ETV Bharat / sports

IND vs SL 2nd T20I : সিরিজ জয় নিশ্চিত করতে টস জিতে ফিল্ডিং ভারতের - সিরিজ জয় নিশ্চিত করতে টস জিতে ফিল্ডিং ভারতের

লখনউয়ে প্রথম ম্যাচে সহজ জয়ের পর একাদশে কোনওরকম পরিবর্তন ছাড়াই ধরমশালায় দ্বিতীয় ম্যাচে নামল 'মেন ইন ব্লু' (India made no change in their playing xi) ৷

IND vs SL 2nd T20I
সিরিজ জয় নিশ্চিত করতে টস জিতে ফিল্ডিং ভারতের
author img

By

Published : Feb 26, 2022, 6:44 PM IST

Updated : Feb 26, 2022, 7:06 PM IST

ধরমশালা, 26 ফেব্রুয়ারি : শনিবার ধরমশালায় দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ জয় নিশ্চিত করে ফেলার লক্ষ্যে টিম ইন্ডিয়া ৷ সেই লক্ষ্যে টস জিতে সফরকারী দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন রোহিত শর্মা (India win the toss and elect to field at Dharamsala) ৷ কয়েকঘণ্টা আগেই চোটের কারণে টি-20 সিরিজের স্কোয়াডে থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ৷ যদিও এদিন একাদশ নির্বাচনে সেই প্রভাব পড়ল না কোনওভাবেই ৷ লখনউয়ে প্রথম ম্যাচে সহজ জয়ের পর একাদশে কোনওরকম পরিবর্তন ছাড়াই ধরমশালায় দ্বিতীয় ম্যাচে নামল 'মেন ইন ব্লু' (India made no change in their playing xi) ৷

লখনউ থেকে হিমাচলে পা-দেওয়ার পর থেকে আবহাওয়া অনেক বড় চ্যালেঞ্জ দু'দলের কাছে ৷ এদিন টস জয়ের পর সে কথাই শোনা গেল রোহিতের গলায় ৷ ভারত অধিনায়ক জানালেন, সময়েক সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা বাড়বে ৷ তবে আমাদের তৈরি থাকতে হবে ৷ একইসঙ্গে ম্যাচের ফলাফলের কারণ হিসেবে আবহাওয়াকে কাঠগড়ায় তোলার পক্ষপাতী নন তিনি ৷

বৃষ্টির জেরে সকাল থেকে পিচ ঢাকা থাকায় টস জিতলে তার ফায়দা তুলতেন আশালঙ্কারাও ৷ টস হেরে সিংহলি অধিনায়ক জানালেন টস জিতলে ভারতকে ব্যাটিংয়ে পাঠাতেন তারাও ৷ সিরিজে টিকে থাকার লক্ষ্যে দু'টি পরিবর্তন নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা ৷ একাদশে এলেন বুনুরা ফার্নান্দো এবং দানুশকা গুণাথিলাকা ৷

একনজরে ভারতীয় একাদশ : রোহিত (অধিনায়ক), ইশান (উইকেটরক্ষক), শ্রেয়স, সঞ্জু, জাদেজা, ভেঙ্কটেশ, হুডা, হর্ষল, ভুবনেশ্বর, জসপ্রীত, চাহাল ৷

ধরমশালা, 26 ফেব্রুয়ারি : শনিবার ধরমশালায় দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ জয় নিশ্চিত করে ফেলার লক্ষ্যে টিম ইন্ডিয়া ৷ সেই লক্ষ্যে টস জিতে সফরকারী দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন রোহিত শর্মা (India win the toss and elect to field at Dharamsala) ৷ কয়েকঘণ্টা আগেই চোটের কারণে টি-20 সিরিজের স্কোয়াডে থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ৷ যদিও এদিন একাদশ নির্বাচনে সেই প্রভাব পড়ল না কোনওভাবেই ৷ লখনউয়ে প্রথম ম্যাচে সহজ জয়ের পর একাদশে কোনওরকম পরিবর্তন ছাড়াই ধরমশালায় দ্বিতীয় ম্যাচে নামল 'মেন ইন ব্লু' (India made no change in their playing xi) ৷

লখনউ থেকে হিমাচলে পা-দেওয়ার পর থেকে আবহাওয়া অনেক বড় চ্যালেঞ্জ দু'দলের কাছে ৷ এদিন টস জয়ের পর সে কথাই শোনা গেল রোহিতের গলায় ৷ ভারত অধিনায়ক জানালেন, সময়েক সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা বাড়বে ৷ তবে আমাদের তৈরি থাকতে হবে ৷ একইসঙ্গে ম্যাচের ফলাফলের কারণ হিসেবে আবহাওয়াকে কাঠগড়ায় তোলার পক্ষপাতী নন তিনি ৷

বৃষ্টির জেরে সকাল থেকে পিচ ঢাকা থাকায় টস জিতলে তার ফায়দা তুলতেন আশালঙ্কারাও ৷ টস হেরে সিংহলি অধিনায়ক জানালেন টস জিতলে ভারতকে ব্যাটিংয়ে পাঠাতেন তারাও ৷ সিরিজে টিকে থাকার লক্ষ্যে দু'টি পরিবর্তন নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা ৷ একাদশে এলেন বুনুরা ফার্নান্দো এবং দানুশকা গুণাথিলাকা ৷

একনজরে ভারতীয় একাদশ : রোহিত (অধিনায়ক), ইশান (উইকেটরক্ষক), শ্রেয়স, সঞ্জু, জাদেজা, ভেঙ্কটেশ, হুডা, হর্ষল, ভুবনেশ্বর, জসপ্রীত, চাহাল ৷

Last Updated : Feb 26, 2022, 7:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.