ETV Bharat / sports

Dale Steyn : অবসরে ‘স্টেইন গান’ ! - ক্রিকেট থেকে অবসর ডেল স্টেইনের

ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ৷ আজ তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের পছন্দের ব্যান্ড কাউন্টিং ক্রোস-এর গানের লাইন তুলে ধরে আবেগঘনভাবে অবসরের কথা জানালেন স্টেইন গান ৷

south-african-legend-dale-steyn-retires from all form of Cricket
অবসরে ‘স্টেইন গান’ !
author img

By

Published : Aug 31, 2021, 7:58 PM IST

কেপটাউন, 31 অগস্ট : ক্রিকেটের সঙ্গে 20 বছরের সম্পর্ককে ছিন্ন করলেন দক্ষিণ আফ্রিকার পেস স্টার ডেল স্টেইন ৷ আজ নিজের সোশ্যাল মিডিয়ায় কেরিয়ারে শুরু দিন থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলির ছবি শেয়ার করেছেন ক্রিকেটের ‘স্টেইন গান’ ৷ আবেগঘন সেই পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার ৷ যার বলের গতি এবং সুইংয়ে তাবড় ব্যাটসম্যানদের পোক্ত ডিফেন্সেও ব্যর্থ হয়ে যেত ৷

অবসর ঘোষণা করতে গিয়ে, তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনে সতীর্থদের সঙ্গে কাটানো মুহূর্তগুলিকে শেয়ার করেছেন স্টেইন ৷ সেই ছবিগুলিতে রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের নেতৃত্বে প্রয়াত প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার সঙ্গে গোটা দলের ছবি ৷ রয়েছে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় এনে দেওয়ার মুহূর্ত ৷ সেই সঙ্গে তরুণ প্রজন্মের কাগিসো রাবাডা এবং লুঙ্গি এনগিডিদের তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার মুহূর্তও তুলে ধরেছেন তিনি ৷

সেই পোস্টে ডেল স্টেইন বলেন, ‘‘একটা দীর্ঘ শীত পেরিয়ে গেল এবং সেই বিশ্বাসেই যে, এ বছরটা হয় তো আরও ভাল কাটবে গতবারের থেকে ৷ আমি সব মুহূর্ত মনে রাখতে পারি না ৷ আমি নিজেকে সব সময় বলার চেষ্টা করি, এই মুহূর্তগুলিকে যদি ধরে রাখতে পারতাম ৷ দীর্ঘ 20 বছরের প্রশিক্ষণ, ম্যাচ, জেট ল্যাগ, সফর, জয়, হার, ব্যান্ডেজ বাঁধা পা, আনন্দ এবং ভাইয়ের মতো সম্পর্ক ৷ এখানে অনেক স্মৃতি রয়েছে বলার মতো ৷ অনেকগুলি মুখকে ধন্যবাদ বলার আছে ৷ তাই আমি অনুভব করলাম একটু বিশেষভাবে আমার পছন্দের ব্যান্ড ‘কাউন্টিং ক্রো’র ছন্দে শেষ করা যাক ৷ আজকে আমি যে খেলাটাকে সবচেয়ে বেশি ভালবাসি, আজ তার থেকে অবসর নিচ্ছি ৷’’

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : হাই জাম্পে জোড়া পদক; রুপো জয় থাঙ্গাভেলুর, শরদের ব্রোঞ্জ

পোস্টের শেষে নিজের পরিবার, সতীর্থ, অনুরাগী এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন স্টেইন গান ৷ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বোলিং পারফরমেন্স যে কোনও পেসারের ঈৎষার কারণ হতে পারে ৷ তিনি 93 টেস্ট ক্রিকেটে 439 উইকেট নিয়েছেন ৷ যার মধ্যে 26 বার ইনিংসে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ৷ আর ম্যাচে 10 উইকেট নিয়েছেন 5 বার ৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও সমানভাবে সফল স্টেইন ৷ তিনি 125 ওয়ান’ডে ম্যাচে 196 উইকেট নিয়েছেন ৷ যেখানে মোট 3 বার 5 উইকেট নিয়েছেন ৷

কেপটাউন, 31 অগস্ট : ক্রিকেটের সঙ্গে 20 বছরের সম্পর্ককে ছিন্ন করলেন দক্ষিণ আফ্রিকার পেস স্টার ডেল স্টেইন ৷ আজ নিজের সোশ্যাল মিডিয়ায় কেরিয়ারে শুরু দিন থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলির ছবি শেয়ার করেছেন ক্রিকেটের ‘স্টেইন গান’ ৷ আবেগঘন সেই পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার ৷ যার বলের গতি এবং সুইংয়ে তাবড় ব্যাটসম্যানদের পোক্ত ডিফেন্সেও ব্যর্থ হয়ে যেত ৷

অবসর ঘোষণা করতে গিয়ে, তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনে সতীর্থদের সঙ্গে কাটানো মুহূর্তগুলিকে শেয়ার করেছেন স্টেইন ৷ সেই ছবিগুলিতে রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের নেতৃত্বে প্রয়াত প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার সঙ্গে গোটা দলের ছবি ৷ রয়েছে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় এনে দেওয়ার মুহূর্ত ৷ সেই সঙ্গে তরুণ প্রজন্মের কাগিসো রাবাডা এবং লুঙ্গি এনগিডিদের তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার মুহূর্তও তুলে ধরেছেন তিনি ৷

সেই পোস্টে ডেল স্টেইন বলেন, ‘‘একটা দীর্ঘ শীত পেরিয়ে গেল এবং সেই বিশ্বাসেই যে, এ বছরটা হয় তো আরও ভাল কাটবে গতবারের থেকে ৷ আমি সব মুহূর্ত মনে রাখতে পারি না ৷ আমি নিজেকে সব সময় বলার চেষ্টা করি, এই মুহূর্তগুলিকে যদি ধরে রাখতে পারতাম ৷ দীর্ঘ 20 বছরের প্রশিক্ষণ, ম্যাচ, জেট ল্যাগ, সফর, জয়, হার, ব্যান্ডেজ বাঁধা পা, আনন্দ এবং ভাইয়ের মতো সম্পর্ক ৷ এখানে অনেক স্মৃতি রয়েছে বলার মতো ৷ অনেকগুলি মুখকে ধন্যবাদ বলার আছে ৷ তাই আমি অনুভব করলাম একটু বিশেষভাবে আমার পছন্দের ব্যান্ড ‘কাউন্টিং ক্রো’র ছন্দে শেষ করা যাক ৷ আজকে আমি যে খেলাটাকে সবচেয়ে বেশি ভালবাসি, আজ তার থেকে অবসর নিচ্ছি ৷’’

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : হাই জাম্পে জোড়া পদক; রুপো জয় থাঙ্গাভেলুর, শরদের ব্রোঞ্জ

পোস্টের শেষে নিজের পরিবার, সতীর্থ, অনুরাগী এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন স্টেইন গান ৷ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বোলিং পারফরমেন্স যে কোনও পেসারের ঈৎষার কারণ হতে পারে ৷ তিনি 93 টেস্ট ক্রিকেটে 439 উইকেট নিয়েছেন ৷ যার মধ্যে 26 বার ইনিংসে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ৷ আর ম্যাচে 10 উইকেট নিয়েছেন 5 বার ৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও সমানভাবে সফল স্টেইন ৷ তিনি 125 ওয়ান’ডে ম্যাচে 196 উইকেট নিয়েছেন ৷ যেখানে মোট 3 বার 5 উইকেট নিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.