পার্থ, 30 অক্টোবর : বর্ডার-গাভাসকর সিরিজ়ের আগে হুঁশিয়ারি দিয়ে রাখলেন অষ্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার ৷ বললেন, তিনটি ওয়ানডে ও তিনটি টি 20 ম্যাচের জন্য নির্বাচিত অস্ট্রেলিয়া দল ভারতকে হারাতে সক্ষম ৷
2018-19 সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় দলের দায়িত্ব নেন প্রাক্তন এই ক্রিকেটার ৷ সেবার প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ় জেতে ভারত ৷
তবে সেই সিরিজ়ে অজ়ি দলে নির্বাসনের জন্য ছিলেন না স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ৷ কিন্তু এবারে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে তৈরি অস্ট্রেলিয়া ৷
ল্যাঙ্গার বলেন, ‘‘আমি মনে করি প্রথম ওয়ানডে ম্যাচের দিন সকালে আমরা সবাই সাক্ষাৎ করব ৷ তাই সেটা যথেষ্ট নয় ৷ আমাদের ভালো খেলতে হবে ৷ কিন্তু এই অবস্থায় আমাদের অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, শ্রীরাম ও আরও কয়েকজন কোচ IPL থেকে সরাসরি আসছে ৷ তাঁরা ক্রিকেটারদের প্রস্তুতিতে সাহায্য করবে ৷’’
এছাড়া দলে ক্যামরন গ্রিনের অর্ন্তভূক্তিও দারুণভাবে দেখেছেন ল্যাঙ্গার ৷ তাঁর মতো গ্রিনও পশ্চিম অস্ট্রেলিয়ার ক্রিকেটার ৷ ইতিমধ্যে কিছু প্রাক্তন অজ়ি ক্রিকেটার তাঁকে ভবিষ্যৎতের তারকা বলছেন ৷
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হচ্ছে 10 নভেম্বর ৷ তাই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা 11 তারিখ দেশে ফিরতে পারবেন ৷ দেশে ফেরার পর দুই সপ্তাহ তাঁদের কোয়ারানটিনে থাকতে হবে ৷ তাই অধিনায়ক অ্যারোন ফিঞ্চ, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট ক্যামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি ও অ্যাডাম জ্যাম্পাদের সঙ্গে প্রথম ম্যাচের দিন সকালেই দেখা করতে পারবেন কোচ জাস্টিন ল্যাঙ্গার ৷