ETV Bharat / sports

Best Wishes to Jhulan: ঝুলনকে তাঁর অবসরে আগামীর শুভেচ্ছা ভারতীয় ক্রিকেটের

ঝুলন গোস্বামীকে তাঁর অবসরে অভিনন্দন জানাল ভারতীয় ক্রিকেটমহল ৷ সেই সঙ্গে আগামী দিনের জন্য চাকদা এক্সপ্রেসকে শুভেচ্ছা জানিয়েছেন, সচিন, বিরাট, সৌরভ এবং মিতালিরীরা (Best Wishes to Jhulan Goswami for Retirement) ৷

Indian Cricket Fraternity Send Best Wishes to Jhulan Goswami for Retirement
Indian Cricket Fraternity Send Best Wishes to Jhulan Goswami for Retirement
author img

By

Published : Sep 25, 2022, 1:48 PM IST

Updated : Sep 25, 2022, 7:30 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: 20 বছরের লম্বা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন ঝুলন গোস্বামী ৷ শনিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক একদিনের ক্রিকেট খেলতে নেমেছিলেন ৷ যে ম্যাচ জিতে ঝুলনকে তাঁর বিদায়ী সিরিজ 0-3 ফলাফলে উপহার দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ আর ভারতীয় মহিলা ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সেবা করে আসা ঝুলনকে আগামীর শুভেচ্ছা জানাতে ভুলল না ভারতীয় ক্রিকেটমহল (Best Wishes to Jhulan Goswami for Retirement) ৷

এদিন ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণরা ৷ সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া ঝুলনের সতীর্থ মিতালি রাজও চাকদা এক্সপ্রেসকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

এ দিন সচিন তাঁর টুইটে লিখেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছ তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ ৷ একটা অসাধারণ কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন ঝুলন ৷’’

  • A great servant of Indian cricket. Congratulations on an outstanding career, inspiring so many women to take up the sport. Your grit and aggression always stood out. I wish you the very best. @JhulanG10 🙌🇮🇳

    — Virat Kohli (@imVkohli) September 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরাট কোহলি (Virta Kohli) তাঁর টুইটে লেখেন, ‘‘ভারতীয় ক্রিকেটের একজন মহান সেবক ৷ একটি অসাধারণ কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন ৷ খেলাটাকে গ্রহণ করার জন্য অনেক মহিলার কাছে তুমি অনুপ্রেরণা হয়ে উঠেছ ৷"

  • You've inspired generations @JhulanG10!
    For 20 years you've ran in hard and delivered the best for your country and we couldn't be more proud. Many congratulations on a wonderful career and best wishes for the road ahead! pic.twitter.com/WaZByXuZTX

    — VVS Laxman (@VVSLaxman281) September 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন,"তোমার আগ্রাসী মনোভাব এবং খিদেকে সেলাম ৷ তোমার আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল ৷’’

  • Her longevity as a fast bowler in women's cricket is beyond belief. We have played together since our Under-19 days & @JhulanG10's commitment to the game & her eternal optimism are lessons for all. The Indian jersey will miss you. Best wishes for your future endeavours, Jhulu. pic.twitter.com/sckOdIXoSI

    — Mithali Raj (@M_Raj03) September 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ ঝুলনে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘প্রতিটি প্রজন্মকে তুমি অনুপ্রেরণা দেবে ঝুলন ৷ গত 20 বছর ধরে তুমি শক্ত থেকে দৌড়ে গিয়েছ এবং নিজের দেশের জন্য সেরাটা দিয়েছ ৷ এর থেকে বেশি গর্বতি আমাদের আর কিছুই করতে পারে না ৷ সুন্দর একটা কেরিয়ারের জন্য অনেক অভিনন্দন ৷ আর আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল ৷’’

  • I won’t be surprised if this picture is framed and put up by Jhulan in her living room. Her love affair with England, the Lord’s cricket ground, wearing an Indian shirt perfectly sums up her journey. Farewell JG! You were brilliant @JhulanG10 pic.twitter.com/MgSfZnTRkh

    — Anjum Chopra (@chopraanjum) September 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত

ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থরাও ৷ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) তাঁর বন্ধুকে আগামীর শুভেচ্ছা জানিয়েছেন ৷ মিতালি লেখেন, ‘‘মহিলা ক্রিকেটে একজন ফাস্ট বোলার হিসেবে ওঁর এত দীর্ঘ কেরিয়ার অবিশ্বাস্য ৷ অনূর্ধ্ব-19 এর দিন থেকে একসঙ্গে খেলেছি আমরা ৷ আর নিজের খেলার প্রতি ঝুলনের দায়বদ্ধতা শেখার মতো ৷ ভারতীয় জার্সি তোমাকে মিস করবে ৷ আগামী অ্যাডভেঞ্চারের জন্য তোমাকে শুভেচ্ছা, ঝুলু ৷’’

ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর আরেক প্রাক্তন সতীর্থ অঞ্জুম চোপড়া ৷ তিনি লেখেন, ‘‘আমি অবাক হব না, যদি ঝুলন ওর বৈঠকখানায় এই ছবিটা ফ্রেম করে রাখে ৷ ইংল্যান্ড, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের প্রতি ভালোবাসা এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরার স্বপ্ন, একদম নিখুঁতভাবে সবকিছুর সমাধান হল ৷ অবসরের অভিনন্দন জেজি (ঝুলন গোস্বামী) ৷ তুমি অসাধারণ ছিলে ঝুলন ৷’’

এদিন ঝুলনকে তাঁর আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ লিখেছেন, ‘‘অসাধারণ কেরিয়ার... আরও ভালো বিষয়, এর শেষটা হল একটা জয় দিয়ে ৷ ব্যক্তিগতভাবেও একটা ভালো সিরিজের স্মৃতি সঙ্গে নিয়ে গেল ৷ তুমি দশকে পর দশক ধরে ভারতীয় মহিলা ক্রিকেটের অনুপ্রেরণা হয়ে থাকবে ৷’’

আরও পড়ুন: দাদার শুরু-দিদির শেষ, বাঙালির ক্রিকেট রোম্যান্সের সাক্ষী লর্ডস

কলকাতা, 25 সেপ্টেম্বর: 20 বছরের লম্বা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন ঝুলন গোস্বামী ৷ শনিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক একদিনের ক্রিকেট খেলতে নেমেছিলেন ৷ যে ম্যাচ জিতে ঝুলনকে তাঁর বিদায়ী সিরিজ 0-3 ফলাফলে উপহার দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ আর ভারতীয় মহিলা ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সেবা করে আসা ঝুলনকে আগামীর শুভেচ্ছা জানাতে ভুলল না ভারতীয় ক্রিকেটমহল (Best Wishes to Jhulan Goswami for Retirement) ৷

এদিন ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণরা ৷ সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া ঝুলনের সতীর্থ মিতালি রাজও চাকদা এক্সপ্রেসকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

এ দিন সচিন তাঁর টুইটে লিখেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছ তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ ৷ একটা অসাধারণ কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন ঝুলন ৷’’

  • A great servant of Indian cricket. Congratulations on an outstanding career, inspiring so many women to take up the sport. Your grit and aggression always stood out. I wish you the very best. @JhulanG10 🙌🇮🇳

    — Virat Kohli (@imVkohli) September 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরাট কোহলি (Virta Kohli) তাঁর টুইটে লেখেন, ‘‘ভারতীয় ক্রিকেটের একজন মহান সেবক ৷ একটি অসাধারণ কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন ৷ খেলাটাকে গ্রহণ করার জন্য অনেক মহিলার কাছে তুমি অনুপ্রেরণা হয়ে উঠেছ ৷"

  • You've inspired generations @JhulanG10!
    For 20 years you've ran in hard and delivered the best for your country and we couldn't be more proud. Many congratulations on a wonderful career and best wishes for the road ahead! pic.twitter.com/WaZByXuZTX

    — VVS Laxman (@VVSLaxman281) September 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন,"তোমার আগ্রাসী মনোভাব এবং খিদেকে সেলাম ৷ তোমার আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল ৷’’

  • Her longevity as a fast bowler in women's cricket is beyond belief. We have played together since our Under-19 days & @JhulanG10's commitment to the game & her eternal optimism are lessons for all. The Indian jersey will miss you. Best wishes for your future endeavours, Jhulu. pic.twitter.com/sckOdIXoSI

    — Mithali Raj (@M_Raj03) September 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ ঝুলনে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘প্রতিটি প্রজন্মকে তুমি অনুপ্রেরণা দেবে ঝুলন ৷ গত 20 বছর ধরে তুমি শক্ত থেকে দৌড়ে গিয়েছ এবং নিজের দেশের জন্য সেরাটা দিয়েছ ৷ এর থেকে বেশি গর্বতি আমাদের আর কিছুই করতে পারে না ৷ সুন্দর একটা কেরিয়ারের জন্য অনেক অভিনন্দন ৷ আর আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল ৷’’

  • I won’t be surprised if this picture is framed and put up by Jhulan in her living room. Her love affair with England, the Lord’s cricket ground, wearing an Indian shirt perfectly sums up her journey. Farewell JG! You were brilliant @JhulanG10 pic.twitter.com/MgSfZnTRkh

    — Anjum Chopra (@chopraanjum) September 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত

ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থরাও ৷ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) তাঁর বন্ধুকে আগামীর শুভেচ্ছা জানিয়েছেন ৷ মিতালি লেখেন, ‘‘মহিলা ক্রিকেটে একজন ফাস্ট বোলার হিসেবে ওঁর এত দীর্ঘ কেরিয়ার অবিশ্বাস্য ৷ অনূর্ধ্ব-19 এর দিন থেকে একসঙ্গে খেলেছি আমরা ৷ আর নিজের খেলার প্রতি ঝুলনের দায়বদ্ধতা শেখার মতো ৷ ভারতীয় জার্সি তোমাকে মিস করবে ৷ আগামী অ্যাডভেঞ্চারের জন্য তোমাকে শুভেচ্ছা, ঝুলু ৷’’

ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর আরেক প্রাক্তন সতীর্থ অঞ্জুম চোপড়া ৷ তিনি লেখেন, ‘‘আমি অবাক হব না, যদি ঝুলন ওর বৈঠকখানায় এই ছবিটা ফ্রেম করে রাখে ৷ ইংল্যান্ড, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের প্রতি ভালোবাসা এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরার স্বপ্ন, একদম নিখুঁতভাবে সবকিছুর সমাধান হল ৷ অবসরের অভিনন্দন জেজি (ঝুলন গোস্বামী) ৷ তুমি অসাধারণ ছিলে ঝুলন ৷’’

এদিন ঝুলনকে তাঁর আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ লিখেছেন, ‘‘অসাধারণ কেরিয়ার... আরও ভালো বিষয়, এর শেষটা হল একটা জয় দিয়ে ৷ ব্যক্তিগতভাবেও একটা ভালো সিরিজের স্মৃতি সঙ্গে নিয়ে গেল ৷ তুমি দশকে পর দশক ধরে ভারতীয় মহিলা ক্রিকেটের অনুপ্রেরণা হয়ে থাকবে ৷’’

আরও পড়ুন: দাদার শুরু-দিদির শেষ, বাঙালির ক্রিকেট রোম্যান্সের সাক্ষী লর্ডস

Last Updated : Sep 25, 2022, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.