকেট নেন নভদীপ সাইনি ও ওয়াশিংটন সুন্দর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.