ETV Bharat / sports

Virat Kohli: 50 ওভারে বিরাটের অধিনায়কত্ব কী সুরক্ষিত? কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা - রোহিত শর্মা

50 ওভারের ক্রিকেটেও বিরাট কোহলির অধিনায়কত্ব থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিসিসিআইয়ের একটি সূত্রের তরফে তেমনটাই দাবি করা হয়েছে ৷ বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে টি-20 বিশ্বকাপে ভারতের পারফরমেন্স খারাপ হলে কোহলিকে সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব হারাতে হত ৷ আর তার জন্যই আগাম টি-20’র অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন বিরাট ৷

Virat Kohli quits T20 captaincy but it might not safeguard 50 over leadership
50 ওভারে বিরাটের অধিনায়কত্ব কী সুরক্ষিত? উঠছে একাধিক প্রশ্ন
author img

By

Published : Sep 17, 2021, 1:24 PM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : টি-20 বিশ্বকাপের পর কুড়ি ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিরাট কোহলি ৷ কিন্তু, তাঁর এই সরে যাওয়া নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে ৷ ভারতীয় ক্রিকেটের অন্দরে গুঞ্জন 2023 বিশ্বকাপের আগে নিজের অধিনায়কত্ব বাঁচাতেই আগে থেকে টি-20 অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি ৷ বিরাট জানিয়েছিলেন, ব্যাটে ভারতের হয়ে আরও অবদান রাখতে নিজের উপর থেকে অধিনায়কত্বের চাপ কমাতে চাইছেন তিনি ৷ কিন্তু, বিরাটের এই সিদ্ধান্তের পিছনে একদিনের ক্রিকেটে দলে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর ৷

বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে ভারত যদি ভাল ফল করতে না পারে, তাহলে কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে ৷ এ বিষয়টি কোহলি ভাল করেই জানত ৷ আর তাই বিরাটকে সাদা বলের ক্রিকেটে ভাল পারফরমেন্স করতেই হত ৷ বিসিসিআই’র ওই সূত্রটি আরও জানিয়েছে, বিরাট কৌশলীভাবে তাঁর নিজের উপর থেকে অধিনায়কত্বের চাপ সরিয়ে নিয়েছেন ৷

আরও পড়ুন : Virat kohli : কোহলির নেতৃত্বে কুড়ি বিশে ভারতের 'বিরাট' সাফল্য, বিশ্বকাপ জিতলেই ষোলকলা পূর্ণ

ওই সূত্রের দাবি, তিনি নিজের উপর থেকে চাপ সরিয়ে নিলেন ৷ আর এটা বোঝাতে চাইলেন, তিনি দলে আছেন তাঁর নিজের শর্তে ৷ যদি, টি-20 ক্রিকেটে তাঁর ব্যাটিং পারফরমেন্স খারাপ হয় ৷ তাহলে 50 ওভারের ক্রিকেটের ক্ষেত্রে এটা তিনি করতে পারবেন না ৷ ফলে যদি বিসিসিআই যদি মনে করে তাহলে অদূর ভবিষ্যতে বিরাট কোহলিকে 50 ওভারের ক্রিকেট থেকেও সরিয়ে দিতে পারে ৷ আর তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷ কারণ, এটা ভারতীয় ক্রিকেট এবং এখানে কেউ ভাবার আগেই দ্রুত ভাগ্য বদলে যেতে পারে ৷

আরও পড়ুন : Virat Kohli: বিশ্বকাপের পরই টি-20র নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি

টি-20 বিশ্বকাপ না পেলে, 50 ওভারের ক্রিকেটে বিরাট কোহলি হয়তো একজন ব্যাটসম্যান হিসেবে দলে থেকে যেতে পারেন ৷ পাশাপাশি কোহলির পরিবর্ত হিসেবে তাঁর ডেপুটি রোহিত শর্মাকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে ৷ যিনি জানেন তাঁকে একটা তরুণ দল নিয়ে এগিয়ে যেতে হবে ৷ যেটা তিনি বছরের পর বছর ধরে আইপিএলে করে আসছেন ৷ বিসিসিআইয়ের ওই সূত্র আরও জানিয়েছে, ভারতীয় ক্রিকেটের একটা সবচেয়ে খারাপ সত্যি হল যে, বিরাট কোহলি ভারতীয় ড্রেসিং রুমে সবার সমর্থন পাচ্ছেন না ৷ আর এর পিছনে কারণ, তাঁর কাজ করার ধরন ৷

আরও পড়ুন : IND-NZ: স্থগিত হয়ে গেল আগামী বছর বিরাটদের নিউজিল্যান্ড সফর

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : টি-20 বিশ্বকাপের পর কুড়ি ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিরাট কোহলি ৷ কিন্তু, তাঁর এই সরে যাওয়া নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে ৷ ভারতীয় ক্রিকেটের অন্দরে গুঞ্জন 2023 বিশ্বকাপের আগে নিজের অধিনায়কত্ব বাঁচাতেই আগে থেকে টি-20 অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি ৷ বিরাট জানিয়েছিলেন, ব্যাটে ভারতের হয়ে আরও অবদান রাখতে নিজের উপর থেকে অধিনায়কত্বের চাপ কমাতে চাইছেন তিনি ৷ কিন্তু, বিরাটের এই সিদ্ধান্তের পিছনে একদিনের ক্রিকেটে দলে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর ৷

বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে ভারত যদি ভাল ফল করতে না পারে, তাহলে কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে ৷ এ বিষয়টি কোহলি ভাল করেই জানত ৷ আর তাই বিরাটকে সাদা বলের ক্রিকেটে ভাল পারফরমেন্স করতেই হত ৷ বিসিসিআই’র ওই সূত্রটি আরও জানিয়েছে, বিরাট কৌশলীভাবে তাঁর নিজের উপর থেকে অধিনায়কত্বের চাপ সরিয়ে নিয়েছেন ৷

আরও পড়ুন : Virat kohli : কোহলির নেতৃত্বে কুড়ি বিশে ভারতের 'বিরাট' সাফল্য, বিশ্বকাপ জিতলেই ষোলকলা পূর্ণ

ওই সূত্রের দাবি, তিনি নিজের উপর থেকে চাপ সরিয়ে নিলেন ৷ আর এটা বোঝাতে চাইলেন, তিনি দলে আছেন তাঁর নিজের শর্তে ৷ যদি, টি-20 ক্রিকেটে তাঁর ব্যাটিং পারফরমেন্স খারাপ হয় ৷ তাহলে 50 ওভারের ক্রিকেটের ক্ষেত্রে এটা তিনি করতে পারবেন না ৷ ফলে যদি বিসিসিআই যদি মনে করে তাহলে অদূর ভবিষ্যতে বিরাট কোহলিকে 50 ওভারের ক্রিকেট থেকেও সরিয়ে দিতে পারে ৷ আর তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷ কারণ, এটা ভারতীয় ক্রিকেট এবং এখানে কেউ ভাবার আগেই দ্রুত ভাগ্য বদলে যেতে পারে ৷

আরও পড়ুন : Virat Kohli: বিশ্বকাপের পরই টি-20র নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি

টি-20 বিশ্বকাপ না পেলে, 50 ওভারের ক্রিকেটে বিরাট কোহলি হয়তো একজন ব্যাটসম্যান হিসেবে দলে থেকে যেতে পারেন ৷ পাশাপাশি কোহলির পরিবর্ত হিসেবে তাঁর ডেপুটি রোহিত শর্মাকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে ৷ যিনি জানেন তাঁকে একটা তরুণ দল নিয়ে এগিয়ে যেতে হবে ৷ যেটা তিনি বছরের পর বছর ধরে আইপিএলে করে আসছেন ৷ বিসিসিআইয়ের ওই সূত্র আরও জানিয়েছে, ভারতীয় ক্রিকেটের একটা সবচেয়ে খারাপ সত্যি হল যে, বিরাট কোহলি ভারতীয় ড্রেসিং রুমে সবার সমর্থন পাচ্ছেন না ৷ আর এর পিছনে কারণ, তাঁর কাজ করার ধরন ৷

আরও পড়ুন : IND-NZ: স্থগিত হয়ে গেল আগামী বছর বিরাটদের নিউজিল্যান্ড সফর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.