সিডনি, 12 জ়ানুয়ারি : চোট পাওয়া বাম হাতের বুড়ো আঙুলে অস্ত্রোপচার হল ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ৷ সঙ্গে বার্তা, সাময়িক বিরতি নিলেও, আরও ধারাল হয়ে মাঠে ফিরে আসবেন তিনি ৷ মঙ্গলবার সিডনির হাসপাতাল থেকেই অস্ত্রোপচারের পর নিজের ছবি টুইটারে পোস্ট করেন ‘স্য়র জাদেজা’ ৷ তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্য়াটিং করার সময় মিচেল স্টার্কের বল তাঁর হাতে লাগে ৷ যার জেরে বাম হাতের বুড়ো আঙুলের হাড় সরে যায় রবীন্দ্র জাদেজার ৷
এদিন অস্ত্রোপচারের পর তিনি টুইটে লেখেন, ‘‘দায়িত্ব থেকে সাময়িক বিরতি, অস্ত্রোপচার সম্পন্ন ৷ তবে, দ্রুত আরও ধারাল হয়ে ফিরে আসব ৷’’ ব্রিসবেনের গাব্বায় হতে চলা অস্ট্রেলিয়া ও ভারতের মধ্য়ে চতুর্থ টেস্ট থেকে ইতিমধ্য়েই ছিটকে গিয়েছেন জাদেজা ৷ সোমবার সন্ধ্য়ায় বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে জানানো হয়, ‘‘বর্ডার-গাভাস্কর টেস্ট সিরিজের তৃতীয় ম্য়াচের তৃতীয়দিন ব্য়াচ করার সময় বাম হাতের বুড়ো আঙুলে চোট পান রবীন্দ্র জাদেজা ৷ পরে তাঁর আঙুলের স্ক্য়ান করা হলে, দেখা যায় বুড়ো আঙুলের হাড় সরে গিয়েছে ৷’’ একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়, যে আগামী 15-19 জানুয়ারি পর্যন্ত হতে চলা চতুর্থ টেস্টে খেলতে পারবেন না বাঁ-হাতি অলরাউন্ডার ৷
-
Out of action for a https://t.co/ouz0ilet9j completed. But will soon return with a bang!💪🏻 pic.twitter.com/Uh3zQk7Srn
— Ravindrasinh jadeja (@imjadeja) January 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Out of action for a https://t.co/ouz0ilet9j completed. But will soon return with a bang!💪🏻 pic.twitter.com/Uh3zQk7Srn
— Ravindrasinh jadeja (@imjadeja) January 12, 2021Out of action for a https://t.co/ouz0ilet9j completed. But will soon return with a bang!💪🏻 pic.twitter.com/Uh3zQk7Srn
— Ravindrasinh jadeja (@imjadeja) January 12, 2021
আরও পড়ুন : চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন বুমরা
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে 4 উইকেট পেয়েছিলেন জাদেজা ৷ এমনকি চোট নিয়েও গুরুত্বপূর্ণ 28 রানের ইনিংস খেলেন তিনি ৷ সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরেই বেঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্য়াবের জন্য় জাদেজাকে যেতে হবে ৷