কলম্বো, 18 জুলাই : একদিনের আন্তর্জাতিক একদিনের ম্যাচে অভিষেক হচ্ছে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের ৷ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে শিখর ধাওয়ানের ভারতীয় দল ৷
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক শানাকা ৷ টস জেতার পর লঙ্কা অধিনায়কের মন্তব্য, ‘‘ আমরা প্রথমে ব্যাট করতে চলেছি ৷ ইতিহাস বলছে এখানে প্রথমে ব্যাটিং করা ভাল ৷’’
আরও পড়ুন : Tokyo Olympics : সোমবার থেকেই ট্রেনিং শুরু ভারতীয় শুটারদের
অন্যদিকে টস জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ানও ৷ টসের পর তিনি বলেন, ‘‘ আমরাও প্রথমে ব্যাট করতে চাইতাম ৷ কারণ শিশির পড়বে ৷ আমার সঙ্গে পৃথ্বী শ ওপেনিং করবে ৷ কিষাণ ও সূর্যকুমারের আজ অভিষেক হচ্ছে ৷ কুলদীপ ও চহাল এই দুই স্পিনার আজ খেলছে ৷ ’’