ETV Bharat / sports

বাকি ম্যাচগুলিতে ব্র্যাভোকে পাবে না CSK

author img

By

Published : Oct 21, 2020, 5:56 PM IST

কয়েক বছর ধরেই চেন্নাইয়ের অবিচ্ছিন্ন অংশ ব্র্যাভো ৷ 17 অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে বোলিং করতে পারেননি তিনি ৷ বাধ্য হয়ে রবীন্দ্র জাদেজাকে দিয়ে বোলিং করাতে হয় অধিনায়ক ধোনিকে ৷

ডোয়েন ব্রাভো
ডোয়েন ব্রাভো

দুবাই, 21 অক্টোবর : সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের ৷ 10 ম্যাচে মাত্র 3টি জয় ৷ বর্তমানে পয়েন্ট টেবিলের সবার শেষে অবস্থান ৷ কার্যত শেষ প্লে অফ খেলার আশা ৷ এই সময় ফের খারাপ খবর IPL এর ‘‘দা ইয়েলো’’ ব্রিগেডের জন্য ৷ চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ডোয়েন ব্র্যাভো ৷

কয়েক বছর ধরেই চেন্নাইয়ের অবিচ্ছিন্ন অংশ ব্রাভো ৷ 17 অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে বোলিং করতে পারেননি তিনি ৷ বাধ্য হয়ে রবীন্দ্র জাদেজাকে দিয়ে বোলিং করাতে হয় অধিনায়ক ধোনিকে ৷ শেষ ওভারে 3টি ছক্কা খান জাদেজা ৷

সংবাদ সংস্থা PTI কে দেওয়া এক সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংসের CEO কাশী বিশ্বনাথন বলেন, ‘‘ কুঁচকির চোটের জন্য বাকি মরশুমের জন্য ডোয়েন ব্র্যাভোকে আর পাওয়া যাবে না ৷’’

ব্র্যাভো এখনও পর্যন্ত 6টি ম্যাচে খেলেছেন ৷ দুটি ইনিংসে করছেন মাত্র 7 রান ৷ যদিও বল হাতে 6টি উইকেট তুলে নিয়েছেন ৷ ইকোনমি রেট ছিল 8.57 ৷ আগেই দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না ও হরভজন সিং ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৷ তা ছাড়া আরও এক অভিজ্ঞ ক্রিকেটার কেদার যাদবের নিজের ফর্ম খুঁজে বেড়াচ্ছেন ৷ আতস কাঁচের নিচে আছেন অধিনায়ক ধোনিও ৷ এমনকী প্রকাশ্যেই তরুণ ক্রিকেটারদের প্রতি ক্ষোভপ্রকাশ করছেন তিনি ৷

দুবাই, 21 অক্টোবর : সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের ৷ 10 ম্যাচে মাত্র 3টি জয় ৷ বর্তমানে পয়েন্ট টেবিলের সবার শেষে অবস্থান ৷ কার্যত শেষ প্লে অফ খেলার আশা ৷ এই সময় ফের খারাপ খবর IPL এর ‘‘দা ইয়েলো’’ ব্রিগেডের জন্য ৷ চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ডোয়েন ব্র্যাভো ৷

কয়েক বছর ধরেই চেন্নাইয়ের অবিচ্ছিন্ন অংশ ব্রাভো ৷ 17 অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে বোলিং করতে পারেননি তিনি ৷ বাধ্য হয়ে রবীন্দ্র জাদেজাকে দিয়ে বোলিং করাতে হয় অধিনায়ক ধোনিকে ৷ শেষ ওভারে 3টি ছক্কা খান জাদেজা ৷

সংবাদ সংস্থা PTI কে দেওয়া এক সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংসের CEO কাশী বিশ্বনাথন বলেন, ‘‘ কুঁচকির চোটের জন্য বাকি মরশুমের জন্য ডোয়েন ব্র্যাভোকে আর পাওয়া যাবে না ৷’’

ব্র্যাভো এখনও পর্যন্ত 6টি ম্যাচে খেলেছেন ৷ দুটি ইনিংসে করছেন মাত্র 7 রান ৷ যদিও বল হাতে 6টি উইকেট তুলে নিয়েছেন ৷ ইকোনমি রেট ছিল 8.57 ৷ আগেই দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না ও হরভজন সিং ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৷ তা ছাড়া আরও এক অভিজ্ঞ ক্রিকেটার কেদার যাদবের নিজের ফর্ম খুঁজে বেড়াচ্ছেন ৷ আতস কাঁচের নিচে আছেন অধিনায়ক ধোনিও ৷ এমনকী প্রকাশ্যেই তরুণ ক্রিকেটারদের প্রতি ক্ষোভপ্রকাশ করছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.