ETV Bharat / sports

চেন্নাইয়ের বিরুদ্ধে রাহুল তেওয়াটিয়াকে সেরা বাছলেন স্যামসন - রাজস্থান রয়্যালস

সঞ্জুর দুরন্ত ইনিংস ও স্টিভ স্মিথের 69 রানের সৌজন্যে নির্ধারিত 20 ওভারে 216 রান করে রাজস্থান রয়্যালস । তবে ম্যাচের সেরা মুহূর্ত আসে ইনিংসের শেষ ওভারে । CSK র বোলার লুঙ্গি এনগিডির ওভারে 30 রান করেন আর্চার ।

রাহুল তেওয়াটিয়া
রাহুল তেওয়াটিয়া
author img

By

Published : Sep 23, 2020, 5:36 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

শারজা, 23 সেপ্টেম্বর : চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস । 32 বলে 74 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন সঞ্জু স্যামসন । কিন্তু রাজস্থান ক্রিকেটার স্যামসন নিজে মনে করেন লেগ স্পিনার রাহুল তেওয়াটিয়া ম্যাচের সেরা হওয়ার যোগ্য ব্যক্তি । শারজা ক্রিকেট স্টেডিয়ামে 16 রানে ম্যাচ জেতার পর একথা বলেন সঞ্জু ।

সঞ্জুর দুরন্ত ইনিংস ও স্টিভ স্মিথের 69 রানের সৌজন্যে নির্ধারিত 20 ওভারে 216 রান করে রাজস্থান রয়্যালস । তবে ম্যাচের সেরা মুহূর্ত আসে ইনিংসের শেষ ওভারে । CSK-র বোলার লুঙ্গি এনগিডির ওভারে 30 রান করেন আর্চার ।

বোলিংয়ের সময় তেওয়াটিয়া তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন । তারমধ্যে শেন ওয়াটসন, স্যাম কুরান এবং রুতুরাজ গায়কোয়াড়। এই লেগ স্পিনার চার ওভারে 37 রান দিয়ে 3 উইকেট তুলে নেন ।

IPL-এর তরফে পোস্ট করা একটি ভিডিয়োতে স্যামসন বলেন, " আমার মতে, তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার জন্য ম্যান অফ দা ম্যাচ রাহুল তেওয়াটিয়ার হওয়া উচিত ছিল। আমার মতে এই ম্যাচের গেম-চেঞ্জার রাহুল । এই গ্রাউন্ডে বোলারদের পক্ষে বোলিং করা বিশেষত শিশিরের সময় খুব কঠিন।"

তিনি আরও বলেন, " শারজায় আপনি যা স্কোর করুন না কেন, শিশির থাকায় রান তাড়া করা সহজ । অন্য প্রান্তে স্মিথ ব্যাটিং করছিল । তাই আমার চালিয়ে খেলার লাইসেন্স ছিল । আমি গত চার-পাঁচ বছর ধরে স্মিথের সঙ্গে ব্যাটিং করছি । আমরা একে অপরের খেলা সত্যই বুঝতে পারি ।"

নিজের বোলিং নিয়ে কথা বলতে গিয়ে তেওয়াটিয়া বলেন, " আমি যখন বোলিং করতে এসেছিলাম, উইকেট নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল । আমি এবং স্মিথ কিছু উইকেট নেওয়ার পরিকল্পনা করছিলাম । কারণ শেন ওয়াটসন পাওয়ার প্লে পরে দুর্দান্ত ছক্কা হাঁকাচ্ছিল। আমরা উইকেট নিতে সক্ষম হয়েছি এবং আমাদের প্রথম ম্যাচটিতে জয় তুলে নিতে পেরেছি। এটা দুর্দান্ত অনুভূতি । "

শারজা, 23 সেপ্টেম্বর : চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস । 32 বলে 74 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন সঞ্জু স্যামসন । কিন্তু রাজস্থান ক্রিকেটার স্যামসন নিজে মনে করেন লেগ স্পিনার রাহুল তেওয়াটিয়া ম্যাচের সেরা হওয়ার যোগ্য ব্যক্তি । শারজা ক্রিকেট স্টেডিয়ামে 16 রানে ম্যাচ জেতার পর একথা বলেন সঞ্জু ।

সঞ্জুর দুরন্ত ইনিংস ও স্টিভ স্মিথের 69 রানের সৌজন্যে নির্ধারিত 20 ওভারে 216 রান করে রাজস্থান রয়্যালস । তবে ম্যাচের সেরা মুহূর্ত আসে ইনিংসের শেষ ওভারে । CSK-র বোলার লুঙ্গি এনগিডির ওভারে 30 রান করেন আর্চার ।

বোলিংয়ের সময় তেওয়াটিয়া তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন । তারমধ্যে শেন ওয়াটসন, স্যাম কুরান এবং রুতুরাজ গায়কোয়াড়। এই লেগ স্পিনার চার ওভারে 37 রান দিয়ে 3 উইকেট তুলে নেন ।

IPL-এর তরফে পোস্ট করা একটি ভিডিয়োতে স্যামসন বলেন, " আমার মতে, তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার জন্য ম্যান অফ দা ম্যাচ রাহুল তেওয়াটিয়ার হওয়া উচিত ছিল। আমার মতে এই ম্যাচের গেম-চেঞ্জার রাহুল । এই গ্রাউন্ডে বোলারদের পক্ষে বোলিং করা বিশেষত শিশিরের সময় খুব কঠিন।"

তিনি আরও বলেন, " শারজায় আপনি যা স্কোর করুন না কেন, শিশির থাকায় রান তাড়া করা সহজ । অন্য প্রান্তে স্মিথ ব্যাটিং করছিল । তাই আমার চালিয়ে খেলার লাইসেন্স ছিল । আমি গত চার-পাঁচ বছর ধরে স্মিথের সঙ্গে ব্যাটিং করছি । আমরা একে অপরের খেলা সত্যই বুঝতে পারি ।"

নিজের বোলিং নিয়ে কথা বলতে গিয়ে তেওয়াটিয়া বলেন, " আমি যখন বোলিং করতে এসেছিলাম, উইকেট নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল । আমি এবং স্মিথ কিছু উইকেট নেওয়ার পরিকল্পনা করছিলাম । কারণ শেন ওয়াটসন পাওয়ার প্লে পরে দুর্দান্ত ছক্কা হাঁকাচ্ছিল। আমরা উইকেট নিতে সক্ষম হয়েছি এবং আমাদের প্রথম ম্যাচটিতে জয় তুলে নিতে পেরেছি। এটা দুর্দান্ত অনুভূতি । "

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.