ETV Bharat / sports

IPL 2020: অভিজ্ঞতায় ভর করে প্রথম ম্যাচে মুম্বইকে 5 উইকেটে হারাল CSK - ফাফ ডুপ্লেসি

মুম্বই ইন্ডিয়ান্সের 162 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চেন্নাই সুপার কিংস । মাত্র 6 রানে 2 দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে CSK । কিন্তু এই সময়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলকে টেনে তোলেন আম্বাতি রাইডু ও ফাফ ডুপ্লেসি ।

MI vs  CSK
MI vs CSK
author img

By

Published : Sep 20, 2020, 12:00 AM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

আবু ধাবি, 19 সেপ্টেম্বর: জ়িরো থেকে হিরো । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগের মুহূর্ত পর্যন্ত কেউ আম্বাতি রাইডুকে দলে রাখেননি । কিন্তু ভারতের বিশ্বকাপ দল থেকে অপ্রত্যাশিত বাদ পড়ার জবাব দিতে চেয়েছিলেন রাইডু । এতদিন মঞ্চটা পাচ্ছিলেন না । আজ দেখলেন তিনি অচল পয়সা নন । মূলত রাইডুর ব্যাটিং এর দৌলতে মুম্বই ইন্ডিয়ান্সকে 5 উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস ।

মুম্বই ইন্ডিয়ান্সের 162 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চেন্নাই সুপার কিংস । মাত্র 6 রানে 2 দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে CSK । কিন্তু এই সময়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলকে টেনে তোলেন আম্বাতি রাইডু ও ফাফ ডুপ্লেসি । দুজনের 114 রানের পার্টনারশিপ ম্যাচের ভিত গড়ে দেয় । 71 রানে রাইডু যখন আউট হলেন তখন জয়ের জন্য CSK র 42 রান দরকার ।

বিশ্বকাপের দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছিলেন । তাঁর পরিবর্তে নির্বাচকরা পন্থের উপর ভরসা রেখেছিলেন । এটা মেনে নিতে পারেননি রাইডু । প্রকাশ্যে নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন । কিন্তু ব্যাট হাতে জবাব দেওয়ার মতো মঞ্চ পাচ্ছিলেন না । 13 তম IPL এর প্রথম ম্যাচেই সুযোগ পেয়ে যান । খাদের কিনারা থেকে দলকে তুলে এনে নির্বাচক ও সমালোচকদের যোগ্য জবাব দিলেন রাইডু ।

MI vs  CSK
ফাফ ডুপ্লেসি

ব্যাটিংয়ের মতো বোলিংয়ের শুরুটাও দারুণ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স । চেন্নাইয়ের ইনিংসের শুরুতেই ট্রেন্ট বোল্টের দুরন্ত বলে 4 রানেই ফিরতে হয় ওয়াটসনকে । মাত্র 1 রানেই আউট হন মুরলী বিজয় । কিন্তু তার পর খেই হারিয়ে ফেলে মুম্বই বোলিং ।

তিনি নামলেন, ব্যাটিংও করলেন । কিন্তু দর্শকদের মন ভরল না । বোলিংয়ের সময় বোলারদের দুরন্ত কিছু পরামর্শ দিলেন ঠিকই । কিন্তু মাত্র কয়েকটা বলের জন্য ব্যাট হাতে নামতে হল মহেন্দ্র সিং ধোনিকে । ডুপ্লেসি আর রাইডুর দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচে জয়ের ধরা বজায় রাখল চেন্নাই সুপার কিংস।

আবু ধাবি, 19 সেপ্টেম্বর: জ়িরো থেকে হিরো । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগের মুহূর্ত পর্যন্ত কেউ আম্বাতি রাইডুকে দলে রাখেননি । কিন্তু ভারতের বিশ্বকাপ দল থেকে অপ্রত্যাশিত বাদ পড়ার জবাব দিতে চেয়েছিলেন রাইডু । এতদিন মঞ্চটা পাচ্ছিলেন না । আজ দেখলেন তিনি অচল পয়সা নন । মূলত রাইডুর ব্যাটিং এর দৌলতে মুম্বই ইন্ডিয়ান্সকে 5 উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস ।

মুম্বই ইন্ডিয়ান্সের 162 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চেন্নাই সুপার কিংস । মাত্র 6 রানে 2 দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে CSK । কিন্তু এই সময়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলকে টেনে তোলেন আম্বাতি রাইডু ও ফাফ ডুপ্লেসি । দুজনের 114 রানের পার্টনারশিপ ম্যাচের ভিত গড়ে দেয় । 71 রানে রাইডু যখন আউট হলেন তখন জয়ের জন্য CSK র 42 রান দরকার ।

বিশ্বকাপের দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছিলেন । তাঁর পরিবর্তে নির্বাচকরা পন্থের উপর ভরসা রেখেছিলেন । এটা মেনে নিতে পারেননি রাইডু । প্রকাশ্যে নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন । কিন্তু ব্যাট হাতে জবাব দেওয়ার মতো মঞ্চ পাচ্ছিলেন না । 13 তম IPL এর প্রথম ম্যাচেই সুযোগ পেয়ে যান । খাদের কিনারা থেকে দলকে তুলে এনে নির্বাচক ও সমালোচকদের যোগ্য জবাব দিলেন রাইডু ।

MI vs  CSK
ফাফ ডুপ্লেসি

ব্যাটিংয়ের মতো বোলিংয়ের শুরুটাও দারুণ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স । চেন্নাইয়ের ইনিংসের শুরুতেই ট্রেন্ট বোল্টের দুরন্ত বলে 4 রানেই ফিরতে হয় ওয়াটসনকে । মাত্র 1 রানেই আউট হন মুরলী বিজয় । কিন্তু তার পর খেই হারিয়ে ফেলে মুম্বই বোলিং ।

তিনি নামলেন, ব্যাটিংও করলেন । কিন্তু দর্শকদের মন ভরল না । বোলিংয়ের সময় বোলারদের দুরন্ত কিছু পরামর্শ দিলেন ঠিকই । কিন্তু মাত্র কয়েকটা বলের জন্য ব্যাট হাতে নামতে হল মহেন্দ্র সিং ধোনিকে । ডুপ্লেসি আর রাইডুর দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচে জয়ের ধরা বজায় রাখল চেন্নাই সুপার কিংস।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.