ETV Bharat / sports

Ind vs SA 3rd T20: প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজ বাঁচানোর লড়াই ভারতের - India

আজ তৃতীয় টি-20-তে সিরিজ বাঁচাতে নামবে ভারত (Do or Die Match for Rishabh Pant Led Team) ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে 0-2 এ পিছিয়ে রয়েছেন ঋষভ পন্থরা ৷ ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে কোনও টি-20 সিরিজ জেতেনি ভারত (India vs South Africa 3rd T20 Preview) ৷

India vs South Africa 3rd T20 Preview Do or Die Match for Rishabh Pant Led Team
India vs South Africa 3rd T20 Preview Do or Die Match for Rishabh Pant Led Team
author img

By

Published : Jun 14, 2022, 12:13 PM IST

বিশাখাপত্তনম, 14 জুন: প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ বাঁচাতে আজ বিশাখাপত্তনমে তৃতীয় টি-20 খেলতে নামবেন ঋষভ পন্থরা (Do or Die Match for Rishabh Pant Led Team) ৷ দিল্লি ও কটকে হারের পর আজকের ম্যাচে ভারতের ব্যাটিং-বোলিং দুই বিভাগের উপরেই তাকিয়ে রয়েছে সবাই ৷ প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং বিভাগ দারুণ ছন্দ দেখালেও, দ্বিতীয় টি-20-তে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে মাথা তুলতে পারেননি ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের মতো টি-20 বিশেষজ্ঞ ব্যাটাররা ৷ এমনকী, কটকের মন্থর ও লো-বাউন্সের উইকেটে ভুবনেশ্বর-হর্ষল-আবেশ, তিন পেসার ছাড়া স্পিনাররা কেউ সফল হননি (India vs South Africa 3rd T20 Preview) ৷

ঘরের মাঠে সাম্প্রতিককালের সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স ভারতীয় দলের ৷ পরিস্থিতি এতটাই খারাপ যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তরুণ ভারতীয় দলকে সিরিজ বাঁচাতে আজকের ম্যাচ জিততেই হবে ৷ কিন্তু, প্রতিপক্ষের রাবাডা, এনিরক নখিয়া, ওয়েন পার্নেল, প্রিটোরিয়াসদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা টি-20 ব্যাটারদের ৷ এই পরিস্থিতিতে কোচ রাহুল দ্রাবিড় এবং টিম ম্যানেজমেন্ট তৃতীয় টি-20-তে প্রথম একাদশে রদবদল করতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ আজকের ম্যাচে ব্যাটিংকে মজবুত করতে দীপক হুডাকে খেলানো হতে পারে ৷

আরও পড়ুন : India vs South Africa : টানা দু'ম্যাচে ফ্লপ অধিনায়ক, টিমটিম করছে টিম ইন্ডিয়া

অন্যদিকে, প্রথম ম্যাচে খারাপ বোলিং পারফর্ম্যান্সের পর কটকে ভুবনেশ্বর কুমারদের ছন্দে দেখা গেল ৷ 148 রান ডিফেন্ড করতে নেমে শুরুতেই ভুবনেশ্বর 3টি উইকেট তুলে নেন ৷ হর্ষল প্যাটেলও 3 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে 1 উইকেট নেন ৷ আবেশ উইকেট না পেলেও বেশি রান খরচ করেননি ৷ কিন্তু, ভারতের দুই স্পিনারের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে একার হাতে জয় এনে দেন কুইন্টন ডি’ককের পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়া উইকেট কিপার ব্যাটার হেনরিক ক্লাসেন ৷ ফলে ভারতের বোলিং বিভাগে কোনও পরিবর্তন হবে, তা বলা যাচ্ছে না ৷ পুরোটাই নির্ভর করছে বিশাখাপত্তনমের পিচের উপর ৷

বিশাখাপত্তনম, 14 জুন: প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ বাঁচাতে আজ বিশাখাপত্তনমে তৃতীয় টি-20 খেলতে নামবেন ঋষভ পন্থরা (Do or Die Match for Rishabh Pant Led Team) ৷ দিল্লি ও কটকে হারের পর আজকের ম্যাচে ভারতের ব্যাটিং-বোলিং দুই বিভাগের উপরেই তাকিয়ে রয়েছে সবাই ৷ প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং বিভাগ দারুণ ছন্দ দেখালেও, দ্বিতীয় টি-20-তে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে মাথা তুলতে পারেননি ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের মতো টি-20 বিশেষজ্ঞ ব্যাটাররা ৷ এমনকী, কটকের মন্থর ও লো-বাউন্সের উইকেটে ভুবনেশ্বর-হর্ষল-আবেশ, তিন পেসার ছাড়া স্পিনাররা কেউ সফল হননি (India vs South Africa 3rd T20 Preview) ৷

ঘরের মাঠে সাম্প্রতিককালের সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স ভারতীয় দলের ৷ পরিস্থিতি এতটাই খারাপ যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তরুণ ভারতীয় দলকে সিরিজ বাঁচাতে আজকের ম্যাচ জিততেই হবে ৷ কিন্তু, প্রতিপক্ষের রাবাডা, এনিরক নখিয়া, ওয়েন পার্নেল, প্রিটোরিয়াসদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা টি-20 ব্যাটারদের ৷ এই পরিস্থিতিতে কোচ রাহুল দ্রাবিড় এবং টিম ম্যানেজমেন্ট তৃতীয় টি-20-তে প্রথম একাদশে রদবদল করতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ আজকের ম্যাচে ব্যাটিংকে মজবুত করতে দীপক হুডাকে খেলানো হতে পারে ৷

আরও পড়ুন : India vs South Africa : টানা দু'ম্যাচে ফ্লপ অধিনায়ক, টিমটিম করছে টিম ইন্ডিয়া

অন্যদিকে, প্রথম ম্যাচে খারাপ বোলিং পারফর্ম্যান্সের পর কটকে ভুবনেশ্বর কুমারদের ছন্দে দেখা গেল ৷ 148 রান ডিফেন্ড করতে নেমে শুরুতেই ভুবনেশ্বর 3টি উইকেট তুলে নেন ৷ হর্ষল প্যাটেলও 3 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে 1 উইকেট নেন ৷ আবেশ উইকেট না পেলেও বেশি রান খরচ করেননি ৷ কিন্তু, ভারতের দুই স্পিনারের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে একার হাতে জয় এনে দেন কুইন্টন ডি’ককের পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়া উইকেট কিপার ব্যাটার হেনরিক ক্লাসেন ৷ ফলে ভারতের বোলিং বিভাগে কোনও পরিবর্তন হবে, তা বলা যাচ্ছে না ৷ পুরোটাই নির্ভর করছে বিশাখাপত্তনমের পিচের উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.