হায়দরাবাদ, 5 জানুয়ারি: পাকিস্তানের খেলোয়াড়রা স্কুল-স্তরের খেলা খেলছেন। নিউজিল্যান্ডে সফরে পাকিস্তানের খারাপ পারফরমেন্স দেখে এমনই মন্তব্য করলেন শোয়েব আখতার। প্রাক্তন পাক পেসারের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড গড়পড়তা ক্রিকেটারদের পাঠিয়েছে।
প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টেও তাদের অবস্থা খুব খারাপ। পাকিস্তান 297 রানে অল আউট হয়ে যায়। নিউজিল্যান্ড পালটা ব্যাট করতে নেমে রানের পাহাড় খাড়া করেছে। 659/6 রানে ডিক্লেয়ার করেছে কিউইরা। 238 রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। সেঞ্চুরি করেছেন নিকোলাসও। তাঁর স্কোর 102 নট আউট। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে 362 রানে। ফলে পাকিস্তানের ইনিংসে হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
শোয়েব আখতার মঙ্গলবার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই তিনি পাকিস্তানের খেলার সমালোচনা করেছেন। পাকিস্তানের দলে গড়পড়তা খেলোয়াড় নেওয়া হয়েছে বলেই দলের পারফরমেন্স এমন গড়তাপড়তা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
-
Clubs teams would play better than this. pic.twitter.com/r9m4ekqbeq
— Shoaib Akhtar (@shoaib100mph) January 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Clubs teams would play better than this. pic.twitter.com/r9m4ekqbeq
— Shoaib Akhtar (@shoaib100mph) January 5, 2021Clubs teams would play better than this. pic.twitter.com/r9m4ekqbeq
— Shoaib Akhtar (@shoaib100mph) January 5, 2021
আরও পড়ুন: কেন উইলিয়ামসনের দুরন্ত সেঞ্চুরিতে বিপাকে পাকিস্তান
ক্রাইস্টচার্চে হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট। ওই টেস্টে মঙ্গলবার ছিল তৃতীয় দিন। দিনের শেষে পাকিস্তানের স্কোর 8/1। ইনিংস পরাজয় আটকাতে তাদের আরও 354 রান করতে হবে।