ETV Bharat / sports

Border-Gavaskar Trophy Triumph: ফিরে দেখা অজিদের ডেরায় প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের মুহূর্ত - চেতেশ্বর পূজারা

অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে 2018-19 সালে প্রথমবার টেস্ট সিরিজে হারায় (Indias First Border-Gavaskar Trophy Triumph at Australia in 2019) ৷ বিরাট কোহলির নেতৃত্বে প্রথমবার অজিদের ডেরায় বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারত ৷

Border-Gavaskar Trophy Triumph ETV BHARAT
Border-Gavaskar Trophy Triumph
author img

By

Published : Jan 9, 2023, 9:58 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: 9 ফেব্রুয়ারি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে 4 ম্যাচে টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ 2018-19 থেকে 2020-21 পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফির 2টি সিরিজে ভারত অপরাজিত রয়েছে (Indias First Border-Gavaskar Trophy Triumph at Australia in 2019) ৷ আর দু’টি সিরিজই অজিদের ঘরের মাঠে এসেছে ৷ আর 2018-19 সালের বর্ডার-গাভাসকর ট্রফি অস্ট্রেলিয়ার মাঠে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় ছিল ৷ যেখানে বিরাট কোহলির নেতৃত্বে তরুণ ভারতীয় দল অজিদের 2-1 ফলাফলে সিরিজ হারিয়েছিল ৷

অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারত জয় দিয়ে শুরু করেছিল ৷ ভারতের সেই জয়ের কান্ডারি ছিলেন চেতেশ্বর পূজারা ৷

অ্যাডিলেড টেস্ট ‘পূজারা শো’

Border-Gavaskar Trophy Triumph
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে পূজারার ম্যাচ উইনিং 123 রান

অ্যাডিলেডে প্রথম টেস্টে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ভারতের জয়ে প্রধান কারিগরের ভূমিকা নিয়েছিলেন ৷ প্রথম ইনিংসে তাঁর 123 রানের ইনিংসে ভর করে ভারত 250 রান তোলে ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 15 রানের লিড নেয় ভারত ৷ দ্বিতীয় ইনিংসে পূজারা অর্ধ শতরান করেন ৷ সেই সময় ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কর রাহানেও দুর্দান্ত ব্যাটিং করেন ৷ সব মিলিয়ে ভারত 323 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে ৷ যে রান মহম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে ডিফেন্ড করে ভারত ৷ 31 রানে ভারত অ্যাডিলেডে প্রথম টেস্ট জেতে ৷

পার্থ টেস্টে অধিনায়ক কোহলির সেঞ্চুরি

Border-Gavaskar Trophy Triumph
পার্থে দ্বিতীয় টেস্টে কোহলির (123 রান) সেঞ্চুরি

প্রথম টেস্টে ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেন ৷ তাঁর 123 রানের ইনিংসে ভারত দ্বিতীয় টেস্টে সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় ৷ তবে, তা সত্ত্বেও অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সুবিধে করতে পারেনি ভারত ৷ যার ফলে সফরকারী ভারতীয় দলকে পার্থ টেস্ট হারতে হয় ৷ এবং অস্ট্রেলিয়া সিরিজ 1-1 করে দেয় ৷

পার্থে নাথন লেয়নের স্পিনের জাল

Border-Gavaskar Trophy Triumph
পার্থে নাথন লেয়নের দাপট

বর্ডার-গাভাসকর সিরিজে ভারত অ্যাডিলেড টেস্ট জিতে পার্থে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে ৷ প্রথম ম্যাচ দুরন্ত জয়ের পর, ভারতীয় ক্রিকেট অনুরাগীরা আরও আশাবাদী হয়ে ওঠেন ৷ কিন্তু, পার্থের বাউন্সে ভরা উইকেটে পেসারদের বদলে দাপট দেখান নাথন লেয়ন ৷ প্রথম ইনিংসে 5 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 3 উইকেট নিয়ে ভারতকে প্রায় একার হাতে ম্যাচ থেকে দূরে করে দেন লেয়ন ৷ তিনি ম্যাচে 106 রান দিয়ে 8 উইকেট নেন ৷ আর ভারত 146 রানে ম্যাচ হারে ৷

এমসিজি-তে ব্যাটর-বোলারদের অলরাউন্ড পারফর্মেন্স

Border-Gavaskar Trophy Triumph
মেলবোর্নে তারকা পূজারা, কোহলি, রোহিত এবং বুমরা

পার্থ টেস্টে হারের পর মেলবোর্ন টেস্টে দারুণভাবে ফিরে আসে বিরাট কোহলির ভারতীয় দল ৷ প্রথম ম্যাচে সেঞ্চুরির পর তৃতীয় টেস্টেও 106 রান করেন তিনি ৷ এই ম্যাচে অধিনায়ক বিরাট 82 এবং রোহিত শর্মা 63 রান করেন ৷ ভারত প্রথম ইনিংসে 7 উইকেট হারিয়ে 443 রানে ডিক্লেয়ার করে ৷ আর জবাবে বুমরার 6 উইকেটের দাপটে মাত্র 151 রানে গুটিয়ে যায় ভারত ৷ প্রথম ইনিংসে 292 রানের লিড নেয় বিরাটরা ৷ এই জায়গা থেকে আর ফিরে আসতে পারেনি টিম পেইনের অস্ট্রেলিয়া ৷ 137 রানে মেলবোর্ন টেস্ট হারে অজিরা ৷

সিডনিতে পূজারা ও ঋষভের কামাল

Border-Gavaskar Trophy Triumph
সিডনির চতুর্থ টেস্টে পূজারা-পন্ত শো

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ তথা ফাইনাল টেস্টে ভারত মেলবোর্ন টেস্টের রেষ বজায় রাখে ৷ প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা বরফ শীতল 373 বলে 193 রানের ইনিংস এবং ঋষভ পন্তের বিস্ফোরক 189 বলে 159 রান করেন ৷ ভারত প্রথম ইনিংসে 7 উইকেট হারিয়ে 622 রানে ইনিংস ডিক্লেয়ার করে ৷

আরও পড়ুন: দ্বিতীয়বার ওই শট খেলতে পারবেন না বিরাট, টি-20 বিশ্বকাপের ছয় নিয়ে মত রউফের

কুলদীপের ঘূর্ণিতে বিপাকে ক্যাঙ্গারুরা

Border-Gavaskar Trophy Triumph
বৃষ্টিভেজা ড্র সিডনি টেস্টে 5 উইকেট কুলদীপের

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে একা শেষ করে দেন কুলদীপ যাদব ৷ বল বিকৃতিকাণ্ডের জেরে সাসপেন্ড স্মিথ এবং ওয়ার্নারের অনুপস্থিতিতে অজি ব্যাটিংয়ে বুল্ডোজার চালান কুলদীপ ৷ তাঁর 5 উইকেটের দাপটে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 300 রানে অল আউট হয়ে যায় ৷ ভারত প্রথম ইনিংসে 322 রানের লিড নিলেও, বৃষ্টিভেজা চতুর্থ টেস্ট ড্র হয় ৷ সেই সঙ্গে ভারত 2-1 অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ৷

এই সিরিজে ভারতের জয়ের পাশাপাশি, আরও একটি ইতিবাচক ছিল চেতেশ্বর পূজারার ব্যাটিং ৷ 193 রানের সুবাদে সিডনি টেস্টে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচে’র পাশাপাশি, ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হন চেতেশ্বর পূজারা ৷ এর পর 2020-21 সালেও আরও শক্তিশালী অস্ট্রেলিয়াকে অনভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে 2-1 সিরিজ জেতে ভারত ৷ তবে, সেই সিরিজে বিরাট কোহলি প্রথম ম্যাচের পর দেশে ফিরে এসেছিলেন ৷ তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে ৷

কলকাতা, 9 জানুয়ারি: 9 ফেব্রুয়ারি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে 4 ম্যাচে টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ 2018-19 থেকে 2020-21 পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফির 2টি সিরিজে ভারত অপরাজিত রয়েছে (Indias First Border-Gavaskar Trophy Triumph at Australia in 2019) ৷ আর দু’টি সিরিজই অজিদের ঘরের মাঠে এসেছে ৷ আর 2018-19 সালের বর্ডার-গাভাসকর ট্রফি অস্ট্রেলিয়ার মাঠে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় ছিল ৷ যেখানে বিরাট কোহলির নেতৃত্বে তরুণ ভারতীয় দল অজিদের 2-1 ফলাফলে সিরিজ হারিয়েছিল ৷

অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারত জয় দিয়ে শুরু করেছিল ৷ ভারতের সেই জয়ের কান্ডারি ছিলেন চেতেশ্বর পূজারা ৷

অ্যাডিলেড টেস্ট ‘পূজারা শো’

Border-Gavaskar Trophy Triumph
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে পূজারার ম্যাচ উইনিং 123 রান

অ্যাডিলেডে প্রথম টেস্টে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ভারতের জয়ে প্রধান কারিগরের ভূমিকা নিয়েছিলেন ৷ প্রথম ইনিংসে তাঁর 123 রানের ইনিংসে ভর করে ভারত 250 রান তোলে ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 15 রানের লিড নেয় ভারত ৷ দ্বিতীয় ইনিংসে পূজারা অর্ধ শতরান করেন ৷ সেই সময় ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কর রাহানেও দুর্দান্ত ব্যাটিং করেন ৷ সব মিলিয়ে ভারত 323 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে ৷ যে রান মহম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে ডিফেন্ড করে ভারত ৷ 31 রানে ভারত অ্যাডিলেডে প্রথম টেস্ট জেতে ৷

পার্থ টেস্টে অধিনায়ক কোহলির সেঞ্চুরি

Border-Gavaskar Trophy Triumph
পার্থে দ্বিতীয় টেস্টে কোহলির (123 রান) সেঞ্চুরি

প্রথম টেস্টে ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেন ৷ তাঁর 123 রানের ইনিংসে ভারত দ্বিতীয় টেস্টে সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় ৷ তবে, তা সত্ত্বেও অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সুবিধে করতে পারেনি ভারত ৷ যার ফলে সফরকারী ভারতীয় দলকে পার্থ টেস্ট হারতে হয় ৷ এবং অস্ট্রেলিয়া সিরিজ 1-1 করে দেয় ৷

পার্থে নাথন লেয়নের স্পিনের জাল

Border-Gavaskar Trophy Triumph
পার্থে নাথন লেয়নের দাপট

বর্ডার-গাভাসকর সিরিজে ভারত অ্যাডিলেড টেস্ট জিতে পার্থে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে ৷ প্রথম ম্যাচ দুরন্ত জয়ের পর, ভারতীয় ক্রিকেট অনুরাগীরা আরও আশাবাদী হয়ে ওঠেন ৷ কিন্তু, পার্থের বাউন্সে ভরা উইকেটে পেসারদের বদলে দাপট দেখান নাথন লেয়ন ৷ প্রথম ইনিংসে 5 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 3 উইকেট নিয়ে ভারতকে প্রায় একার হাতে ম্যাচ থেকে দূরে করে দেন লেয়ন ৷ তিনি ম্যাচে 106 রান দিয়ে 8 উইকেট নেন ৷ আর ভারত 146 রানে ম্যাচ হারে ৷

এমসিজি-তে ব্যাটর-বোলারদের অলরাউন্ড পারফর্মেন্স

Border-Gavaskar Trophy Triumph
মেলবোর্নে তারকা পূজারা, কোহলি, রোহিত এবং বুমরা

পার্থ টেস্টে হারের পর মেলবোর্ন টেস্টে দারুণভাবে ফিরে আসে বিরাট কোহলির ভারতীয় দল ৷ প্রথম ম্যাচে সেঞ্চুরির পর তৃতীয় টেস্টেও 106 রান করেন তিনি ৷ এই ম্যাচে অধিনায়ক বিরাট 82 এবং রোহিত শর্মা 63 রান করেন ৷ ভারত প্রথম ইনিংসে 7 উইকেট হারিয়ে 443 রানে ডিক্লেয়ার করে ৷ আর জবাবে বুমরার 6 উইকেটের দাপটে মাত্র 151 রানে গুটিয়ে যায় ভারত ৷ প্রথম ইনিংসে 292 রানের লিড নেয় বিরাটরা ৷ এই জায়গা থেকে আর ফিরে আসতে পারেনি টিম পেইনের অস্ট্রেলিয়া ৷ 137 রানে মেলবোর্ন টেস্ট হারে অজিরা ৷

সিডনিতে পূজারা ও ঋষভের কামাল

Border-Gavaskar Trophy Triumph
সিডনির চতুর্থ টেস্টে পূজারা-পন্ত শো

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ তথা ফাইনাল টেস্টে ভারত মেলবোর্ন টেস্টের রেষ বজায় রাখে ৷ প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা বরফ শীতল 373 বলে 193 রানের ইনিংস এবং ঋষভ পন্তের বিস্ফোরক 189 বলে 159 রান করেন ৷ ভারত প্রথম ইনিংসে 7 উইকেট হারিয়ে 622 রানে ইনিংস ডিক্লেয়ার করে ৷

আরও পড়ুন: দ্বিতীয়বার ওই শট খেলতে পারবেন না বিরাট, টি-20 বিশ্বকাপের ছয় নিয়ে মত রউফের

কুলদীপের ঘূর্ণিতে বিপাকে ক্যাঙ্গারুরা

Border-Gavaskar Trophy Triumph
বৃষ্টিভেজা ড্র সিডনি টেস্টে 5 উইকেট কুলদীপের

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে একা শেষ করে দেন কুলদীপ যাদব ৷ বল বিকৃতিকাণ্ডের জেরে সাসপেন্ড স্মিথ এবং ওয়ার্নারের অনুপস্থিতিতে অজি ব্যাটিংয়ে বুল্ডোজার চালান কুলদীপ ৷ তাঁর 5 উইকেটের দাপটে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 300 রানে অল আউট হয়ে যায় ৷ ভারত প্রথম ইনিংসে 322 রানের লিড নিলেও, বৃষ্টিভেজা চতুর্থ টেস্ট ড্র হয় ৷ সেই সঙ্গে ভারত 2-1 অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ৷

এই সিরিজে ভারতের জয়ের পাশাপাশি, আরও একটি ইতিবাচক ছিল চেতেশ্বর পূজারার ব্যাটিং ৷ 193 রানের সুবাদে সিডনি টেস্টে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচে’র পাশাপাশি, ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হন চেতেশ্বর পূজারা ৷ এর পর 2020-21 সালেও আরও শক্তিশালী অস্ট্রেলিয়াকে অনভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে 2-1 সিরিজ জেতে ভারত ৷ তবে, সেই সিরিজে বিরাট কোহলি প্রথম ম্যাচের পর দেশে ফিরে এসেছিলেন ৷ তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.