ETV Bharat / sports

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সীমিত সংখ্যক দর্শক!

author img

By

Published : Mar 10, 2021, 5:29 PM IST

সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে সাউদাম্পটনে আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৷ আইসিসি-র তরফে এমনটাই জানানো হয়েছে ৷ তবে, পুরোটাই নির্ভর করছে ব্রিটিশ সরকার সে-দেশে চলা লকডাউন কতটা শিথিল করে তার উপরে ৷

limited-fans-to-be-allowed-in-stadium-for-wtc-final-in-southampton
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সীমিত সংখ্যক দর্শক!

সাউথাম্পটন, 10 মার্চ : আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সীমিত সংখ্যক দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে ৷ তবে, পুরো বিষয়টি নির্ভর করছে ইংল্যান্ডে করোনার দ্বিতীয় স্ট্রেনের সংক্রমণ কেমন অবস্থায় থাকে তার উপর ৷ তার থেকেও বড় বিষয় ব্রিটিশ সরকার ইংল্যান্ডে লাগু থাকা লকডাউনের নিয়ম কতটা শিথিল করছে তার উপর ৷

প্রসঙ্গত, দু’দিন আগেই আইসিসির তরফে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কেন্দ্র লর্ডস থেকে সরিয়ে সাউদাম্পটনের হ্যাম্পশায়ার অ্যাজ়েস বোলে সরিয়ে নিয়ে এসেছে ৷ লন্ডনে করোনার সংক্রমণ অত্যধিক হারে বাড়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ৷ ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থার ৷ সেখানে আইসিসি-র তরফে বলা হয়েছিল যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল নিরাপদে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় তারা ৷

আরও পড়ুন : লর্ডসে নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে সাউদাম্পটনে

সাউদাম্পটনে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও, সেই সংখ্যাটা কত তা এখনও বলা যাচ্ছে না ৷ মনে করা হচ্ছে 18 জুনের আগে সেখানকার করোনার সংক্রমণের হারের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সেক্ষেত্রে ব্রিটিশ সরকারের সাহায্য খুব করে প্রয়োজন পড়বে আইসিসি এবং ইংল্য়ান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ৷ 18 জুন থেকে 22 জুন পর্যন্ত সাউদাম্পটনের অ্যাজ়েস বোল স্টেডিয়ামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ ইংল্যান্ডের গরমে বৃষ্টির কারণে 23 জুনকে রিজার্ভ ডে হিসেবে রেখেছে আইসিসি ৷

সাউথাম্পটন, 10 মার্চ : আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সীমিত সংখ্যক দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে ৷ তবে, পুরো বিষয়টি নির্ভর করছে ইংল্যান্ডে করোনার দ্বিতীয় স্ট্রেনের সংক্রমণ কেমন অবস্থায় থাকে তার উপর ৷ তার থেকেও বড় বিষয় ব্রিটিশ সরকার ইংল্যান্ডে লাগু থাকা লকডাউনের নিয়ম কতটা শিথিল করছে তার উপর ৷

প্রসঙ্গত, দু’দিন আগেই আইসিসির তরফে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কেন্দ্র লর্ডস থেকে সরিয়ে সাউদাম্পটনের হ্যাম্পশায়ার অ্যাজ়েস বোলে সরিয়ে নিয়ে এসেছে ৷ লন্ডনে করোনার সংক্রমণ অত্যধিক হারে বাড়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ৷ ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থার ৷ সেখানে আইসিসি-র তরফে বলা হয়েছিল যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল নিরাপদে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় তারা ৷

আরও পড়ুন : লর্ডসে নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে সাউদাম্পটনে

সাউদাম্পটনে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও, সেই সংখ্যাটা কত তা এখনও বলা যাচ্ছে না ৷ মনে করা হচ্ছে 18 জুনের আগে সেখানকার করোনার সংক্রমণের হারের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সেক্ষেত্রে ব্রিটিশ সরকারের সাহায্য খুব করে প্রয়োজন পড়বে আইসিসি এবং ইংল্য়ান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ৷ 18 জুন থেকে 22 জুন পর্যন্ত সাউদাম্পটনের অ্যাজ়েস বোল স্টেডিয়ামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ ইংল্যান্ডের গরমে বৃষ্টির কারণে 23 জুনকে রিজার্ভ ডে হিসেবে রেখেছে আইসিসি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.