ETV Bharat / sports

শামির মঞ্চে দুরন্ত স্টইনিস, সুপার ওভারে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস - দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ টাই

দিনের শুরুটা হয়েছিল মহম্মদ শামিকে দিয়ে । শামির দুরন্ত বোলিংয়ের ঝলকানিতে প্রথমেই বিপাকে পড়ে দিল্লি ব্যাটিং । 4 ওভার বোলিং করলেন । খরচ করলেন মাত্র 15 রান । তুলে নিলেন 3টি মূল্যবান উইকেট ।

দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস
author img

By

Published : Sep 21, 2020, 12:00 AM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

দুবাই, 20 সেপ্টেম্বর: দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ টাই । লো স্কোরিং ম্যাচও দর্শকদের মনোরঞ্জন করতে পারে সেটা ফের দেখিয়ে দিল দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ । বসে ম্যাচের পরতে পরতে উত্তেজনা উপভোগ করলেন দর্শকরা । শেষ পর্যন্ত মায়ঙ্ক আগরওয়ালের দুরন্ত ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় পঞ্জাব । কিন্তু ম্যাচ জিতিয়ে ফিরতে পারলেন না । 89 করে আউট হলেন তিনি । ম্যাচ গড়াল সুপার ওভারে । রাবাডার আগুনে পেসের সামনে মাত্র 2 রানেই থামতে হল পঞ্জাবকে । সুপার ওভারে বিনা উইকেটেই ম্যাচ ঘরে তুলল দিল্লি ক্যাপিটালস ৷

দিনের শুরুটা হয়েছিল মহম্মদ শামিকে দিয়ে । শামির দুরন্ত বোলিংয়ের ঝলকানিতে প্রথমেই বিপাকে পড়ে দিল্লি ব্যাটিং । 4 ওভার বোলিং করলেন । খরচ করলেন মাত্র 15 রান । তুলে নিলেন 3টি মূল্যবান উইকেট । তার মধ্যে পৃথ্বী শ, শিমরান হেটমেয়ার ও শ্রেয়স আইয়ারের মতো বড় নাম আছে ।

দিল্লি ক্যাপিটালস
ম্যাচের দুই নায়ক

তবে শামির ধাক্কায় বেসামাল দিল্লি দলকে খাদের কিনারা থেকে তুলে আনলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। তবে বড় রানের দিকে নিয়ে যেতে পারলেন না দলকে । শেষ দিকে ঝড় তুললেন মার্কস স্টইনিস । মাত্র 21 বলে 53 রানের ইনিংস খেললেন তিনি । দলকে লড়াই করার মতো 157 রানের স্কোরে দাঁড় করালেন ।

শামি
দুরন্ত শামি

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ধৈর্যের সঙ্গে করলেও লোকেশ রাহুল আউট হতেই হোঁচট খেল পঞ্জাব ব্যাটিং । একে একে ফিরে গেলেন করুন নায়ার, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খানরা । এখানে জাদু দেখানেল অশ্বিন ৷ মাত্র 1 ওভার বল করে তুলে নিলেন দুই উইকেট ৷ তারপর চোটের কারণে মাঠ ছাড়তে হল তাঁকে ৷ অন্যদিকে ধরে খেলছিলেন মায়ঙ্ক । তবে শেষ দিকে ফের ম্যাজিক দেখালেন স্টইনিস । পরপর দুই বলে আগারওয়াল ও ক্রিস জর্ডনকে তুলে নিয়ে ম্যাচ নিয়ে গেলেন সুপার ওভারে ।

সুপার ওভারে ম্যাজিক দেখালেন রাবাডা । মাত্র 2 রানেই আটকে দিলেন কিংস ইলেভেন পঞ্জাবকে । প্রথমে ফিরলেন রাহুল । পরের বলেই আউট হলেন নিকোলাস পুরান ।

দুবাই, 20 সেপ্টেম্বর: দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ টাই । লো স্কোরিং ম্যাচও দর্শকদের মনোরঞ্জন করতে পারে সেটা ফের দেখিয়ে দিল দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ । বসে ম্যাচের পরতে পরতে উত্তেজনা উপভোগ করলেন দর্শকরা । শেষ পর্যন্ত মায়ঙ্ক আগরওয়ালের দুরন্ত ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় পঞ্জাব । কিন্তু ম্যাচ জিতিয়ে ফিরতে পারলেন না । 89 করে আউট হলেন তিনি । ম্যাচ গড়াল সুপার ওভারে । রাবাডার আগুনে পেসের সামনে মাত্র 2 রানেই থামতে হল পঞ্জাবকে । সুপার ওভারে বিনা উইকেটেই ম্যাচ ঘরে তুলল দিল্লি ক্যাপিটালস ৷

দিনের শুরুটা হয়েছিল মহম্মদ শামিকে দিয়ে । শামির দুরন্ত বোলিংয়ের ঝলকানিতে প্রথমেই বিপাকে পড়ে দিল্লি ব্যাটিং । 4 ওভার বোলিং করলেন । খরচ করলেন মাত্র 15 রান । তুলে নিলেন 3টি মূল্যবান উইকেট । তার মধ্যে পৃথ্বী শ, শিমরান হেটমেয়ার ও শ্রেয়স আইয়ারের মতো বড় নাম আছে ।

দিল্লি ক্যাপিটালস
ম্যাচের দুই নায়ক

তবে শামির ধাক্কায় বেসামাল দিল্লি দলকে খাদের কিনারা থেকে তুলে আনলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। তবে বড় রানের দিকে নিয়ে যেতে পারলেন না দলকে । শেষ দিকে ঝড় তুললেন মার্কস স্টইনিস । মাত্র 21 বলে 53 রানের ইনিংস খেললেন তিনি । দলকে লড়াই করার মতো 157 রানের স্কোরে দাঁড় করালেন ।

শামি
দুরন্ত শামি

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ধৈর্যের সঙ্গে করলেও লোকেশ রাহুল আউট হতেই হোঁচট খেল পঞ্জাব ব্যাটিং । একে একে ফিরে গেলেন করুন নায়ার, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খানরা । এখানে জাদু দেখানেল অশ্বিন ৷ মাত্র 1 ওভার বল করে তুলে নিলেন দুই উইকেট ৷ তারপর চোটের কারণে মাঠ ছাড়তে হল তাঁকে ৷ অন্যদিকে ধরে খেলছিলেন মায়ঙ্ক । তবে শেষ দিকে ফের ম্যাজিক দেখালেন স্টইনিস । পরপর দুই বলে আগারওয়াল ও ক্রিস জর্ডনকে তুলে নিয়ে ম্যাচ নিয়ে গেলেন সুপার ওভারে ।

সুপার ওভারে ম্যাজিক দেখালেন রাবাডা । মাত্র 2 রানেই আটকে দিলেন কিংস ইলেভেন পঞ্জাবকে । প্রথমে ফিরলেন রাহুল । পরের বলেই আউট হলেন নিকোলাস পুরান ।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.