ETV Bharat / sports

AUS vs IND W : ঝুলনের বিতর্কিত নো-বলে অজিদের বিরুদ্ধে জয় হাতছাড়া ভারতের - ঝুলন গোস্বামী

বেথ মুনির দুরন্ত সেঞ্চুরিতে ওয়ান ডে-তে টানা 26 ম্যাচে জয়ের রেকর্ড অজি মহিলা ক্রিকেট দলের ৷ অস্ট্রেলিয়ার বিজয়রথ থামানোর সূবর্ণ সুযোগ হাতছাড়া করে ভারত মহিলা ব্রিগেড ৷ শুক্রবার মিতালি রাজদের পাঁচ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নেয় অস্ট্রেলিয়া ৷

AUS vs IND W
ঝুলনের বিতর্কিত নো-বলে অজিদের বিরুদ্ধে জয় হাতছাড়া ভারতের
author img

By

Published : Sep 24, 2021, 11:01 PM IST

ম্যাকে, 24 সেপ্টেম্বর : তীরে এসে তরী ডুবল ৷ প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হল ভারতের ৷ নিজের শেষ ওভারে 13 রান দিলেন ঝুলন গোস্বামী ৷ এখানেই শেষ নয়, ইনিংসের শেষ ডেলিভারি নো করেন ৷ ফলস্বরূপ জেতা ম্যাচ মাঠে রেখে এলেন ভারতীয় মেয়েরা ৷ রবিবার এখানেই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ৷

276 রান তাড়া করতে নেমে শুরু ভাল না-হলেও বেথ মুনির দুরন্ত শতরানে ম্যাচ ও সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া ৷ 125 রানের ম্যারাথন ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অজি ওপেনার ৷ 133 বলের ইনিংসে 12টি বাউন্ডারি মারেন তিনি ৷ মাত্র 52 রান চার উইকেট হারালেও মুনি ও তাহলিয়া ম্যাকগ্রার অনবদ্য পার্টনারশিপে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া ৷ 74 রানের দুরন্ত ইনিংস খেলেন ম্যাকগ্রা ৷

মুনি ও ম্যাকগ্রার লড়াই সত্ত্বেও জেতার পরিস্থিতি ছিল মিতালিদের ৷ কারণ শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রলিয়ার দরকার ছিল 13 রান ৷ অভিজ্ঞ ঝুলনের হাতে বল তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন মিতালি ৷ মুনির দুরন্ত ব্য়াটিংয়ে জয়ের দোরগোড়ায় চলে আসে অস্ট্রেলিয়া ৷ তবে শেষ বলে অজিদের জয়ের জন্য দরকার ছিল 3 রান ৷ শেষ ডেলিভারি ফুলটস দেন ঝুলন ৷ তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন মুনি ৷ কিন্তু তৃতীয় আম্পায়ার নো-বলের দেওয়ার ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যায় ৷ ফলে শেষ বলে দু'রান করে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ যদিও ভারতীয় দলের দাবি, এটা নো-বল ছিল না ৷

আরও পড়ুন : রানে ফিরলেন বিরাট, ধোনিদের 157 রানের টার্গেট দিল আরসিবি

এদিন প্রথম ব্যাট করে 7 উইকেট হারিয়ে 274 রান তুলেছিল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সর্বোচ্চ ওয়ান ডে স্কোর। এর আগে 2016 সালে হোবার্টে ভারত 8 উইকেটে 252 রান করেছিল। এতদিন যা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের মহিলা দলের সর্বোচ্চ ওয়ান ডে স্কোর ৷ এদিন সেই রেকর্ড ভাঙে মিতালি অ্যান্ড কোং। 94 বলে 86 রানের দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা ৷ এছাড়া বঙ্গতনয়া রিচা ঘোয 50 বলে 44 রান করেন ৷ 25 বলে 28 রানের অপরাজিত ইনিংস খেলেন ঝুলন ৷

ম্যাকে, 24 সেপ্টেম্বর : তীরে এসে তরী ডুবল ৷ প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হল ভারতের ৷ নিজের শেষ ওভারে 13 রান দিলেন ঝুলন গোস্বামী ৷ এখানেই শেষ নয়, ইনিংসের শেষ ডেলিভারি নো করেন ৷ ফলস্বরূপ জেতা ম্যাচ মাঠে রেখে এলেন ভারতীয় মেয়েরা ৷ রবিবার এখানেই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ৷

276 রান তাড়া করতে নেমে শুরু ভাল না-হলেও বেথ মুনির দুরন্ত শতরানে ম্যাচ ও সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া ৷ 125 রানের ম্যারাথন ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অজি ওপেনার ৷ 133 বলের ইনিংসে 12টি বাউন্ডারি মারেন তিনি ৷ মাত্র 52 রান চার উইকেট হারালেও মুনি ও তাহলিয়া ম্যাকগ্রার অনবদ্য পার্টনারশিপে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া ৷ 74 রানের দুরন্ত ইনিংস খেলেন ম্যাকগ্রা ৷

মুনি ও ম্যাকগ্রার লড়াই সত্ত্বেও জেতার পরিস্থিতি ছিল মিতালিদের ৷ কারণ শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রলিয়ার দরকার ছিল 13 রান ৷ অভিজ্ঞ ঝুলনের হাতে বল তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন মিতালি ৷ মুনির দুরন্ত ব্য়াটিংয়ে জয়ের দোরগোড়ায় চলে আসে অস্ট্রেলিয়া ৷ তবে শেষ বলে অজিদের জয়ের জন্য দরকার ছিল 3 রান ৷ শেষ ডেলিভারি ফুলটস দেন ঝুলন ৷ তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন মুনি ৷ কিন্তু তৃতীয় আম্পায়ার নো-বলের দেওয়ার ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যায় ৷ ফলে শেষ বলে দু'রান করে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ যদিও ভারতীয় দলের দাবি, এটা নো-বল ছিল না ৷

আরও পড়ুন : রানে ফিরলেন বিরাট, ধোনিদের 157 রানের টার্গেট দিল আরসিবি

এদিন প্রথম ব্যাট করে 7 উইকেট হারিয়ে 274 রান তুলেছিল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সর্বোচ্চ ওয়ান ডে স্কোর। এর আগে 2016 সালে হোবার্টে ভারত 8 উইকেটে 252 রান করেছিল। এতদিন যা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের মহিলা দলের সর্বোচ্চ ওয়ান ডে স্কোর ৷ এদিন সেই রেকর্ড ভাঙে মিতালি অ্যান্ড কোং। 94 বলে 86 রানের দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা ৷ এছাড়া বঙ্গতনয়া রিচা ঘোয 50 বলে 44 রান করেন ৷ 25 বলে 28 রানের অপরাজিত ইনিংস খেলেন ঝুলন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.