ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান দলে অধিনায়কের জায়গা ফাঁকা নেই, স্মিথকে জবাব ল্যাঙ্গারের

অস্ট্রেলিয়ান দলে অধিনায়কের জায়গা ফাঁকা নেই ৷ আর অস্ট্রেলিয়ার কাছে দু’জন খুব ভাল এবং যোগ্য অধিনায়ক রয়েছেন ৷ স্টিভ স্মিথের অধিনায়কত্ব করার ইচ্ছে প্রকাশে এভাবে জল ঢেলে দিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গার ৷

no captaincy position available in australian team says justin langer
‘‘অস্ট্রেলিয়ান দলে অধিনায়কের জায়গা ফাঁকা নেই’’, স্মিথকে জবাব ল্যাঙ্গারের
author img

By

Published : Mar 30, 2021, 9:24 PM IST

মেলবোর্ন, 30 মার্চ : টিম পেইন এবং অ্যারন ফিঞ্চের দায়িত্বশীল হাতে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট ৷ স্টিভ স্মিথের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার ইচ্ছাপ্রকাশের পর এমনটাই জবাব দিলেন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার ৷ যেখানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ান দলে অধিনায়কত্বের জন্য কোনও জায়গা ফাঁকা নেই ৷ প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে স্মিথ জানিয়েছিলেন, তিনি অস্ট্রেলিয়ান দলের অধিনায়কত্ব করতে মানসিকভাবে প্রস্তুত রয়েছেন ৷ যদি ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে সেই দায়িত্ব দেয়, তবে তিনি তা গ্রহণ করবেন ৷ তারই পরিপ্রেক্ষিতে আজ জাস্টিন ল্যাঙ্গার বুঝিয়ে দিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে টিম পেইন এবং ওয়ান’ডে ও টি-20 ম্যাচে অ্যারন ফিঞ্চের উপর ভরসা করে ৷

প্রসঙ্গত, স্মিথ ওই মিডিয়া আউলেটে জানিয়েছিলেন, ‘‘আমি সম্প্রতি অধিনায়কত্বের বিষয়ে অনে ভাবার সময় পেয়েছি ৷ আর তাই আমি এমন একটা জায়গায় রয়েছি, যেখানে আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দিলে, তা আমি গ্রহণ করতে রাজি আছি ৷’’ স্মিথের এই সাক্ষাৎকারের পরেই সংবাদ মাধ্যমগুলিতে হইচই পড়ে যায় ৷ প্রশ্ন ওঠে, তবে কি বল বিকৃতির কালো অধ্যায় ভুলে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ফের একবার অধিনায়ক হিসেবে স্মিথকে বেছে নিতে চলেছে ৷ কিন্তু, সেই জল্পনাকে গোড়াতেই উপড়ে ফললেন জাস্টিন ল্যাঙ্গার ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, অস্ট্রেলিয়া দলে অধিনায়কত্বের জন্য জায়গা ফাঁকা নেই ৷

আরও পড়ুন : আবারও অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে আগ্রহী স্মিথ

সেই সঙ্গে ল্যাঙ্গার এও বুঝিয়ে দিয়েছেন, আসন্ন টি-20 বিশ্বকাপ এবং অ্যাসেজ় সিরিজ়ে টিম ম্যানেজমেন্ট অ্যারন ফিঞ্চ এবং টিম পেইনের উপরেই আস্থা রাখছে ৷ এ নিয়ে ল্যাঙ্গার জানিয়েছেন, ‘‘আমাদের কাছে দু’জন খুব ভাল অধিনায়ক রয়েছেন ৷ দু’টো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আসছে ৷ যার একটা অ্যাসেজ় এবং আরেকটি টি-20 বিশ্বকাপ ৷’’

মেলবোর্ন, 30 মার্চ : টিম পেইন এবং অ্যারন ফিঞ্চের দায়িত্বশীল হাতে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট ৷ স্টিভ স্মিথের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার ইচ্ছাপ্রকাশের পর এমনটাই জবাব দিলেন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার ৷ যেখানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ান দলে অধিনায়কত্বের জন্য কোনও জায়গা ফাঁকা নেই ৷ প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে স্মিথ জানিয়েছিলেন, তিনি অস্ট্রেলিয়ান দলের অধিনায়কত্ব করতে মানসিকভাবে প্রস্তুত রয়েছেন ৷ যদি ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে সেই দায়িত্ব দেয়, তবে তিনি তা গ্রহণ করবেন ৷ তারই পরিপ্রেক্ষিতে আজ জাস্টিন ল্যাঙ্গার বুঝিয়ে দিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে টিম পেইন এবং ওয়ান’ডে ও টি-20 ম্যাচে অ্যারন ফিঞ্চের উপর ভরসা করে ৷

প্রসঙ্গত, স্মিথ ওই মিডিয়া আউলেটে জানিয়েছিলেন, ‘‘আমি সম্প্রতি অধিনায়কত্বের বিষয়ে অনে ভাবার সময় পেয়েছি ৷ আর তাই আমি এমন একটা জায়গায় রয়েছি, যেখানে আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দিলে, তা আমি গ্রহণ করতে রাজি আছি ৷’’ স্মিথের এই সাক্ষাৎকারের পরেই সংবাদ মাধ্যমগুলিতে হইচই পড়ে যায় ৷ প্রশ্ন ওঠে, তবে কি বল বিকৃতির কালো অধ্যায় ভুলে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ফের একবার অধিনায়ক হিসেবে স্মিথকে বেছে নিতে চলেছে ৷ কিন্তু, সেই জল্পনাকে গোড়াতেই উপড়ে ফললেন জাস্টিন ল্যাঙ্গার ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, অস্ট্রেলিয়া দলে অধিনায়কত্বের জন্য জায়গা ফাঁকা নেই ৷

আরও পড়ুন : আবারও অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে আগ্রহী স্মিথ

সেই সঙ্গে ল্যাঙ্গার এও বুঝিয়ে দিয়েছেন, আসন্ন টি-20 বিশ্বকাপ এবং অ্যাসেজ় সিরিজ়ে টিম ম্যানেজমেন্ট অ্যারন ফিঞ্চ এবং টিম পেইনের উপরেই আস্থা রাখছে ৷ এ নিয়ে ল্যাঙ্গার জানিয়েছেন, ‘‘আমাদের কাছে দু’জন খুব ভাল অধিনায়ক রয়েছেন ৷ দু’টো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আসছে ৷ যার একটা অ্যাসেজ় এবং আরেকটি টি-20 বিশ্বকাপ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.