ETV Bharat / sports

হতাশাগ্রস্ত হওয়ার পর আত্ম অনুসন্ধান করেছি : স্যামসন - Indian Premier League

পঞ্জাবের সামনে গতকাল 224 রানের টার্গেট রাখে রাজস্থান রয়্যালস । 42 বল খেলে 85 রানের অন্যবদ্য ইনিংস খেলেন স্যামসন। যার মধ্যে রয়েছে 7 টা 6 ও 4 টে বাউন্ডারি ।

Sanju Samson
author img

By

Published : Sep 28, 2020, 5:03 PM IST

শারজা, 28 সেপ্টেম্বর : শেষ দুটো ম্যাচে ভালো পারফরমেন্স নজর কেড়েছে সকলের । বিগত এক বছর ধরে বেশ ভালোই ছন্দে আছেন তিনি । কিন্তু, কিছু জিনিস না করতে পারার কারণে বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েন । অকপট স্বীকারোক্তি রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের । শেষ দুটো ম্যাচে স্যামসনের ঝুলিতে রয়েছে 74 ও 85 রান । দুটো ম্যাচ মিলিয়ে মোট 159 রান তোলেন তিনি ।

রবিবার পঞ্জাবকে 4 উইকেটে পরাজিত করার পর স্যামসন বলেন, " গত এক বছর ধরে আমি বেশ ভালোই ফর্মে রয়েছি । তাই রুটিন মেনে চলছি এবং বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই এগিয়ে যাচ্ছি । আজকে এই ম্যাচ জিতে আমি বেশ খুশি । " এছাড়াও তিনি বলেন, " আমি অক্লান্ত চেষ্টা করছি । কিন্তু, কিছু জিনিস ঠিক হচ্ছিল না । যার ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়ি । হতাশাগ্রস্ত হওয়ার পর আত্ম অনুসন্ধান করেছি । নিজেকে জিজ্ঞাসা করি যে অ্যাচিভ করতে আমাকে কী করতে হবে ? আমি আরও 10 বছর খেলতে পারি । এবং আমাকে এই 10 বছরে সবটাই দিতে হবে । নিজেকে এমনই উত্তর দিই আমি । "

পঞ্জাবের সামনে গতকাল 224 রানের টার্গেট রাখে রাজস্থান রয়্যালস । 42 বল খেলে 85 রানের অন্যবদ্য ইনিংস খেলেন স্যামসন। যার মধ্যে রয়েছে 7 টা 6 ও 4 টে বাউন্ডারি ।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ স্যামসনের প্রশংসা করে বলেন, " সঞ্জু পুরো মাঠ জুড়ে দাপিয়ে খেলেছে । প্রত্যেকের চাপ নিয়ে দুর্দান্ত খেলেছে । " পাশাপাশি তিনি রাহুল তেওয়াটিয়ারও প্রশংসা করেন । শেষ পর্যন্ত লড়ে যাওয়ার জন্য বোলারদের ভূমিকাও প্রশংসনীয়, বলেন স্মিথ । তিনি বলেন, " আমরা 250 রানের টার্গেট রাখতে পেরেছি । বোলারদের জন্যই এটা সম্ভব হয়েছে । " পাঞ্জাবের অধিনায়ক K L রাহুল বলেন, " এটা টি-20 ক্রিকেট । আমাদের আরও অনেক বছর দেখতে হবে । আমরা অনেক কিছু করেছি এটা ঠিক । পাশাপাশি আমাদের আরও অনেক কিছু করতে হবে । যার ফলে আমাদের আরও শক্তি বাড়ে । "

শারজা, 28 সেপ্টেম্বর : শেষ দুটো ম্যাচে ভালো পারফরমেন্স নজর কেড়েছে সকলের । বিগত এক বছর ধরে বেশ ভালোই ছন্দে আছেন তিনি । কিন্তু, কিছু জিনিস না করতে পারার কারণে বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েন । অকপট স্বীকারোক্তি রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের । শেষ দুটো ম্যাচে স্যামসনের ঝুলিতে রয়েছে 74 ও 85 রান । দুটো ম্যাচ মিলিয়ে মোট 159 রান তোলেন তিনি ।

রবিবার পঞ্জাবকে 4 উইকেটে পরাজিত করার পর স্যামসন বলেন, " গত এক বছর ধরে আমি বেশ ভালোই ফর্মে রয়েছি । তাই রুটিন মেনে চলছি এবং বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই এগিয়ে যাচ্ছি । আজকে এই ম্যাচ জিতে আমি বেশ খুশি । " এছাড়াও তিনি বলেন, " আমি অক্লান্ত চেষ্টা করছি । কিন্তু, কিছু জিনিস ঠিক হচ্ছিল না । যার ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়ি । হতাশাগ্রস্ত হওয়ার পর আত্ম অনুসন্ধান করেছি । নিজেকে জিজ্ঞাসা করি যে অ্যাচিভ করতে আমাকে কী করতে হবে ? আমি আরও 10 বছর খেলতে পারি । এবং আমাকে এই 10 বছরে সবটাই দিতে হবে । নিজেকে এমনই উত্তর দিই আমি । "

পঞ্জাবের সামনে গতকাল 224 রানের টার্গেট রাখে রাজস্থান রয়্যালস । 42 বল খেলে 85 রানের অন্যবদ্য ইনিংস খেলেন স্যামসন। যার মধ্যে রয়েছে 7 টা 6 ও 4 টে বাউন্ডারি ।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ স্যামসনের প্রশংসা করে বলেন, " সঞ্জু পুরো মাঠ জুড়ে দাপিয়ে খেলেছে । প্রত্যেকের চাপ নিয়ে দুর্দান্ত খেলেছে । " পাশাপাশি তিনি রাহুল তেওয়াটিয়ারও প্রশংসা করেন । শেষ পর্যন্ত লড়ে যাওয়ার জন্য বোলারদের ভূমিকাও প্রশংসনীয়, বলেন স্মিথ । তিনি বলেন, " আমরা 250 রানের টার্গেট রাখতে পেরেছি । বোলারদের জন্যই এটা সম্ভব হয়েছে । " পাঞ্জাবের অধিনায়ক K L রাহুল বলেন, " এটা টি-20 ক্রিকেট । আমাদের আরও অনেক বছর দেখতে হবে । আমরা অনেক কিছু করেছি এটা ঠিক । পাশাপাশি আমাদের আরও অনেক কিছু করতে হবে । যার ফলে আমাদের আরও শক্তি বাড়ে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.