ETV Bharat / sports

IPL 13: বেগুনী টুপি রাবাডার দখলে, কমলা টুপি রাহুলের - আইপিএল 2020

বোলারদের তালিকায় রাবাডা তিন ম্যাচে 7 টি উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন ৷ তাঁর গড় 10.71 ৷ তবে 7টি উইকেট আছে মহম্মদ শামিরও ৷

বেগুনী টুপি ও কমলা টুপি
বেগুনী টুপি ও কমলা টুপি
author img

By

Published : Sep 30, 2020, 6:50 PM IST

আবুধাবি, 30 সেপ্টেম্বর : মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম হারে দিল্লি ক্যাপিট্যালস ৷ গতকালের ম্যাচ কোনওভাবে দিল্লির খেলার পরিপূরক ছিল না ৷ তবে দলের প্রধান পেসার কাগিসো রাবাডা ম্যাচে দুটি উইেকেট তুলে নিয়ে বেগুনী টুপি নিদের দখলে নিয়েছেন ৷ অন্যদিকে এখনও কমলা টুপির মালিক কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল ৷

রাহুল এখনও পর্যন্ত 3টি ম্যাচ খেলেছেন ৷ করেছেন 222 রান ৷ তারমধ্যে একটি শতরান ও একটি অর্ধশতরান আছে ৷ যদিও তাঁর পরেই আছেন সতীর্থ মায়াঙ্ক আগরওয়াল ৷ তিনটি ম্যাচে তাঁর সংগ্রহ 221 রান ৷ তিন নম্বরে আছেন চেন্নাই সুপার কিংসের ফাফ ডুপ্লেসি ৷ তিন ম্যাচে তাঁর সংগ্রহ 173 রান ৷

বোলারদের তালিকায় রাবাডা তিন ম্যাচে 7টি উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন ৷ তাঁর গড় 10.71 ৷ তবে 7টি উইকেট আছে মহম্মদ শামিরও ৷ তবে গড়ের হিসেবে তিনি পিছিয়ে পড়েছেন ৷ 3 ম্যাচে শামির বোলিং গড় 11.71 ৷ 5টি উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের স্যাম কুরান ৷

এই টুপি গুলি দেওয়া হয় তখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানশিকারী ও সর্বোচ্চ উইকেট শিকারীকে ৷ সময়ে সময়ে তা পরিবর্তন হতে থাকে ৷

অন্যদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে এল ৷ প্রথম স্থানে আছে রাজস্থান রয়্যালস ৷ তিনটি ম্যাচের দুটিতে জয়লাভ করেছে দিল্লি ৷ শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে 15 রনে হারে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিট্যালস ৷ তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

আবুধাবি, 30 সেপ্টেম্বর : মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম হারে দিল্লি ক্যাপিট্যালস ৷ গতকালের ম্যাচ কোনওভাবে দিল্লির খেলার পরিপূরক ছিল না ৷ তবে দলের প্রধান পেসার কাগিসো রাবাডা ম্যাচে দুটি উইেকেট তুলে নিয়ে বেগুনী টুপি নিদের দখলে নিয়েছেন ৷ অন্যদিকে এখনও কমলা টুপির মালিক কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল ৷

রাহুল এখনও পর্যন্ত 3টি ম্যাচ খেলেছেন ৷ করেছেন 222 রান ৷ তারমধ্যে একটি শতরান ও একটি অর্ধশতরান আছে ৷ যদিও তাঁর পরেই আছেন সতীর্থ মায়াঙ্ক আগরওয়াল ৷ তিনটি ম্যাচে তাঁর সংগ্রহ 221 রান ৷ তিন নম্বরে আছেন চেন্নাই সুপার কিংসের ফাফ ডুপ্লেসি ৷ তিন ম্যাচে তাঁর সংগ্রহ 173 রান ৷

বোলারদের তালিকায় রাবাডা তিন ম্যাচে 7টি উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন ৷ তাঁর গড় 10.71 ৷ তবে 7টি উইকেট আছে মহম্মদ শামিরও ৷ তবে গড়ের হিসেবে তিনি পিছিয়ে পড়েছেন ৷ 3 ম্যাচে শামির বোলিং গড় 11.71 ৷ 5টি উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের স্যাম কুরান ৷

এই টুপি গুলি দেওয়া হয় তখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানশিকারী ও সর্বোচ্চ উইকেট শিকারীকে ৷ সময়ে সময়ে তা পরিবর্তন হতে থাকে ৷

অন্যদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে এল ৷ প্রথম স্থানে আছে রাজস্থান রয়্যালস ৷ তিনটি ম্যাচের দুটিতে জয়লাভ করেছে দিল্লি ৷ শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে 15 রনে হারে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিট্যালস ৷ তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.