ETV Bharat / sports

Jasprit Bumrah: হেডিংলে টেস্টে কপিলকে টপকে যেতে পারেন বুমরাহ

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যে 12টি উইকেট সংগ্রহে বুমরাহ-র। ছন্দে থাকা বুমরাহ যদি লিডসের তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে আরও 5টি উইকেট নিতে পারেন, তবে টপকে যাবেন কপিলকে ৷

s
s
author img

By

Published : Aug 25, 2021, 1:16 PM IST

লিডস, 25 অগস্ট: নটিংহ্যাম টেস্টের দুই ইনিংসে 9টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অন্যদিকে লর্ডস টেস্টে নিয়েছেন 3টি উইকেট। সব মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যে 12টি উইকেট সংগ্রহে বুমরাহ-র। ছন্দে থাকা বুমরাহ যদি লিডসের তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে আরও 5টি উইকেট নিতে পারেন, তবে ভারতীয় পেসার হিসেবে একটি অনবদ্য রেকর্ড গড়ে ফেলবেন । সেক্ষেত্রে দ্রুততম ভারতীয় পেসার হিসেবে 100 টেস্ট উইকেট নেওয়ার নজির গড়বেন জসপ্রীত। পিছনে ফেলে দেবেন কিংবদন্তি কপিল দেবকে (Kapil Dev) ৷

জসপ্রীত বুমরাহ তাঁর উজ্জ্বল টেস্ট কেরিয়ারে এখনও অবধি 22 টেস্ট ম্যাচ খেলে 95টি উইকেট পেয়েছেন ৷ লিডসে 5 উইকেট নিজের ঝুলিতে নিতে পারলে 23 টেস্টে 100 উইকেটের মাইলস্টোন ছোঁবেন ৷ সেক্ষেত্রে তারকা পেসার দ্রুততম টেস্ট উইকেট নেওয়ার নজির গড়বেন ৷ এইসঙ্গে পেছনে ফেলে দেবেন কিংবদন্তি কপিল দেবকে ৷

আরও পড়ুন: India vs England : ভারতীয় পেসের ধাক্কায় বেসামাল ব্রিটিশ টপ অর্ডার, হাল ফেরাতে লড়াই রুট’র

ভারতীয় পেসারদের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে কম টেস্ট খেলে 100 উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে কপিলের দখলে। তিনি 25 টেস্টে এই মাইলস্টোন টপকে যান। মনে করা হচ্ছে, হেডিংলে টেস্টে সেই রেকর্ড নিজের দখলে নিতে পারেন বুমরাহ । সার্বিকভাবে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে কম টেস্ট খেলে 100 উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Rabi Chandra Ashwin) । তিনি 18টি টেস্টে এই মাইলস্টোন টপকে যান।

লিডস, 25 অগস্ট: নটিংহ্যাম টেস্টের দুই ইনিংসে 9টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অন্যদিকে লর্ডস টেস্টে নিয়েছেন 3টি উইকেট। সব মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যে 12টি উইকেট সংগ্রহে বুমরাহ-র। ছন্দে থাকা বুমরাহ যদি লিডসের তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে আরও 5টি উইকেট নিতে পারেন, তবে ভারতীয় পেসার হিসেবে একটি অনবদ্য রেকর্ড গড়ে ফেলবেন । সেক্ষেত্রে দ্রুততম ভারতীয় পেসার হিসেবে 100 টেস্ট উইকেট নেওয়ার নজির গড়বেন জসপ্রীত। পিছনে ফেলে দেবেন কিংবদন্তি কপিল দেবকে (Kapil Dev) ৷

জসপ্রীত বুমরাহ তাঁর উজ্জ্বল টেস্ট কেরিয়ারে এখনও অবধি 22 টেস্ট ম্যাচ খেলে 95টি উইকেট পেয়েছেন ৷ লিডসে 5 উইকেট নিজের ঝুলিতে নিতে পারলে 23 টেস্টে 100 উইকেটের মাইলস্টোন ছোঁবেন ৷ সেক্ষেত্রে তারকা পেসার দ্রুততম টেস্ট উইকেট নেওয়ার নজির গড়বেন ৷ এইসঙ্গে পেছনে ফেলে দেবেন কিংবদন্তি কপিল দেবকে ৷

আরও পড়ুন: India vs England : ভারতীয় পেসের ধাক্কায় বেসামাল ব্রিটিশ টপ অর্ডার, হাল ফেরাতে লড়াই রুট’র

ভারতীয় পেসারদের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে কম টেস্ট খেলে 100 উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে কপিলের দখলে। তিনি 25 টেস্টে এই মাইলস্টোন টপকে যান। মনে করা হচ্ছে, হেডিংলে টেস্টে সেই রেকর্ড নিজের দখলে নিতে পারেন বুমরাহ । সার্বিকভাবে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে কম টেস্ট খেলে 100 উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Rabi Chandra Ashwin) । তিনি 18টি টেস্টে এই মাইলস্টোন টপকে যান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.