ETV Bharat / sports

ডু অর ডাই ম্যাচে আজ মুম্বইয়ের মুখোমুখি চেন্নাই

CSK-র জন্য টুর্নামেন্ট প্রায় শেষ হয়ে গেছে, মেনে নিয়েছেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ৷ তবে তাদের বাকি থাকা সবকটি ম্যাচে জয় তুলে নিতে পারলে 14 পয়েন্টে পৌঁছাতে পারবে দল ৷ ফলে প্লে-অফে যাওয়ার একটা সুযোগ থাকছে ৷

MI vs CSK
MI vs CSK
author img

By

Published : Oct 23, 2020, 7:01 AM IST

শারজা, 22 অক্টোবর : প্লে অফের রাস্তা কার্যত বন্ধ ৷ অঙ্কের হিসেবে সুযোগ থাকলেও ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে চেন্নাই সুপার কিংসের সাধারণ সমর্থক, সবাই জানেন এটা কার্যত অসম্ভব ৷ মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল CSK ৷ তারপর সফর খারাপ থেকে আরও খারাপ হতে থাকে ৷ শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে ফের সেই মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি তারা ৷

CSK-র জন্য টুর্নামেন্ট প্রায় শেষ হয়ে গেছে, মেনে নিয়েছেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ৷ তবে তাদের বাকি থাকা সবকটি ম্যাচে জয় তুলে নিতে পারলে 14 পয়েন্টে পৌঁছাতে পারবে দল ৷ ফলে প্লে-অফে যাওয়ার একটা সুযোগ থাকছে ৷

অন্যদিকে শেষ 8টি ম্যাচের 6টিতেই জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ দু'টি ম্যাচে তারা সুপার ওভারে হেরেছে ৷ শুক্রবার তাই চেন্নাইয়ের বিরুদ্ধে জয় তুলে নিয়ে প্লে অফে যাওয়ার রাস্তা আরও পরিষ্কার করতে চাইবে রোহিতের দল ৷

তবে এই ম্যাচে সবার নজরে থকবে নড়বড়ে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কীভাবে ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাকে সামলায় সেদিকে ৷ অন্যদিকে চেন্নাই সুপার কিংসে কোনও অফ স্পিনার নেই তাই মুম্বইয়ের বাঁহাতি ব্যাটসম্যানরা দাপট দেখাতে পারেন ৷ তার উপর এমনিতেই দুরন্ত ফর্মে আছেন কুইন্টন ডি কক, ইশান কিষাণরা ৷

এখনও পর্যন্ত এই দুই দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 31 বার মুখোমুখি হয়েছে ৷ তার মধ্যে পাল্লা ভারী মুম্বই ইন্ডিয়ান্সের ৷ এখনও পর্যন্ত 18টি ম্যাচে জয় তুলে নিয়েছেন রোহিতরা ৷ অন্যদিকে ধোনির চেন্নাই জয় পেয়েছে 13টি ম্যাচে ৷

শারজা, 22 অক্টোবর : প্লে অফের রাস্তা কার্যত বন্ধ ৷ অঙ্কের হিসেবে সুযোগ থাকলেও ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে চেন্নাই সুপার কিংসের সাধারণ সমর্থক, সবাই জানেন এটা কার্যত অসম্ভব ৷ মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল CSK ৷ তারপর সফর খারাপ থেকে আরও খারাপ হতে থাকে ৷ শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে ফের সেই মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি তারা ৷

CSK-র জন্য টুর্নামেন্ট প্রায় শেষ হয়ে গেছে, মেনে নিয়েছেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ৷ তবে তাদের বাকি থাকা সবকটি ম্যাচে জয় তুলে নিতে পারলে 14 পয়েন্টে পৌঁছাতে পারবে দল ৷ ফলে প্লে-অফে যাওয়ার একটা সুযোগ থাকছে ৷

অন্যদিকে শেষ 8টি ম্যাচের 6টিতেই জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ দু'টি ম্যাচে তারা সুপার ওভারে হেরেছে ৷ শুক্রবার তাই চেন্নাইয়ের বিরুদ্ধে জয় তুলে নিয়ে প্লে অফে যাওয়ার রাস্তা আরও পরিষ্কার করতে চাইবে রোহিতের দল ৷

তবে এই ম্যাচে সবার নজরে থকবে নড়বড়ে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কীভাবে ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাকে সামলায় সেদিকে ৷ অন্যদিকে চেন্নাই সুপার কিংসে কোনও অফ স্পিনার নেই তাই মুম্বইয়ের বাঁহাতি ব্যাটসম্যানরা দাপট দেখাতে পারেন ৷ তার উপর এমনিতেই দুরন্ত ফর্মে আছেন কুইন্টন ডি কক, ইশান কিষাণরা ৷

এখনও পর্যন্ত এই দুই দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 31 বার মুখোমুখি হয়েছে ৷ তার মধ্যে পাল্লা ভারী মুম্বই ইন্ডিয়ান্সের ৷ এখনও পর্যন্ত 18টি ম্যাচে জয় তুলে নিয়েছেন রোহিতরা ৷ অন্যদিকে ধোনির চেন্নাই জয় পেয়েছে 13টি ম্যাচে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.