লন্ডন, 26 অগস্ট: দ্বিতীয় দিনে চালকের আসনে ইংল্যান্ড ৷ গতকাল রোরি বার্নস এবং হাসিব হামিদের অর্ধশতরানের ফলে 120 রান সংগ্রহ করেছিল জোরুটের ছেলের ৷ আজ ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে 135 রানে ৷ 61 রানে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন রোরি বার্নস ৷
ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে গতকাল কার্যত অসহায় দেখিয়েছিল টিম ইন্ডিয়াকে ৷ দলের কেউই তেমন বড় রান পাননি ৷ তবে ভারতের তুলনায় ভাল শুরু করেছিল ইংল্যান্ডের ওপেনিং লাইন আপ ৷ রোরি বার্নস এবং হাসিব হামিদ অর্ধশতরান করেন ৷ হাসিব হামিদ 195 বল খেলে 68 রান সংগ্রহ করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়েনে ফিরে যান ৷ দাউদ মালানের সংগ্রহ 27 রান 49 বল খেলে ৷ মধ্যাহ্নভোজের পর সেঞ্চুরি করেন অধিনায়ক জো রুট ৷ এই নিয়ে ভারতের বিরুদ্ধে এই সিরিজে তিনটি টেস্টে তিন নম্বর সেঞ্চুরি হল তাঁর ৷ উল্টোদিকের ব্যাটসম্যানরা প্যাভিলিয়নে ফিরলেও তিনি একদিক ধরে রাখেন ৷ আউট হন 121 রান করে ৷ দ্বিতীয় দিনের শেষে আট উইকেটে 423 রান করেছে ইংল্যান্ড ৷ লিড 345 রানের ৷
আরও পড়ুন: দুই ওপেনারের সৌজন্যে প্রথম ইনিংসে ভাল শুরু করল ইংল্যান্ড
গতকাল 78 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস ৷ জেমস আন্ডারসন-সহ ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে ধরাশায়ী হয় টিম কোহলি ৷ রান পাননি অধিনায়ক কোহলি নিজেও ৷ কতদিনে আবার বড় রানের ইনিংস খেলবেন কোহলি, সেদিকেই তাকিয়ে টিম ম্যানেজমেন্ট ৷