ETV Bharat / sports

Asia Cup 2023: ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে'তে, বৃষ্টির কোপে ফের কি ভেস্তে যাবে ভারত-পাক ম্যাচ? - বৃষ্টির জন্য ভারত পাকিস্তান ম্যাচ

India vs Pakistan Match: গতকালের বৃষ্টির জন্য ভারত-পাকিস্তান ম্যাচ গড়িয়েছে রিজার্ভ-ডে'তে ৷ তবে স্থানীয় আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবারও সেখানে 100 শতাংশ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ৷

সৌঃ টুইটার
Asia Cup 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 12:49 PM IST

কলম্বো, 11 সেপ্টেম্বর: কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কলম্বোর আবহাওয়া ৷ গতকাল বৃষ্টির কারণে সুপার ফোর রাউন্ডের ম্যাচ গড়িয়েছে রিজার্ভ-ডে'তে ৷ এই হাইভোল্টেজ ম্যাচের জন্য একটি অতিরিক্ত দিন অর্থাৎ রিজার্ভ-ডে আগেই ধার্য করা হয়েছিল। সেকারণে রবিবার ঠিক যেখানে ম্যাচ শেষ হয়েছিল, সোমবার অর্থাৎ রিজার্ভ ডে'তে ঠিক সেই জায়গা থেকেই আবারও ম্যাচ শুরু হবে। ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচটি আজ শুরু হওয়ার কথা রয়েছে ভারতীয় সময় বিকাল 3টেয়। কিন্তু স্থানীয় আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবারও সেখানে 100 শতাংশ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ৷

রিজার্ভ-ডে'র দিন অর্থাৎ আজ সকাল 7টায় কলম্বোতে প্রবল বৃষ্টি হয়েছে। আকাশ অত্যন্ত মেঘলা। কিন্তু এই অবস্থায় যদি সোমবারও এই ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে আদৌ ফাইনালে উঠতে পারবে ভারত? সেটাই আপাতত সমর্থকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রবিবার 24.1 ওভারের পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় ৷ পরে আর শুরু করা সম্ভব হয়নি ৷ তাই রিজার্ভ-ডে'তে ম্যাচ গড়িয়েছে ৷ আজ, সোমবার ভারতের ইনিংস পুনরায় শুরু করবে ৷ 147/2 স্কোরে 24.1 ওভার খেলা হয়েছে ৷ বিরাট কোহলি (8) এবং কেএল রাহুল (17) রানে অপরাজিত রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা (56) এবং শুভমন গিল (58) রান করে সাজঘরে ফিরেছেন ৷

আজকের ম্যাচ যদি সোমবারও বৃষ্টির কারণে খেলা না-যায়, তাহলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে আবারও ভারত এবং পাকিস্তানের মধ্যে 1 পয়েন্ট করে ভাগ হয়ে যাবে। বাংলাদেশকে হারানোর পর পাকিস্তানের ঝুলিতে এমনিতেই 2 পয়েন্ট চলে এসেছে। আর সোমবার এই ম্যাচ বাতিল হলে পাকিস্তান 3 পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে কি ছিটকে যাবে টিম ইন্ডিয়া? না, এখনও সেই সময় আসেনি। এরপর রোহিতদের শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হবে এবং দু'টো ম্যাচেই জয়লাভ করতে হবে। সেই দু'টি ম্যাচ জিতলে তাঁদের পয়েন্ট হবে 5। অন্য কোনও ম্যাচের দিকে তাকাতে হবে না ৷ তাহলেই টিম ইন্ডিয়া ফাইনালে উঠতে পারবে ৷

আরও পড়ুন: ফের 'ভিলেন' বৃষ্টি, সোমবার রিজার্ভ ডে'তে গড়াল ভারত-পাক মহারণ

কলম্বো, 11 সেপ্টেম্বর: কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কলম্বোর আবহাওয়া ৷ গতকাল বৃষ্টির কারণে সুপার ফোর রাউন্ডের ম্যাচ গড়িয়েছে রিজার্ভ-ডে'তে ৷ এই হাইভোল্টেজ ম্যাচের জন্য একটি অতিরিক্ত দিন অর্থাৎ রিজার্ভ-ডে আগেই ধার্য করা হয়েছিল। সেকারণে রবিবার ঠিক যেখানে ম্যাচ শেষ হয়েছিল, সোমবার অর্থাৎ রিজার্ভ ডে'তে ঠিক সেই জায়গা থেকেই আবারও ম্যাচ শুরু হবে। ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচটি আজ শুরু হওয়ার কথা রয়েছে ভারতীয় সময় বিকাল 3টেয়। কিন্তু স্থানীয় আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবারও সেখানে 100 শতাংশ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ৷

রিজার্ভ-ডে'র দিন অর্থাৎ আজ সকাল 7টায় কলম্বোতে প্রবল বৃষ্টি হয়েছে। আকাশ অত্যন্ত মেঘলা। কিন্তু এই অবস্থায় যদি সোমবারও এই ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে আদৌ ফাইনালে উঠতে পারবে ভারত? সেটাই আপাতত সমর্থকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রবিবার 24.1 ওভারের পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় ৷ পরে আর শুরু করা সম্ভব হয়নি ৷ তাই রিজার্ভ-ডে'তে ম্যাচ গড়িয়েছে ৷ আজ, সোমবার ভারতের ইনিংস পুনরায় শুরু করবে ৷ 147/2 স্কোরে 24.1 ওভার খেলা হয়েছে ৷ বিরাট কোহলি (8) এবং কেএল রাহুল (17) রানে অপরাজিত রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা (56) এবং শুভমন গিল (58) রান করে সাজঘরে ফিরেছেন ৷

আজকের ম্যাচ যদি সোমবারও বৃষ্টির কারণে খেলা না-যায়, তাহলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে আবারও ভারত এবং পাকিস্তানের মধ্যে 1 পয়েন্ট করে ভাগ হয়ে যাবে। বাংলাদেশকে হারানোর পর পাকিস্তানের ঝুলিতে এমনিতেই 2 পয়েন্ট চলে এসেছে। আর সোমবার এই ম্যাচ বাতিল হলে পাকিস্তান 3 পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে কি ছিটকে যাবে টিম ইন্ডিয়া? না, এখনও সেই সময় আসেনি। এরপর রোহিতদের শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হবে এবং দু'টো ম্যাচেই জয়লাভ করতে হবে। সেই দু'টি ম্যাচ জিতলে তাঁদের পয়েন্ট হবে 5। অন্য কোনও ম্যাচের দিকে তাকাতে হবে না ৷ তাহলেই টিম ইন্ডিয়া ফাইনালে উঠতে পারবে ৷

আরও পড়ুন: ফের 'ভিলেন' বৃষ্টি, সোমবার রিজার্ভ ডে'তে গড়াল ভারত-পাক মহারণ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.