ETV Bharat / sports

'ক্রিকেট ঈশ্বরে'র আশীর্বাদ নিয়ে মহারণে ভারত, প্রথমে ব্যাট পেয়ে বড় রানের লক্ষ্যে রোহিতরা - Pat Cummins

World Cup Final 2023: আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া ৷ বিশ্বসেরার খেতাব জয়ের লড়াইয়ে টস জিতে বোলিং নিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ৷

Image Courtesy: X
Image Courtesy: X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 1:35 PM IST

Updated : Nov 19, 2023, 1:53 PM IST

আমেদাবাদ, 19 নভেম্বর: দেড় মাসের যুদ্ধের আজ যবনিকা পতন ৷ 20 বছর পর ফের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ মহাদ্বৈরথের বিগুল বেজে গিয়েছে ৷ সেরার সেরা খেতাবের লড়াইয়ে টস জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ আমেদাবাদের উইকেটে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ রোহিতের ব্যাটে চার ও ছয়ের ফুলঝুরি দেখার আশায় ভারতীয় ক্রিকেট প্রেমিরা ৷ সেখানেই অজি পেস আক্রমণের বিরুদ্ধে কাজটা মোটেই সহজ হবে না, তা ভালোই জানেন অধিনায়ক রোহিত ৷ তবে, প্রতিপক্ষকে পালটা চাপে ফেলার তাঁর কৌশল নিয়েই বাইশ গজের মহারণে নামছেন রোহিত এবং তাঁর দোসর শুভমন গিল ৷

অন্যদিকে, অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে হারের পর, ভারতের কৌশলেই পুরো টুর্নামেন্ট খেলেছে ৷ শুরুতেই দুই ওপেনার প্রতিপক্ষের বোলারদের বিরুদ্ধে আক্রমণে গিয়েছেন ৷ ফলে নতুন বলে ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেডের বিরুদ্ধে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের কৌশল কী হয়, সেটাই দেখার ৷ আর ওয়ান চেঞ্জে বলহাতে চলতি বিশ্বকাপে আগুন ঝড়িয়েছেন মহম্মদ শামি ৷ তাঁর নিখুঁত সিম ও স্যুইংয়ের সঙ্গে পেস বোলিং সামলাতে হিমশিম খেয়েছে প্রতিপক্ষ ৷ তাই আজও শামির উপর অনেকটাই নির্ভর করছে ভারতের বিশ্বকাপ জয় ৷

বলা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে ম্যাচ হয়েছিল, সেই একই বাইশ গজে আজ ফাইনাল খেলা হবে ৷ যে পিচে স্পিনারদের জন্য সাহায্য থাকবে বলে মনে করা হচ্ছে ৷ দু’দিকে ব্যাটিং এন্ডে বেশ অনেকটা জায়গা শুকনো এবং রুক্ষ ৷ ফলে সেই জায়গা থেকে কুলদীপ এবং জাদেজারা সাহায্য পাবেন বলে মত বিশেষজ্ঞদের একাংশের ৷ আবার পিচের গুড লেন্থ এবং শর্ট লেন্থ এলাকায় হালকা ঘাস রয়েছে ৷ যা বোলারদের থেকে অনেক বেশি ব্যাটারদের সাহায্য করবে ৷ কারণ, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ গতকালই শুকনো ছিল বলে জানা গিয়েছে ৷ ফলে আজ ম্যাচ যত এগোবে তা আরও ভাঙতে পারে ৷ সেখান পিচের মাঝে থাকা ঘাস, ব্যাটারদের সাহায্য করবে বলে মত বিশেষজ্ঞমহলের ৷

আরও পড়ুন:

আমেদাবাদ, 19 নভেম্বর: দেড় মাসের যুদ্ধের আজ যবনিকা পতন ৷ 20 বছর পর ফের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ মহাদ্বৈরথের বিগুল বেজে গিয়েছে ৷ সেরার সেরা খেতাবের লড়াইয়ে টস জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ আমেদাবাদের উইকেটে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ রোহিতের ব্যাটে চার ও ছয়ের ফুলঝুরি দেখার আশায় ভারতীয় ক্রিকেট প্রেমিরা ৷ সেখানেই অজি পেস আক্রমণের বিরুদ্ধে কাজটা মোটেই সহজ হবে না, তা ভালোই জানেন অধিনায়ক রোহিত ৷ তবে, প্রতিপক্ষকে পালটা চাপে ফেলার তাঁর কৌশল নিয়েই বাইশ গজের মহারণে নামছেন রোহিত এবং তাঁর দোসর শুভমন গিল ৷

অন্যদিকে, অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে হারের পর, ভারতের কৌশলেই পুরো টুর্নামেন্ট খেলেছে ৷ শুরুতেই দুই ওপেনার প্রতিপক্ষের বোলারদের বিরুদ্ধে আক্রমণে গিয়েছেন ৷ ফলে নতুন বলে ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেডের বিরুদ্ধে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের কৌশল কী হয়, সেটাই দেখার ৷ আর ওয়ান চেঞ্জে বলহাতে চলতি বিশ্বকাপে আগুন ঝড়িয়েছেন মহম্মদ শামি ৷ তাঁর নিখুঁত সিম ও স্যুইংয়ের সঙ্গে পেস বোলিং সামলাতে হিমশিম খেয়েছে প্রতিপক্ষ ৷ তাই আজও শামির উপর অনেকটাই নির্ভর করছে ভারতের বিশ্বকাপ জয় ৷

বলা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে ম্যাচ হয়েছিল, সেই একই বাইশ গজে আজ ফাইনাল খেলা হবে ৷ যে পিচে স্পিনারদের জন্য সাহায্য থাকবে বলে মনে করা হচ্ছে ৷ দু’দিকে ব্যাটিং এন্ডে বেশ অনেকটা জায়গা শুকনো এবং রুক্ষ ৷ ফলে সেই জায়গা থেকে কুলদীপ এবং জাদেজারা সাহায্য পাবেন বলে মত বিশেষজ্ঞদের একাংশের ৷ আবার পিচের গুড লেন্থ এবং শর্ট লেন্থ এলাকায় হালকা ঘাস রয়েছে ৷ যা বোলারদের থেকে অনেক বেশি ব্যাটারদের সাহায্য করবে ৷ কারণ, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ গতকালই শুকনো ছিল বলে জানা গিয়েছে ৷ ফলে আজ ম্যাচ যত এগোবে তা আরও ভাঙতে পারে ৷ সেখান পিচের মাঝে থাকা ঘাস, ব্যাটারদের সাহায্য করবে বলে মত বিশেষজ্ঞমহলের ৷

আরও পড়ুন:

ভারতের 'এক্স-ফ্যাক্টর' বিরাটের বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা

ট্রফি জিতে গুরু দ্রাবিড়কে দক্ষিণা দিতে চান 'একলব্য' রোহিত

বিশ্বকাপ থাক ভারতেই, প্রার্থনা দেশবাসীর; দেশজুড়ে চলছে পুজো-বিশেষ আরতি

Last Updated : Nov 19, 2023, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.