ETV Bharat / sports

ICC World Cup 2023: কুলদীপের কামাল, জাড্ডুর জাদুতে চিপকে আত্মসমর্পণ অজিদের - বিশ্বকাপ

তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ৷ হিটম্যানের চালেই মাত ‘কামিন্স অ্যান্ড কোং’ ৷ রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার দাপটেই বিধ্বস্ত হল অস্ট্রেলিয়া ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 6:02 PM IST

Updated : Oct 8, 2023, 7:13 PM IST

চেন্নাই, 8 অক্টোবর: কুলদীপ-জাদেজার ঘূর্ণিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া ৷ টস জিতে ব্য়াট করতে নামা অস্ট্রেলিয়ান ব্যাটাররা চিপকের বাইশ গজে এদিন কার্যত ধরাশায়ী ৷ সৌজন্যে, মুম্বইকরের ক্রিকেটীয় মস্তিষ্ক ৷ চেন্নাইয়ের শুকনো ও মন্থর উইকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ৷ হিটম্যানের চালেই মাত ‘কামিন্স অ্যান্ড কোং’ ৷ 199 রানে অল-আউট বিশ্বকাপের মঞ্চের সবচেয়ে ধারাবাহিক দল ৷

অজি ইনিংসের শুরুতেই ঝটকা দিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ বুম বুমের বিষাক্ত ডেলিভারিতে খাতা না-খুলেই ফিরতে হয়েছিল মিচেল মার্শকে ৷ তারপর স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার খানিক চেষ্টা করেছিলেন ৷ দুই ব্যাটারের জুটিতে এসেছিল 71 রান ৷ যদিও কুলদীপের বলে ব্যক্তিগত 41 রানে ওয়ার্নার ফেরার পর রান তোলার দায়িত্বটা নিয়েছিলেন স্মিথ ও লাবুশেন জুটি ৷ যদিও জাদেজার বলে স্মিথ ফিরতেই ছন্দপতন ৷

তারপরেই পালা করে উইকেট নেওয়ার দায়িত্বটা ভাগ করে নিলেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ৷ দুই স্পিনারের দাপটে মাঝের ওভারে কার্যত খাবি খেল অজিদের ব্যাটিং লাইন-আপ ৷ পরপর ক্রিজ ছাড়লেন মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারিরা ৷ ব্যক্তিগত 27 রানের মাথায় লাবুশেনকে ফেরান জাদেজা ৷ ম্যাক্সওয়েলকে তুলে নেন কুলদীপ যাদব ৷ জাদেজার বলে খাতা না-খুলেই ফেরেন অ্যালেক্স ক্যারি ৷ ক্যামেরন গ্রিনকে ড্রেসিংরুমে ফেরান অশ্বিন ৷

ICC World Cup
হিটম্যানের চালেই মাত ‘কামিন্স অ্যান্ড কোং’

আরও পড়ুন: জাড্ডু-কুলদীপের ঘূর্ণিতে বিপাকে অজিরা, 8 উইকেট হারিয়ে ধুঁকছে ‘কামিন্স অ্যান্ড কোং’

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পাকে তুলে নেন বুমরা, সিরাজ ও পান্ডিয়া ৷ প্রথম ইনিংসের তিন বল বাকি থাকতেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস ৷ জাদেজার ঝুলিতে এসেছে তিনটি উইকেট ৷ দু’টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরা ৷ রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজের ঝুলিতে এসেছে একটি করে উইকেট ৷

চেন্নাই, 8 অক্টোবর: কুলদীপ-জাদেজার ঘূর্ণিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া ৷ টস জিতে ব্য়াট করতে নামা অস্ট্রেলিয়ান ব্যাটাররা চিপকের বাইশ গজে এদিন কার্যত ধরাশায়ী ৷ সৌজন্যে, মুম্বইকরের ক্রিকেটীয় মস্তিষ্ক ৷ চেন্নাইয়ের শুকনো ও মন্থর উইকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ৷ হিটম্যানের চালেই মাত ‘কামিন্স অ্যান্ড কোং’ ৷ 199 রানে অল-আউট বিশ্বকাপের মঞ্চের সবচেয়ে ধারাবাহিক দল ৷

অজি ইনিংসের শুরুতেই ঝটকা দিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ বুম বুমের বিষাক্ত ডেলিভারিতে খাতা না-খুলেই ফিরতে হয়েছিল মিচেল মার্শকে ৷ তারপর স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার খানিক চেষ্টা করেছিলেন ৷ দুই ব্যাটারের জুটিতে এসেছিল 71 রান ৷ যদিও কুলদীপের বলে ব্যক্তিগত 41 রানে ওয়ার্নার ফেরার পর রান তোলার দায়িত্বটা নিয়েছিলেন স্মিথ ও লাবুশেন জুটি ৷ যদিও জাদেজার বলে স্মিথ ফিরতেই ছন্দপতন ৷

তারপরেই পালা করে উইকেট নেওয়ার দায়িত্বটা ভাগ করে নিলেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ৷ দুই স্পিনারের দাপটে মাঝের ওভারে কার্যত খাবি খেল অজিদের ব্যাটিং লাইন-আপ ৷ পরপর ক্রিজ ছাড়লেন মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারিরা ৷ ব্যক্তিগত 27 রানের মাথায় লাবুশেনকে ফেরান জাদেজা ৷ ম্যাক্সওয়েলকে তুলে নেন কুলদীপ যাদব ৷ জাদেজার বলে খাতা না-খুলেই ফেরেন অ্যালেক্স ক্যারি ৷ ক্যামেরন গ্রিনকে ড্রেসিংরুমে ফেরান অশ্বিন ৷

ICC World Cup
হিটম্যানের চালেই মাত ‘কামিন্স অ্যান্ড কোং’

আরও পড়ুন: জাড্ডু-কুলদীপের ঘূর্ণিতে বিপাকে অজিরা, 8 উইকেট হারিয়ে ধুঁকছে ‘কামিন্স অ্যান্ড কোং’

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পাকে তুলে নেন বুমরা, সিরাজ ও পান্ডিয়া ৷ প্রথম ইনিংসের তিন বল বাকি থাকতেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস ৷ জাদেজার ঝুলিতে এসেছে তিনটি উইকেট ৷ দু’টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরা ৷ রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজের ঝুলিতে এসেছে একটি করে উইকেট ৷

Last Updated : Oct 8, 2023, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.