শারজা, 31 অক্টোবর : নতুন পালক এবি ডেভিলিয়ার্সের মুকুটে ৷ প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে 9 হাজার রান করলেন তিনি ৷ আজ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন মিস্টার 360 ডিগ্রি ৷
টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রানশিকারিদের তালিকায় বর্তমানে ডেভিলিয়ার্স আছেন অষ্টম স্থানে ৷ তালিকায় সবার উপরে আছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল ৷ 410 ম্যাচে তাঁর রান 13 হাজার 572 ৷ তাঁর পরেই আছেন কাইরন পোলার্ড ৷ তাঁর মোট রান 10 হাজার 425 ৷ তৃতীয় স্থানে 10 হাজার 145 রান করে আছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ৷ ভারত থেকে বিরাট কোহলি আছেন ষষ্ঠ স্থানে ৷ ভারত অধিনায়কের মোট টি-20 রান 9 হাজার 324 ৷
চলতি IPL-এ 13 ম্যাচে 338 রান করেছেন ডেভিলিয়ার্স ৷ স্ট্রাইক রেট 171.21 ৷ এখনও পর্যন্ত 4টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে 2004 সালে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ৷ তিন বার ICC বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন এবিডি ৷
ডেভিলিয়ার্স ও বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখাচ্ছেন ৷ কিন্তু তাদের সমস্যায় ফেলছে দলের বোলিং ৷ তবে বর্তমানে 12 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কোহলি ব্রিগেড ৷