ETV Bharat / sports

India vs England: বিরাটের উইকেটের পর বাড়তি সেলিব্রেশন, কারণ জানালেন অ্যান্ডারসন - ভারত অধিনায়ক

বিরাট কোহলির উইকেটের মূল্য জিমি অ্যান্ডারসন এবং ইংল্যান্ডের অন্যান্য ক্রিকেটারদের কাছে অনেক ৷ ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফে লেখা কলামে এমনটাই জানিয়েছেন জিমি ৷ তাই বিরাটকে আউট করলে তিনি অতিরিক্ত উৎসাহের সঙ্গে সেলিব্রেশন করেন বলে জানিয়েছেন ব্রিটিশ সিমার ৷

want-to-show-virat-kohli-what-it-means-for-us-to-get-him-out-says-james-anderson
বিরাটকে দেখাতে চাই, তাঁকে আউট করা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ : জিমি অ্যান্ডারসন
author img

By

Published : Sep 2, 2021, 3:18 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর : বিরাট কোহলির উইকেট নেওয়ার পর জিমি অ্যান্ডারসনকে বহুবার অতি উৎসাহের সঙ্গে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে ৷ সেই সেলিব্রেশনের কারণ সম্পর্কে প্রথবার মুখ খুললেন 40 বছরের ব্রিটিশ সিমার ৷ জানালেন, বিরাটের উইকেট নেওয়ার ক্ষেত্রে তাঁর অনেক আবেগ জড়িয়ে রয়েছে ৷ প্রসঙ্গত, চলতি ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজে বিরাট কোহলিকে মোট 2 বার আউট করেছেন জিমি অ্যান্ডারসন ৷ যেখানে ভারত অধিনায়কের উইকেট নেওয়ার পর তাঁকে অতিরিক্ত আনন্দিত হতে দেখা গিয়েছে ৷

লিডসের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রথম তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে আউট করেছেন জিমি অ্যান্ডারসন ৷ যাঁদের মধ্যে বিরাট কোহলির উইকেটও ছিল ৷ প্রসঙ্গত, বাইশ গজে বিরাট কোহলি এবং জিমি অ্যান্ডারসনের মধ্যে কোনও বনিবনা নেই ৷ যা লর্ডসের দ্বিতীয় টেস্টে খুব ভাল করেই বোঝা গিয়েছিল ৷ যা নিয়ে অ্যান্ডারসন তাঁর একটি কলামে লিখেছেন, ‘‘যখন আমি লিডসের প্রথম ইনিংসে কোহলিকে আউট করি, সেই সময় আমি আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম ৷ যা ট্রেন্ট ব্রিজেও হয়েছিল ৷ আমি মনে করি ওঁর উইকেটের ক্ষেত্রে বিশেষ কিছু রয়েছে ৷ কারণ তিনি খুব ভাল খেলোয়াড় এবং ভারতের অধিনায়কও বটে ৷ আপনারা দেখেছেন, ওঁর দল উইকেট নিলে কতটা আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি ৷ তাই আমিও ওঁকে সেটা বোঝাতে চাই যে, ওঁর উইকেট কতটা আমার কাছে গুরুত্বপূর্ণ ৷’’

আরও পড়ুন : Afghanistan Cricket: আফগানিস্তান ক্রিকেট দলকে টেস্ট খেলার ছাড়পত্র তালিবানের

লিডসের হেডিংলি টেস্টে ইংল্যান্ডের ইনিংসে জয়ের রাস্তা তৈরি করেছিলেন জিমি অ্যান্ডারসন ৷ তিনি কে এল রাহুল, বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারার উইকেট নিয়েছিলেন ৷ সেই সঙ্গে মাত্র 6 রান দিয়েছিলেন ৷ তাঁর এই অসাধারণ বোলিং স্পেলে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল ৷ যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত ৷ তবে, দ্বিতীয় ইনিংসে ভারত কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ৷ যেখানে অধিনায়ক বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা এবং রোহিত শর্মা ভারতের হয়ে অর্ধ শতরান করেন ৷ কোহলি দ্বিতীয় ইনিংসে 55 রান করেছিলেন ৷ অলি রবিনসনের বলে তিনি আউট হন ৷ ওই ইনিংসে রবিনসন 5 উইকেট নিয়েছিলেন ৷

আরও পড়ুন : Cristiano Ronaldo : আলি দাই-কে টপকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর : বিরাট কোহলির উইকেট নেওয়ার পর জিমি অ্যান্ডারসনকে বহুবার অতি উৎসাহের সঙ্গে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে ৷ সেই সেলিব্রেশনের কারণ সম্পর্কে প্রথবার মুখ খুললেন 40 বছরের ব্রিটিশ সিমার ৷ জানালেন, বিরাটের উইকেট নেওয়ার ক্ষেত্রে তাঁর অনেক আবেগ জড়িয়ে রয়েছে ৷ প্রসঙ্গত, চলতি ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজে বিরাট কোহলিকে মোট 2 বার আউট করেছেন জিমি অ্যান্ডারসন ৷ যেখানে ভারত অধিনায়কের উইকেট নেওয়ার পর তাঁকে অতিরিক্ত আনন্দিত হতে দেখা গিয়েছে ৷

লিডসের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রথম তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে আউট করেছেন জিমি অ্যান্ডারসন ৷ যাঁদের মধ্যে বিরাট কোহলির উইকেটও ছিল ৷ প্রসঙ্গত, বাইশ গজে বিরাট কোহলি এবং জিমি অ্যান্ডারসনের মধ্যে কোনও বনিবনা নেই ৷ যা লর্ডসের দ্বিতীয় টেস্টে খুব ভাল করেই বোঝা গিয়েছিল ৷ যা নিয়ে অ্যান্ডারসন তাঁর একটি কলামে লিখেছেন, ‘‘যখন আমি লিডসের প্রথম ইনিংসে কোহলিকে আউট করি, সেই সময় আমি আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম ৷ যা ট্রেন্ট ব্রিজেও হয়েছিল ৷ আমি মনে করি ওঁর উইকেটের ক্ষেত্রে বিশেষ কিছু রয়েছে ৷ কারণ তিনি খুব ভাল খেলোয়াড় এবং ভারতের অধিনায়কও বটে ৷ আপনারা দেখেছেন, ওঁর দল উইকেট নিলে কতটা আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি ৷ তাই আমিও ওঁকে সেটা বোঝাতে চাই যে, ওঁর উইকেট কতটা আমার কাছে গুরুত্বপূর্ণ ৷’’

আরও পড়ুন : Afghanistan Cricket: আফগানিস্তান ক্রিকেট দলকে টেস্ট খেলার ছাড়পত্র তালিবানের

লিডসের হেডিংলি টেস্টে ইংল্যান্ডের ইনিংসে জয়ের রাস্তা তৈরি করেছিলেন জিমি অ্যান্ডারসন ৷ তিনি কে এল রাহুল, বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারার উইকেট নিয়েছিলেন ৷ সেই সঙ্গে মাত্র 6 রান দিয়েছিলেন ৷ তাঁর এই অসাধারণ বোলিং স্পেলে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল ৷ যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত ৷ তবে, দ্বিতীয় ইনিংসে ভারত কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ৷ যেখানে অধিনায়ক বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা এবং রোহিত শর্মা ভারতের হয়ে অর্ধ শতরান করেন ৷ কোহলি দ্বিতীয় ইনিংসে 55 রান করেছিলেন ৷ অলি রবিনসনের বলে তিনি আউট হন ৷ ওই ইনিংসে রবিনসন 5 উইকেট নিয়েছিলেন ৷

আরও পড়ুন : Cristiano Ronaldo : আলি দাই-কে টপকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.