ETV Bharat / sports

শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শদাতা জ্যাক ক্যালিস

author img

By

Published : Dec 21, 2020, 8:14 PM IST

2 জানুয়ারি ইংল্যান্ড ক্রিকেট দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। সেই দলে খেলোয়াড়রা ছাড়া থাকবেন সাতজন কোচ। সেই সাতজনের মধ্যে একজন প্রাক্তন প্রোটিয়া এই ক্রিকেট তারকা জ্যাক ক্যালিস। তিনি এই প্রথমবার ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত হলেন।

kallis-appointed-england-batting-consultant-for-lanka-tour-next-month
শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শদাতা জ্যাক ক্যালিস

লন্ডন, 21 ডিসেম্বর: আগামী মাসে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। ওই সিরিজে ব্রিটিশদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হল জ্যাক ক্যালিসকে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তী ক্রিকেটারকে নতুন দায়িত্ব দেওয়ার কথা সোমবারই ঘোষণা করা হয়েছে।

দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, 2 জানুয়ারি ইংল্যান্ড ক্রিকেট দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। সেই দলে খেলোয়াড়রা ছাড়া থাকবেন সাতজন কোচ। সেই সাতজনের মধ্যে একজন প্রাক্তন প্রোটিয়া এই ক্রিকেট তারকা। তিনি এই প্রথমবার ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত হলেন।

ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ক্যালিসকে আগেও দেখা গিয়েছে। তবে তিনি তখন কাজ করছিলেন নিজের দেশের হয়ে। গত বছর দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলেছিল, সেখানেই ক্যালিস ছিলেন প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শদাতা।

জ্যাক ক্যালিস যখন খেলতেন, তখন শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও ভালো পারফর্ম করতেন তিনি। ক্যালিস 166টি টেস্ট খেলেছেন। রান করেছেন 13 হাজার 298। গড় ছিল 55.37। টেস্টে ক্যালিসের উইকেট সংখ্যা 292।

স্বাভাবিকেই ক্যালিসের অন্তর্ভুক্তি ইংল্যান্ডের শক্তিবৃদ্ধি করল। উপ মহাদেশে ভালো খেলার জন্য ব্যাটিংয়ের ত্রুটি বিচ্যুতি ঠিক করে নেওয়ার সুযোগও পাবে ইয়ন মর্গ্যানরা। শ্রীলঙ্কার পর ফেব্রুয়ারিতে ভারত সফরেও আসবে ইংল্যান্ড। সেই সফরেও কি ক্যালিস একই ভূমিকায় থাকবেন ? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও অধরা।

শ্রীলঙ্কায় ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু 14 জানুয়ারি। দ্বিতীয় টেস্ট 22-26 জানুয়ারি। ওই সফরে ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউডের সহকারী থাকবেন প্রাক্তন ইংল্য়ান্ড ব্যাটসম্যান পল কলিংউড। এই সফরে ইংল্যান্ডের বোলিং কোচ জন লুইস। স্পিন বোলিংয়ের কোচিংয়ে থাকবেন জিতিন প্যাটেল। আর ফিল্ডিং কোচ কার্ল হপকিন্স। আর উইকেট কিপার কোচ জেমস ফস্টার।

আরও পড়ুন: টেস্টে 1 নম্বরে থাকা স্মিথের আরও কাছে বিরাট

শ্রীলঙ্কায় ইংল্যান্ডের এই সফর নিয়ে অনিশ্চিয়তা ছিল। তবে সম্প্রতি শ্রীলঙ্কা সরকার এই নিয়ে সবুজ সংকেত দেয়।

লন্ডন, 21 ডিসেম্বর: আগামী মাসে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। ওই সিরিজে ব্রিটিশদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হল জ্যাক ক্যালিসকে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তী ক্রিকেটারকে নতুন দায়িত্ব দেওয়ার কথা সোমবারই ঘোষণা করা হয়েছে।

দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, 2 জানুয়ারি ইংল্যান্ড ক্রিকেট দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। সেই দলে খেলোয়াড়রা ছাড়া থাকবেন সাতজন কোচ। সেই সাতজনের মধ্যে একজন প্রাক্তন প্রোটিয়া এই ক্রিকেট তারকা। তিনি এই প্রথমবার ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত হলেন।

ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ক্যালিসকে আগেও দেখা গিয়েছে। তবে তিনি তখন কাজ করছিলেন নিজের দেশের হয়ে। গত বছর দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলেছিল, সেখানেই ক্যালিস ছিলেন প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শদাতা।

জ্যাক ক্যালিস যখন খেলতেন, তখন শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও ভালো পারফর্ম করতেন তিনি। ক্যালিস 166টি টেস্ট খেলেছেন। রান করেছেন 13 হাজার 298। গড় ছিল 55.37। টেস্টে ক্যালিসের উইকেট সংখ্যা 292।

স্বাভাবিকেই ক্যালিসের অন্তর্ভুক্তি ইংল্যান্ডের শক্তিবৃদ্ধি করল। উপ মহাদেশে ভালো খেলার জন্য ব্যাটিংয়ের ত্রুটি বিচ্যুতি ঠিক করে নেওয়ার সুযোগও পাবে ইয়ন মর্গ্যানরা। শ্রীলঙ্কার পর ফেব্রুয়ারিতে ভারত সফরেও আসবে ইংল্যান্ড। সেই সফরেও কি ক্যালিস একই ভূমিকায় থাকবেন ? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও অধরা।

শ্রীলঙ্কায় ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু 14 জানুয়ারি। দ্বিতীয় টেস্ট 22-26 জানুয়ারি। ওই সফরে ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউডের সহকারী থাকবেন প্রাক্তন ইংল্য়ান্ড ব্যাটসম্যান পল কলিংউড। এই সফরে ইংল্যান্ডের বোলিং কোচ জন লুইস। স্পিন বোলিংয়ের কোচিংয়ে থাকবেন জিতিন প্যাটেল। আর ফিল্ডিং কোচ কার্ল হপকিন্স। আর উইকেট কিপার কোচ জেমস ফস্টার।

আরও পড়ুন: টেস্টে 1 নম্বরে থাকা স্মিথের আরও কাছে বিরাট

শ্রীলঙ্কায় ইংল্যান্ডের এই সফর নিয়ে অনিশ্চিয়তা ছিল। তবে সম্প্রতি শ্রীলঙ্কা সরকার এই নিয়ে সবুজ সংকেত দেয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.