ETV Bharat / sports

কমলা টুপি ময়ঙ্কের, শামির বেগুনী

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 18 বলে 25 রান করেন ময়ঙ্ক আগরওয়াল ৷ একই সঙ্গে চার ম্যাচ খেলে টুর্নামেন্টে এখনও পর্যন্ত 246 রান করলেন পঞ্জাব ওপেনার ৷ অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে 192 রান তাড়া করতে নেমে মাত্র 17 রান করেন লোকেশ রাহুল ৷

ময়ঙ্ক আগরওয়াল
ময়ঙ্ক আগরওয়াল
author img

By

Published : Oct 2, 2020, 5:59 PM IST

আবুধাবি, 2 অক্টোবর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-এর 13 টি ম্যাচ হয়ে গেল ৷ আর 13 ম্য়াচের পর সতীর্থ লোকেশ রাহুলের থেকে কমলা টুপির মালিক হলেন ময়ঙ্ক আগরওয়াল ৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পরও নিজের বেগুনী টুপি ধরে রাখলেন মহম্মদ শামি ৷

বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 18 বলে 25 রান করেন ময়ঙ্ক আগরওয়াল ৷ একই সঙ্গে চার ম্যাচ খেলে টুর্নামেন্টে এখনও পর্যন্ত 246 রান করলেন পঞ্জাব ওপেনার ৷ অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে 192 রান তাড়া করতে নেমে মাত্র 17 রান করেন লোকেশ রাহুল ৷ ফলে বর্তমানে টুর্নামেন্টে তাঁর রান 239 ৷ সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় চেন্নাই সুপার কিংসের ফাফ ডুপ্লেসি 173 রান করে তৃতীয় স্থানে আছেন ৷

মহম্মদ শামি
মহম্মদ শামি

চার ম্যাচে 8টি উইকেট নিয়ে বেগুনী টুপির মালিক বর্তমানে কিংস ইলেভেন পঞ্জাবের পেসার মহম্মদ শামি ৷ তাঁর পরেই আছেন দিল্লি ক্যাপিট্যালস পেসার কাগিসো রাবাডা ৷ তিন ম্যাচে তিনি সাত উইকেট তুলে নিয়েছেন ৷ তৃতীয় স্থানে আছেন মুম্বই ইন্ডিয়ান্সের রাহুল চাহার ৷ চার ম্যাচে তাঁর উইকেট 6 টি ৷

এই টুপি গুলি টুর্নামেন্টের সর্বোচ্চ রানশিকারী ও উইকেট শিকারীকে দেওয়া হয় ৷ এবং সময়ে সময়ে তা বদলাতে থাকে ৷ অন্যদিকে কালকের ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তার পরে দ্বিতীয় স্থানে আছে দিল্লি ক্যাপিট্যালস ৷ তৃতীয় স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স ৷ তবে তিনটি দলেরই পয়েন্ট 4 ৷

আবুধাবি, 2 অক্টোবর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-এর 13 টি ম্যাচ হয়ে গেল ৷ আর 13 ম্য়াচের পর সতীর্থ লোকেশ রাহুলের থেকে কমলা টুপির মালিক হলেন ময়ঙ্ক আগরওয়াল ৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পরও নিজের বেগুনী টুপি ধরে রাখলেন মহম্মদ শামি ৷

বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 18 বলে 25 রান করেন ময়ঙ্ক আগরওয়াল ৷ একই সঙ্গে চার ম্যাচ খেলে টুর্নামেন্টে এখনও পর্যন্ত 246 রান করলেন পঞ্জাব ওপেনার ৷ অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে 192 রান তাড়া করতে নেমে মাত্র 17 রান করেন লোকেশ রাহুল ৷ ফলে বর্তমানে টুর্নামেন্টে তাঁর রান 239 ৷ সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় চেন্নাই সুপার কিংসের ফাফ ডুপ্লেসি 173 রান করে তৃতীয় স্থানে আছেন ৷

মহম্মদ শামি
মহম্মদ শামি

চার ম্যাচে 8টি উইকেট নিয়ে বেগুনী টুপির মালিক বর্তমানে কিংস ইলেভেন পঞ্জাবের পেসার মহম্মদ শামি ৷ তাঁর পরেই আছেন দিল্লি ক্যাপিট্যালস পেসার কাগিসো রাবাডা ৷ তিন ম্যাচে তিনি সাত উইকেট তুলে নিয়েছেন ৷ তৃতীয় স্থানে আছেন মুম্বই ইন্ডিয়ান্সের রাহুল চাহার ৷ চার ম্যাচে তাঁর উইকেট 6 টি ৷

এই টুপি গুলি টুর্নামেন্টের সর্বোচ্চ রানশিকারী ও উইকেট শিকারীকে দেওয়া হয় ৷ এবং সময়ে সময়ে তা বদলাতে থাকে ৷ অন্যদিকে কালকের ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তার পরে দ্বিতীয় স্থানে আছে দিল্লি ক্যাপিট্যালস ৷ তৃতীয় স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স ৷ তবে তিনটি দলেরই পয়েন্ট 4 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.