ETV Bharat / sports

কালিস ও কাটিচকে সরিয়ে দিল KKR

author img

By

Published : Jul 14, 2019, 11:50 PM IST

কোচের পদ থেকে কালিস ও কাটিচকে সরাল KKR ।

কালিস ও কাটিচ

কলকাতা, 14 জুলাই: পরিবর্তনের হাওয়া এবার কলকাতা নাইট রাইডার্সের ( KKR) সাজঘরে। কোচ জ্যাক কালিস ও সহকারী কোচ সাইমন কাটিচকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কেকেআর।

চলতি বছরে IPL-এ 5 নম্বরে শেষ করেছে দীনেশ কার্তিকের দল। তখনই পরিবর্তনের ইঙ্গিত ছিল। তারই রেশ ধরে কোচ ও সহকারী কোচকে বদলের কথা জানিয়েছেন KKR CEO ভেঙ্কি মাইসোর। তিনি বলেছেন, '' কালিস KKR-র অবিচ্ছেদ্য অঙ্গ। তার কোচিং KKR গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হতে পেরেছে। তাঁর কোচিংয়ে নাইটরা 61টি ম্যাচে 32টি জয় পেয়েছে।

2011 সাল থেকে 9 বছর নাইটদের সংসারে যুক্ত ছিলেন দুই পক্ষ। কালিস বলেছেন, 9 বছর তাঁর উপর আস্থা রাখার জন্য কেকেআর মালিককে ধন্যবাদ। মেন্টর ও হেড কোচ হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার। গত 9 বছরে অনেক মধুর স্মৃতি নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি ।

কলকাতা, 14 জুলাই: পরিবর্তনের হাওয়া এবার কলকাতা নাইট রাইডার্সের ( KKR) সাজঘরে। কোচ জ্যাক কালিস ও সহকারী কোচ সাইমন কাটিচকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কেকেআর।

চলতি বছরে IPL-এ 5 নম্বরে শেষ করেছে দীনেশ কার্তিকের দল। তখনই পরিবর্তনের ইঙ্গিত ছিল। তারই রেশ ধরে কোচ ও সহকারী কোচকে বদলের কথা জানিয়েছেন KKR CEO ভেঙ্কি মাইসোর। তিনি বলেছেন, '' কালিস KKR-র অবিচ্ছেদ্য অঙ্গ। তার কোচিং KKR গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হতে পেরেছে। তাঁর কোচিংয়ে নাইটরা 61টি ম্যাচে 32টি জয় পেয়েছে।

2011 সাল থেকে 9 বছর নাইটদের সংসারে যুক্ত ছিলেন দুই পক্ষ। কালিস বলেছেন, 9 বছর তাঁর উপর আস্থা রাখার জন্য কেকেআর মালিককে ধন্যবাদ। মেন্টর ও হেড কোচ হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার। গত 9 বছরে অনেক মধুর স্মৃতি নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি ।

Intro:কোচের পদ থেকে কালিস ও কাটিচকে সরালো কেকেআর

কলকাতা,১৪জুলাইঃ পরিবর্তনের হাওয়া এবার কলকাতা নাইট রাইডার্সের সাজঘরে। কোচ জ্যাক কালিস ও সহকারী কোচ সাইমন কাটিচকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কেকেআর। চলতি বছরের আইপিএলে পাঁচ নম্বরে শেষ করেছে দীনেশ কার্তিকের দল। তখনই পরিবর্তনের ইঙ্গিত ছিল। তারই রেশ ধরে কোচ ও সহকারী কোচকে বদলের কথা জানিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। তিনি বলেছেন কালিস কেকেআর এর অবিচ্ছেদ্য অঙ্গ। তার কোচিং কেকেআর গ্লোবাল ব্র্যান্ডে পরিনত হতে পেরেছে। তাঁর কোচিংয়ে নাইটরা ৬১টি ম্যাচে ৩২টি জয় পেয়েছে। ২০১১ সাল থেকে নয় বছর নাইটদের সংসারে যুক্ত থাকার পরে এবার নতুনের সন্ধানে দুই পক্ষ। কালিস বলেছেন নয় বছর তাঁর ওপর আস্থা রাখার জন্য কেকেআর মালিককে ধন্যবাদ। মেন্টর ও হেড কোচ হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার। গত নয় বছরে অনেক মধুর স্মৃতি নিয়ে যাচ্ছেন বলেএকই সঙ্গে বলেছেন। সহকারী কোচ সাইমন কাটিচ ইতিমধ্যেই ক্যারিবিয়ান লিগে ট্রিনবাগো নাইট রাইডার্স দলে যোগ দিচ্ছেন।Body:KrConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.