ETV Bharat / sports

ICC World Cup 2023: বুমরা-হার্দিকের দাপটে ফিকে হল আফগান ব্যাটারদের লড়াই, ভারতের লক্ষ্যমাত্রা 273 - হার্দিক পান্ডিয়া

India vs Afghanistan in ICC World Cup: দিল্লির ব্যাটিং সহায়ক উইকেটে আফগানদের 272 রানে আটকে রাখলেন জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়ারা ৷ এ দিন বুমরা 4 উইকেট নিয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 6:14 PM IST

Updated : Oct 11, 2023, 6:51 PM IST

নয়াদিল্লি, 11 অক্টোবর: দিল্লির পিচে জসপ্রীত বুমরার অসাধারণ পেস বোলিং-শো ৷ তার দৌলতে আফগানিস্তানকে 272 রানে আটকে রাখল ভারত ৷ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে যা খুবই ভালো পারফর্ম্যান্স ভারতীয় বোলারদের তরফে ৷ তবে, আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি 80 রান করেন ৷ তাঁর সঙ্গে আজমাতুল্লাহ ওমারজাই 62 রানের ইনিংস খেলেন ৷ টিম ইন্ডিয়ার সফলতম বোলার জসপ্রীত বুমরা ৷ চার উইকেট নেন তিনি ৷ জন্মদিনে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াও দুই উইকেট নেন ৷

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে ভারতীয় দলের বোলাররা মোটের উপর ঠিকঠাক পারফর্ম্যান্স করলেন ৷ আফগানদের বিরুদ্ধে শুধু মাঝের কিছুটা সময় উইকেটের জন্য ছটফট করতে দেখা যায় ভারতীয় বোলারদের ৷ 63 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ এবং ওমারজাই 121 রানের লম্বা পার্টনারশিপ করেন ৷ চতুর্থ উইকেটের পতন হতেই একের পর এক উইকেট পড়তে শুরু করে ৷

এ দিন ভারতের হয়ে প্রথম উইকেটটি নেন জসপ্রীত বুমরা ৷ তিনি 10 ওভারে 39 রানে 4 উইকেট নেন তিনি ৷ হার্দিক পান্ডিয়াও 7 ওভার বল করে 43 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ তবে, অশ্বিনের বদলি হিসেবে দলে আসা শার্দূল ঠাকুর 6 ওভার বল করে 31 রান দিয়ে মাত্র 1 উইকেট নেন ৷ গত ম্যাচে সফল রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব 1টি করে উইকেট পেয়েছেন ৷ একমাত্র মহম্মদ সিরাজ এ দিন বল হাতে পুরোপুরি ব্যর্থ ৷ 9 ওভার বল করে 76 রান দিয়েছেন তিনি ৷ বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান দেওয়া কোনও ভারতীয় বোলারের খাতায় এদিন নাম লেখান সিরাজ ৷ তাঁর আগে যুজবেন্দ্র চাহাল এবং জভাগল শ্রীনাথ রয়েছেন ৷

আরও পড়ুন: সুস্থ শুভমন, আমেদাবাদে দলের সঙ্গে যোগ দিতে চলেছেন ভারতীয় ওপেনার

আজকের ম্যাচে হাসমাতুল্লাহ শাহিদি এবং আজমাতুল্লাহ ওমারজাই ছাড়া আর কোনও আফগান ব্যাটার রান পাননি ৷ ওপেনার ইব্রাহিম জারদান এরপর তৃতীয় সর্বোচ্চ 22 রান করেছেন ৷ গুরবাজ 21 রান, রহমত 16 রান, মহম্মদ নবি 19 রান করেছেন ৷

নয়াদিল্লি, 11 অক্টোবর: দিল্লির পিচে জসপ্রীত বুমরার অসাধারণ পেস বোলিং-শো ৷ তার দৌলতে আফগানিস্তানকে 272 রানে আটকে রাখল ভারত ৷ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে যা খুবই ভালো পারফর্ম্যান্স ভারতীয় বোলারদের তরফে ৷ তবে, আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি 80 রান করেন ৷ তাঁর সঙ্গে আজমাতুল্লাহ ওমারজাই 62 রানের ইনিংস খেলেন ৷ টিম ইন্ডিয়ার সফলতম বোলার জসপ্রীত বুমরা ৷ চার উইকেট নেন তিনি ৷ জন্মদিনে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াও দুই উইকেট নেন ৷

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে ভারতীয় দলের বোলাররা মোটের উপর ঠিকঠাক পারফর্ম্যান্স করলেন ৷ আফগানদের বিরুদ্ধে শুধু মাঝের কিছুটা সময় উইকেটের জন্য ছটফট করতে দেখা যায় ভারতীয় বোলারদের ৷ 63 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ এবং ওমারজাই 121 রানের লম্বা পার্টনারশিপ করেন ৷ চতুর্থ উইকেটের পতন হতেই একের পর এক উইকেট পড়তে শুরু করে ৷

এ দিন ভারতের হয়ে প্রথম উইকেটটি নেন জসপ্রীত বুমরা ৷ তিনি 10 ওভারে 39 রানে 4 উইকেট নেন তিনি ৷ হার্দিক পান্ডিয়াও 7 ওভার বল করে 43 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ তবে, অশ্বিনের বদলি হিসেবে দলে আসা শার্দূল ঠাকুর 6 ওভার বল করে 31 রান দিয়ে মাত্র 1 উইকেট নেন ৷ গত ম্যাচে সফল রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব 1টি করে উইকেট পেয়েছেন ৷ একমাত্র মহম্মদ সিরাজ এ দিন বল হাতে পুরোপুরি ব্যর্থ ৷ 9 ওভার বল করে 76 রান দিয়েছেন তিনি ৷ বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান দেওয়া কোনও ভারতীয় বোলারের খাতায় এদিন নাম লেখান সিরাজ ৷ তাঁর আগে যুজবেন্দ্র চাহাল এবং জভাগল শ্রীনাথ রয়েছেন ৷

আরও পড়ুন: সুস্থ শুভমন, আমেদাবাদে দলের সঙ্গে যোগ দিতে চলেছেন ভারতীয় ওপেনার

আজকের ম্যাচে হাসমাতুল্লাহ শাহিদি এবং আজমাতুল্লাহ ওমারজাই ছাড়া আর কোনও আফগান ব্যাটার রান পাননি ৷ ওপেনার ইব্রাহিম জারদান এরপর তৃতীয় সর্বোচ্চ 22 রান করেছেন ৷ গুরবাজ 21 রান, রহমত 16 রান, মহম্মদ নবি 19 রান করেছেন ৷

Last Updated : Oct 11, 2023, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.