ETV Bharat / sports

ধোনির মত খেলার চেষ্টা করাও উচিত নয় : স্যামসন

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে 4 উইকেটে জেতার ম্যাচে 85 রানের ইনিংস খেলেছিলেন স্যামসন । তাঁর প্রশংসা করে টুইট করেন কংগ্রেস সাংসদ শশী থারুর । বিতর্কের সূত্রপাত এখানেই ।

J
H
author img

By

Published : Sep 29, 2020, 10:22 PM IST

দুবাই, 29 সেপ্টেম্বর : সঞ্জু স্যামসন নাকি পরবর্তী মহেন্দ্র সিং ধোনি । কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর IPL- এ রাজস্থান রয়্যালসের এই তারকা ব্যাটসম্যানকে ধোনির সঙ্গে তুলনা করা হয়েছে । তা নিয়ে বিতর্কও হয়েছে । সেই বিতর্কের মধ্যেই কেরালার এই ব্যাটসম্যান বলে দিলেন, মহেন্দ্র সিং ধোনির মত কেউ খেলতে পারবে না । এমনকী কারও ধোনির মত খেলার চেষ্টা করাও উচিত নয় ।

বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস । তার আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে স্যামসন বলেন, “মহেন্দ্র সিং ধোনির মত কেউ খেলতে পারবে না । এমনকী কারও ধোনির মত খেলার চেষ্টা করাও উচিত নয় । আমি এটাই সবাইকে পরামর্শ দেব । ও বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম । আমি কোনওদিনও এমএস ধোনির মত খেলব সেটা ভাবতেও পারি না । আমি নিজের মত করে খেলার চেষ্টা করি ।"

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে 4 উইকেটে জেতার ম্যাচে 85 রানের ইনিংস খেলেছিলেন স্যামসন । তাঁর প্রশংসা করে টুইট করেন কংগ্রেস সাংসদ শশী থারুর । বিতর্কের সূত্রপাত এখানেই । কারণ টুইটে সঞ্জু কে পরবর্তী ধোনি বলে উল্লেখ করেন তিনি । লেখেন, "সঞ্জু স্যামসনকে আমি অনেক বছর থেকে চিনি । তার যখন 14 বছর বয়স, তাকে বলেছিলাম, সে পরবর্তী ধোনি হবে। আজ সেই দিন এসেছে । "

যা মোটেও হজম করতে পারেননি প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর । তিনি পালটা টুইট করে লেখেন, ‘‘স্যামসনের পরবর্তী কেউ হওয়ার দরকার নেই ৷ ও ভারতীয় ক্রিকেটের দা সঞ্জু স্যামসন হবে ।’’একই কথা বলেন এস শ্রীশান্ত ও ।

দুবাই, 29 সেপ্টেম্বর : সঞ্জু স্যামসন নাকি পরবর্তী মহেন্দ্র সিং ধোনি । কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর IPL- এ রাজস্থান রয়্যালসের এই তারকা ব্যাটসম্যানকে ধোনির সঙ্গে তুলনা করা হয়েছে । তা নিয়ে বিতর্কও হয়েছে । সেই বিতর্কের মধ্যেই কেরালার এই ব্যাটসম্যান বলে দিলেন, মহেন্দ্র সিং ধোনির মত কেউ খেলতে পারবে না । এমনকী কারও ধোনির মত খেলার চেষ্টা করাও উচিত নয় ।

বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস । তার আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে স্যামসন বলেন, “মহেন্দ্র সিং ধোনির মত কেউ খেলতে পারবে না । এমনকী কারও ধোনির মত খেলার চেষ্টা করাও উচিত নয় । আমি এটাই সবাইকে পরামর্শ দেব । ও বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম । আমি কোনওদিনও এমএস ধোনির মত খেলব সেটা ভাবতেও পারি না । আমি নিজের মত করে খেলার চেষ্টা করি ।"

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে 4 উইকেটে জেতার ম্যাচে 85 রানের ইনিংস খেলেছিলেন স্যামসন । তাঁর প্রশংসা করে টুইট করেন কংগ্রেস সাংসদ শশী থারুর । বিতর্কের সূত্রপাত এখানেই । কারণ টুইটে সঞ্জু কে পরবর্তী ধোনি বলে উল্লেখ করেন তিনি । লেখেন, "সঞ্জু স্যামসনকে আমি অনেক বছর থেকে চিনি । তার যখন 14 বছর বয়স, তাকে বলেছিলাম, সে পরবর্তী ধোনি হবে। আজ সেই দিন এসেছে । "

যা মোটেও হজম করতে পারেননি প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর । তিনি পালটা টুইট করে লেখেন, ‘‘স্যামসনের পরবর্তী কেউ হওয়ার দরকার নেই ৷ ও ভারতীয় ক্রিকেটের দা সঞ্জু স্যামসন হবে ।’’একই কথা বলেন এস শ্রীশান্ত ও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.