ETV Bharat / sports

এক ফ্র্য়াঞ্চাইজ়িতে সর্বোচ্চ 200 ম্য়াচ, রেকর্ড কোহলির

author img

By

Published : Oct 16, 2020, 5:35 PM IST

Updated : Oct 16, 2020, 7:50 PM IST

RCB-র হয়ে IPL-এ 185 ম্য়াচ খেলেছেন বিরাট কোহলি ৷ পাশাপাশি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে রয়েছেন রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ৷

ipl_13_virat_kohli_becomes_first_cricketer_to_achieve_this_milestone
এক ফ্র্য়াঞ্চাইজ়িতে সর্বোচ্চ 200 ম্য়াচ, রের্কড কোহলির

শারজা, 16 অক্টোবর : চেস মাস্টার থেকে কিং কোহলি, ভারত অধিনায়কের নামের সঙ্গে বহু এমন বিশেষণ জুড়ে দেওয়া হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের তরফে ৷ এবার সেই তালিকায় আরও একটি নামের অন্তর্ভুক্তি হতেই পারে ৷ তা হল রেকর্ড ব্রেকিং কোহলি ৷ আরও একটি রেকর্ড গড়লেন IPL-এর মাঠে ৷ একই ফ্র্য়াঞ্চাইজ়ির হয়ে সর্বোচ্চ 200 ম্য়াচ খেলার রেকর্ড গড়েছেন তিনি ৷

ipl_13_virat_kohli_becomes_first_cricketer_to_achieve_this_milestone
এক ফ্র্য়াঞ্চাইজ়িতে সর্বোচ্চ 200 ম্য়াচ, রের্কড কোহলির

বৃহস্পতিবারই কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে শারজায় এবারের IPL-এর আট নম্বর ম্য়াচটি খেলতে নামেন বিরাটের RCB। সেই ম্য়াচেই এই নয়া মাইলফলক ছুঁয়ে ফেলেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ৷ তবে, এই রেকর্ড হয়েছে দু'টি ভাগে ৷ ব্যাঙ্গালোরের হয়ে এখনও পর্যন্ত মোট 185টি ম্য়াচ খেলেছেন বিরাট ৷ বাকি 15টি ম্য়াচে RCB-র হয়ে চ্য়াম্পিয়ন্স লিগ টি-20-তে অংশ নিয়েছেন তিনি ৷ প্রথম আইপিএল শুরুর দিন থেকে বিরাট কোহলি ব্যাঙ্গালোর ফ্র্য়াঞ্চাইজ়ির অংশ ৷ সেই সূত্রে, টানা তেরো বছর এক দলের হয়ে খেলারই ফল এই রেকর্ড ৷ শুধু তাই নয়, কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে বৃহস্পতিবারের ম্য়াচে আরও একটি নজির গড়েছেন বিরাট ৷ সেখানে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সবার উপরে উঠে এসেছেন তিনি ৷ এতদিন সেই তালিকায় ছিলেন চেন্নাই সুপার কিংস-র হয়ে খেলা সুরেশ রায়না ৷ আইপিএলে 185 ম্য়াচে বিরাট কোহলির মোট সংগ্রহ 5,716 রান ৷

নয়া এই রেকর্ড স্পর্শ করার আগে বিরাট বলেন, আরসিবি আমার কাছে সবকিছু ৷ সবাই সেই আবেগ বুঝবে না ৷ 200 ম্য়াচ খেলাটা অবিশ্বাস্য়, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, যে সফরটা শুরু হয়েছিল 2008 থেকে ৷ এটা খুবই গর্বের যে আরসিবি আমাকে এত বছর ধরে দলে রেখেছে ৷

2020 আইপিএল ধরলে তেরো নম্বর সিজ়ন চলছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-20 লিগের ৷ এর আগের 12 সিজ়নের দু'টিতে ফাইনালে উঠলেও একবারও আইপিএল ট্রফি ঘরে তুলতে পারেননি কোহলিরা ৷ যে পরিসংখ্য়ান এবার বদলানোর জন্য় মরিয়া হয়ে রয়েছে ব্যাঙ্গালোর শিবির ৷ তবে, সেই দৌড়ে টিকে থাকতে গেলে এখনও অনেকটা পথ আরসিবিকে পাড়ি দিতে হবে ৷ এরই মধ্য়ে বৃহস্পতিবার কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে তাদের অষ্টম ম্য়াচটি হেরেছে আরসিবি ৷ ফলে, সামনের ম্য়াচগুলি তাদের জন্য় বেশ কঠিন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

শারজা, 16 অক্টোবর : চেস মাস্টার থেকে কিং কোহলি, ভারত অধিনায়কের নামের সঙ্গে বহু এমন বিশেষণ জুড়ে দেওয়া হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের তরফে ৷ এবার সেই তালিকায় আরও একটি নামের অন্তর্ভুক্তি হতেই পারে ৷ তা হল রেকর্ড ব্রেকিং কোহলি ৷ আরও একটি রেকর্ড গড়লেন IPL-এর মাঠে ৷ একই ফ্র্য়াঞ্চাইজ়ির হয়ে সর্বোচ্চ 200 ম্য়াচ খেলার রেকর্ড গড়েছেন তিনি ৷

ipl_13_virat_kohli_becomes_first_cricketer_to_achieve_this_milestone
এক ফ্র্য়াঞ্চাইজ়িতে সর্বোচ্চ 200 ম্য়াচ, রের্কড কোহলির

বৃহস্পতিবারই কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে শারজায় এবারের IPL-এর আট নম্বর ম্য়াচটি খেলতে নামেন বিরাটের RCB। সেই ম্য়াচেই এই নয়া মাইলফলক ছুঁয়ে ফেলেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ৷ তবে, এই রেকর্ড হয়েছে দু'টি ভাগে ৷ ব্যাঙ্গালোরের হয়ে এখনও পর্যন্ত মোট 185টি ম্য়াচ খেলেছেন বিরাট ৷ বাকি 15টি ম্য়াচে RCB-র হয়ে চ্য়াম্পিয়ন্স লিগ টি-20-তে অংশ নিয়েছেন তিনি ৷ প্রথম আইপিএল শুরুর দিন থেকে বিরাট কোহলি ব্যাঙ্গালোর ফ্র্য়াঞ্চাইজ়ির অংশ ৷ সেই সূত্রে, টানা তেরো বছর এক দলের হয়ে খেলারই ফল এই রেকর্ড ৷ শুধু তাই নয়, কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে বৃহস্পতিবারের ম্য়াচে আরও একটি নজির গড়েছেন বিরাট ৷ সেখানে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সবার উপরে উঠে এসেছেন তিনি ৷ এতদিন সেই তালিকায় ছিলেন চেন্নাই সুপার কিংস-র হয়ে খেলা সুরেশ রায়না ৷ আইপিএলে 185 ম্য়াচে বিরাট কোহলির মোট সংগ্রহ 5,716 রান ৷

নয়া এই রেকর্ড স্পর্শ করার আগে বিরাট বলেন, আরসিবি আমার কাছে সবকিছু ৷ সবাই সেই আবেগ বুঝবে না ৷ 200 ম্য়াচ খেলাটা অবিশ্বাস্য়, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, যে সফরটা শুরু হয়েছিল 2008 থেকে ৷ এটা খুবই গর্বের যে আরসিবি আমাকে এত বছর ধরে দলে রেখেছে ৷

2020 আইপিএল ধরলে তেরো নম্বর সিজ়ন চলছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-20 লিগের ৷ এর আগের 12 সিজ়নের দু'টিতে ফাইনালে উঠলেও একবারও আইপিএল ট্রফি ঘরে তুলতে পারেননি কোহলিরা ৷ যে পরিসংখ্য়ান এবার বদলানোর জন্য় মরিয়া হয়ে রয়েছে ব্যাঙ্গালোর শিবির ৷ তবে, সেই দৌড়ে টিকে থাকতে গেলে এখনও অনেকটা পথ আরসিবিকে পাড়ি দিতে হবে ৷ এরই মধ্য়ে বৃহস্পতিবার কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে তাদের অষ্টম ম্য়াচটি হেরেছে আরসিবি ৷ ফলে, সামনের ম্য়াচগুলি তাদের জন্য় বেশ কঠিন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

Last Updated : Oct 16, 2020, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.