ETV Bharat / sports

IND vs NZ : প্রথমবার ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরু করবেন সৌরভ

ইডেনে তৃতীয় টি-20 ম্যাচে ‘ইডেন বেল’ বাজাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সিএবি’র তরফে সৌরভের কাছে সেই আবেদন করা হয়েছে ৷ প্রসঙ্গত, সৌরভের হাত ধরেই ইডেন বেল বসলেও, প্রথমবার বাংলার মহারাজ এই বেল বাজাবেন ৷

BCCI President Sourav Ganguly to ring Eden Bell to commence third T20
তৃতীয় টি-20’তে প্রথমবার ইডেন বেল বাজাবেন সৌরভ
author img

By

Published : Nov 18, 2021, 8:13 PM IST

কলকাতা, 18 নভেম্বর : ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা হবে ইডেনে ৷ যে ম্যাচ শুরুর আগে ইডেন বেল বাজাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ইডেন বেল বসার পর প্রথমবার সৌরভ এই বেল বাজাবেন ৷ সিএবি’র সভাপতি থাকার সময় সৌরভ লর্ডসের আদল ইডেনের ক্লাব হাউসে এই বেল বসিয়েছিলেন ৷ কিন্তু, এতদিন নিজে সেই বেল কখনও বাজাননি ৷ তবে, এবার বিসিসিআই সভাপতি হিসেবে তাঁকে ইডেন বেল বাজানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে সিএবি ৷ আগামী 21 নভেম্বর ইডেনে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচ আয়োজিত হবে ৷

এই সিরিজে ইতিমধ্যে ভারত 1-0 তে এগিয়ে রয়েছে ৷ জয়পুরে প্রথম টি-20 ম্যাচে কিউইদের 5 উইকেটে হারিয়েছে ভারত ৷ যে ম্যাচে প্রথমে বল করে নিউজিল্যান্ডকে মাত্র 165 রানে আটকে দেন ভারতীয় বোলাররা ৷ জবাবে শেষ ওভারে 2 বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ ভারতের হয়ে বল হাতে সফল হয়েছেন টি-20 দলে প্রত্যাবর্তন করা রবিচন্দ্রন অশ্বিন এবং ভুবনেশ্বর কুমার ৷ অক্ষর প্যাটেল উইকেট না পেলেও ভাল বোলিং করেছেন ৷ ব্যাট হাতে অধিনায়ক রোহিত শর্মা 48 রান করেন ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদব 40 বলে 62 রানের ইনিংস খেলে ভারতের জয়কে সহজ করে দেন ৷ তিনিই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ৷

আরও পড়ুন : IND vs NZ : সূর্যের তেজে জয়েই যাত্রা শুরু কোচ দ্রাবিড়ের

19 নভেম্বর অর্থাৎ, আগামিকাল রাঁচিতে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নামবে ভারত ৷ যেখানে নিউজিল্যান্ড দল প্রত্যাবর্তনের আশায় নামবে ৷ অন্যদিকে, প্রথম ম্যাচে ব্যাট হাতে সফল নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল এবং চ্যাপম্যানকে দ্রুত ফেরিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলার কৌশল নিয়ে মাঠে নামবেন রোহিত-রাহুলরা ৷ সেই সঙ্গে সিরিজও নিজেদের নামে করতে চাইবে ভারত ৷

কলকাতা, 18 নভেম্বর : ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা হবে ইডেনে ৷ যে ম্যাচ শুরুর আগে ইডেন বেল বাজাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ইডেন বেল বসার পর প্রথমবার সৌরভ এই বেল বাজাবেন ৷ সিএবি’র সভাপতি থাকার সময় সৌরভ লর্ডসের আদল ইডেনের ক্লাব হাউসে এই বেল বসিয়েছিলেন ৷ কিন্তু, এতদিন নিজে সেই বেল কখনও বাজাননি ৷ তবে, এবার বিসিসিআই সভাপতি হিসেবে তাঁকে ইডেন বেল বাজানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে সিএবি ৷ আগামী 21 নভেম্বর ইডেনে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচ আয়োজিত হবে ৷

এই সিরিজে ইতিমধ্যে ভারত 1-0 তে এগিয়ে রয়েছে ৷ জয়পুরে প্রথম টি-20 ম্যাচে কিউইদের 5 উইকেটে হারিয়েছে ভারত ৷ যে ম্যাচে প্রথমে বল করে নিউজিল্যান্ডকে মাত্র 165 রানে আটকে দেন ভারতীয় বোলাররা ৷ জবাবে শেষ ওভারে 2 বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ ভারতের হয়ে বল হাতে সফল হয়েছেন টি-20 দলে প্রত্যাবর্তন করা রবিচন্দ্রন অশ্বিন এবং ভুবনেশ্বর কুমার ৷ অক্ষর প্যাটেল উইকেট না পেলেও ভাল বোলিং করেছেন ৷ ব্যাট হাতে অধিনায়ক রোহিত শর্মা 48 রান করেন ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদব 40 বলে 62 রানের ইনিংস খেলে ভারতের জয়কে সহজ করে দেন ৷ তিনিই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ৷

আরও পড়ুন : IND vs NZ : সূর্যের তেজে জয়েই যাত্রা শুরু কোচ দ্রাবিড়ের

19 নভেম্বর অর্থাৎ, আগামিকাল রাঁচিতে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নামবে ভারত ৷ যেখানে নিউজিল্যান্ড দল প্রত্যাবর্তনের আশায় নামবে ৷ অন্যদিকে, প্রথম ম্যাচে ব্যাট হাতে সফল নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল এবং চ্যাপম্যানকে দ্রুত ফেরিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলার কৌশল নিয়ে মাঠে নামবেন রোহিত-রাহুলরা ৷ সেই সঙ্গে সিরিজও নিজেদের নামে করতে চাইবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.